সাগর, 20 অগস্ট : হাতে রয়েছে এখনও পাঁচ মাস ৷ তার আগে ইতিমধ্যেই 2022-এর গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু করে দিল দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন । এবারে মেলার প্রস্তুতি হিসাবে টিকাকরণের উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে । মেলার আগে সাগরদ্বীপের বাসিন্দাদের 100 শতাংশ টিকাকরণ সম্পূর্ণ করার লক্ষ্যে বদ্ধপরিকর জেলা প্রশাসন ।
সাগরের প্রতিটি টিকাকরণ কেন্দ্রে সরেজমিনে তদারকি করছেন বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা । লক্ষ্য একটাই, মেলার আগে যত দ্রুত সম্ভব সাগরের প্রতিটি বুথের বাসিন্দাদের টিকাকরণ শেষ করতে হবে । প্রথম পর্যায়ে মেলার সঙ্গে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলা, শ্রমিক, ট্রাক চালক ও বিভিন্ন বিক্রেতাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে ।
করোনার তৃতীয় ঢেউয়ে সবথেকে বেশি আক্রান্ত হতে পারে শিশুরা । তা মাথায় রেখে মায়েদের টিকা দেওয়া হচ্ছে । ইতিমধ্যেই সাগর ব্লকের 50 হাজারের কাছাকাছি মানুষের টিকাকরণ সম্পন্ন করা হয়েছে । ব্লকের মোট বাসিন্দা দু'লাখের সামান্য বেশি । প্রতিদিন যোগান অনুযায়ী পঞ্চায়েত এলাকার একাধিক বুথে টিকাকরণ চলছে ।
আরও পড়ুন : Cultivation in Sundarban : জলে ভাসমান ভেলাতেই হবে চাষ, সুন্দরবনে দিশা দেখাচ্ছে এক সংস্থা
প্রতি বছর জানুয়ারি মাসের 10-15 তারিখে মকর সংক্রান্তি উপলক্ষে মেলা বসে গঙ্গাসাগরে ৷ দেশের বিভিন্ন জায়গা থেকে আগত লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয় মেলা প্রাঙ্গণে ৷ তাই সংক্রমণের কথা মাথায় রেখে মেলায় সরাসরি যুক্তদের টিকাকরণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে ।
গতবছর আদালতের নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে গঙ্গাসাগর মেলার আয়োজন করা হয় । খুব অল্প সংখ্যক পুণ্যার্থী এসেছিল গঙ্গাসাগরে । গতবছরের মতো এ বছরও আগাম সাগর মেলার প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা প্রশাসন । মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকও সেরে ফেলেছে জেলা প্রশাসন ।
সেই বৈঠকেই মেলার আগে সমস্ত সাগরবাসীকে টিকাকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই বিষয়ে বিধায়ক বঙ্কিম হাজরা জানান, ইতিমধ্যেই গঙ্গাসাগর মেলা তোড়জোড় শুরু হয়ে গিয়েছে । মুখ্যমন্ত্রীর নির্দেশে গঙ্গাসাগর মেলার আগেই সাগরদ্বীপের বাসিন্দাদের 100 শতাংশ টিকাকরণের লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি । পর্যাপ্ত যোগান থাকলেই গঙ্গাসাগর মেলার আগে টিকাকরণ কর্মসূচি শেষ করতে পারব আমরা ।
আরও পড়ুন : Independence Day : মাস্টারদা'র সহযোগী অনুরূপ চন্দ্র সেনকে ভুলতে বসেছে বুড়ুল গ্রাম