ETV Bharat / state

পিসি-ভাইপোকে বাদ দিয়ে সবাইকে দলে নেওয়া হবে : দিলীপ

পিসি-ভাইপোকে বাদ দিয়ে সবাইকে দলে নেওয়া হবে । ওরা দু'জন অত্যাচার , হিংসা, দুর্নীতির মূলে । একথা বললেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ।

ফাইল ফোটো
author img

By

Published : May 16, 2019, 6:33 AM IST

Updated : May 16, 2019, 7:01 AM IST

জয়নগর, 16 মে : "অত্যাচার , হিংসা, দুর্নীতির মূলে পিসি-ভাইপো । তাঁদের বাদ দিয়ে সবাইকে দলে নেওয়া হবে ।" গতকাল জয়নগরের সভা থেকে একথা বলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

গতকাল জয়নগর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অশোক কান্ডারির সমর্থনে বকুলতলা এলকায় নির্বাচনী জনসভায় যোগ দেন দিলীপ । সভা থেকে বক্তব্য রাখার সময় তিনি তৃণমূল ও মমতাকে কটাক্ষ করেন । বলেন, "23 তারিখ রেজ়াল্ট । গুন্ডারা সব গর্তে ঢুকে গেছে । পুলিশ বন্ধুরা বুঝে গেছে পালাবদল হচ্ছে । BJP-র সঙ্গে আর পাঙ্গা নিয়ে লাভ নেই । অনেক কেস দিয়েছেন । ঝামেলা করেছেন । আর ঝামেলা করবেন না । 21 সাল পর্যন্ত এই সরকার থাকবে না । 23, 25 টা সিট যদি জিতি তাহলে 100 জন MLA আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন । খালি হাওয়াটা দেখছেন । রেজ়াল্টটা ঘোষণা হোক । এই সরকার পড়ে যাবে । সবাই ছুটে আমাদের দিকে আসবে । পিসি-ভাইপো বাদ দিয়ে সবাইকে আমরা নিয়ে নেব । ওই দু'জনকে নেওয়া যাবে না । যত অত্যাচার, হিংসা, দুর্নীতির মূলে ওই দু'জন আছে ।"

dilip
নির্বাচনী সভায় দিলীপ

মঙ্গলবার অমিত শাহের রোড শো-এর প্রসঙ্গ টেনে দিলীপ বলেন, "ঝড় যে আসছে তা কলকাতায় অমিত শাহের রোড শো দেখে বোঝা গেছে । লাখ লাখ মানুষ নেমেছে । টিভিতে লাইভ দেখাচ্ছে । আর তাই দিদি বললেন, গেল গেল । আরে অন্যান্য জায়গায় হেরে গেছি । কলকাতায় অন্তত জিতি । কী করে জিতবেন ? লোকের ভোট চাই তো । আর লোক ভোট দেবে না । তাই মারপিট, ইট মারা । তারপর বিদ্যাসাগরের মূর্তিটা ভেঙে দিয়ে নাটক করে বলছে BJP ভেঙে দিয়েছে । তিনটে গেটে তালা বন্ধ । আমরা ঢুকব কী করে ? প্রেসের লোকেরাও ঢুকতে পারেনি । আমরাও ঢুকতে পারিনি । ছিল তোমার গুণধর ভাইরা । ইঞ্চি সাইজ়ের দিদির যত ভাই । তারা গুন্ডামি করে খায় । তারা ভিতর থেকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক বলছিল । তাদের মধ্যে একজনের মাথা ফেটেছে । জানি না ওরা মেরেছে না কি আমাদের ইট লেগেছে । ইটের বদলে পাটকেল মেরেছি আমরা । একজন ভরতি হয়েছে হাসপাতালে । সে ছাত্র নয় । বিদ্যাসাগর কলেজের নয় । সে ওখানে এসেছে কারণ সে তৃণমূলের ছাত্রনেতা । সে কলেজে ভরতির টাকা নেয় । তোলাবাজি করে । তার নামে আমহার্স্ট স্ট্রিট থানায় FIR আছে । এই সিন্ডিকেট, তোলাবাজরা দিদির ভাই । এরা কলেজ কবজা করে রেখেছে । আপনি গরিব বা ধনী যে হোন টাকা ছাড়া ছেলেমেয়েকে ভরতি করতে পারবে না ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গে তিনি বলেন, "বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়ে BJP-র নামে বদনাম করা হচ্ছে । বাংলার মানুষকে আর বোকা বানাতে পারবে না । মমতা ব্যানার্জি ছুটে এসেছেন হাহাকার করে । আহা রে ! কী বিদ্যাসাগরে প্রেম । আমি মেদিনীপুরের ছেলে । আমি জানি বিদ্যাসাগর কে ? আপনি শ্যামাপ্রসাদকে সম্মান দিন । আপনি না দক্ষিণ কলকাতার । শ্যামাপ্রসাদও দক্ষিণ কলকাতার । গতবছর শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙা হয়েছিল । মমতা ব্যানার্জি এসেছিলেন ? না । রাস্তায় নেমেছিলেন ? না । কেন ? শ্যামাপ্রসাদ কি মনীষী নন ? আসলে এখন একটা সহানুভূতি তৈরি করতে হবে । বাংলার মানুষকে খ্যাপাতে হবে । দিনরাত রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন । মানুষের যখন মাথা খারাপ হয়ে যায় তখন বাড়িতে থাকতে পারে না । তাই একবার এদিক যাচ্ছে, ওদিক যাচ্ছে ।"

জয়নগর, 16 মে : "অত্যাচার , হিংসা, দুর্নীতির মূলে পিসি-ভাইপো । তাঁদের বাদ দিয়ে সবাইকে দলে নেওয়া হবে ।" গতকাল জয়নগরের সভা থেকে একথা বলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

গতকাল জয়নগর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী অশোক কান্ডারির সমর্থনে বকুলতলা এলকায় নির্বাচনী জনসভায় যোগ দেন দিলীপ । সভা থেকে বক্তব্য রাখার সময় তিনি তৃণমূল ও মমতাকে কটাক্ষ করেন । বলেন, "23 তারিখ রেজ়াল্ট । গুন্ডারা সব গর্তে ঢুকে গেছে । পুলিশ বন্ধুরা বুঝে গেছে পালাবদল হচ্ছে । BJP-র সঙ্গে আর পাঙ্গা নিয়ে লাভ নেই । অনেক কেস দিয়েছেন । ঝামেলা করেছেন । আর ঝামেলা করবেন না । 21 সাল পর্যন্ত এই সরকার থাকবে না । 23, 25 টা সিট যদি জিতি তাহলে 100 জন MLA আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন । খালি হাওয়াটা দেখছেন । রেজ়াল্টটা ঘোষণা হোক । এই সরকার পড়ে যাবে । সবাই ছুটে আমাদের দিকে আসবে । পিসি-ভাইপো বাদ দিয়ে সবাইকে আমরা নিয়ে নেব । ওই দু'জনকে নেওয়া যাবে না । যত অত্যাচার, হিংসা, দুর্নীতির মূলে ওই দু'জন আছে ।"

dilip
নির্বাচনী সভায় দিলীপ

মঙ্গলবার অমিত শাহের রোড শো-এর প্রসঙ্গ টেনে দিলীপ বলেন, "ঝড় যে আসছে তা কলকাতায় অমিত শাহের রোড শো দেখে বোঝা গেছে । লাখ লাখ মানুষ নেমেছে । টিভিতে লাইভ দেখাচ্ছে । আর তাই দিদি বললেন, গেল গেল । আরে অন্যান্য জায়গায় হেরে গেছি । কলকাতায় অন্তত জিতি । কী করে জিতবেন ? লোকের ভোট চাই তো । আর লোক ভোট দেবে না । তাই মারপিট, ইট মারা । তারপর বিদ্যাসাগরের মূর্তিটা ভেঙে দিয়ে নাটক করে বলছে BJP ভেঙে দিয়েছে । তিনটে গেটে তালা বন্ধ । আমরা ঢুকব কী করে ? প্রেসের লোকেরাও ঢুকতে পারেনি । আমরাও ঢুকতে পারিনি । ছিল তোমার গুণধর ভাইরা । ইঞ্চি সাইজ়ের দিদির যত ভাই । তারা গুন্ডামি করে খায় । তারা ভিতর থেকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক বলছিল । তাদের মধ্যে একজনের মাথা ফেটেছে । জানি না ওরা মেরেছে না কি আমাদের ইট লেগেছে । ইটের বদলে পাটকেল মেরেছি আমরা । একজন ভরতি হয়েছে হাসপাতালে । সে ছাত্র নয় । বিদ্যাসাগর কলেজের নয় । সে ওখানে এসেছে কারণ সে তৃণমূলের ছাত্রনেতা । সে কলেজে ভরতির টাকা নেয় । তোলাবাজি করে । তার নামে আমহার্স্ট স্ট্রিট থানায় FIR আছে । এই সিন্ডিকেট, তোলাবাজরা দিদির ভাই । এরা কলেজ কবজা করে রেখেছে । আপনি গরিব বা ধনী যে হোন টাকা ছাড়া ছেলেমেয়েকে ভরতি করতে পারবে না ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গে তিনি বলেন, "বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়ে BJP-র নামে বদনাম করা হচ্ছে । বাংলার মানুষকে আর বোকা বানাতে পারবে না । মমতা ব্যানার্জি ছুটে এসেছেন হাহাকার করে । আহা রে ! কী বিদ্যাসাগরে প্রেম । আমি মেদিনীপুরের ছেলে । আমি জানি বিদ্যাসাগর কে ? আপনি শ্যামাপ্রসাদকে সম্মান দিন । আপনি না দক্ষিণ কলকাতার । শ্যামাপ্রসাদও দক্ষিণ কলকাতার । গতবছর শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙা হয়েছিল । মমতা ব্যানার্জি এসেছিলেন ? না । রাস্তায় নেমেছিলেন ? না । কেন ? শ্যামাপ্রসাদ কি মনীষী নন ? আসলে এখন একটা সহানুভূতি তৈরি করতে হবে । বাংলার মানুষকে খ্যাপাতে হবে । দিনরাত রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন । মানুষের যখন মাথা খারাপ হয়ে যায় তখন বাড়িতে থাকতে পারে না । তাই একবার এদিক যাচ্ছে, ওদিক যাচ্ছে ।"

Intro:জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ অশোক কান্ডারী সমর্থনে এক নির্বাচনী জনসভায় আসেন দিলীপ ঘোষ। জয়নগর লোকসভা কেন্দ্রের বকুল তলা এলাকায় বিজেপির নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি। সেখানেই রাজ্য সরকারের একাধিক প্রকল্প নিয়ে কটাক্ষের পাশাপাশি তিনি দাবি করেন লোকসভা ভোটের পর 100 জন মতন তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দেবে। পিসি ভাইপো বাদ দিয়ে আর সবাইকে দলে নেয়া হবে বলে বার্তা দেন তিনি।Body:জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারীর সমর্থনে বকুলতলা থানা এলাকা ময়দা তে একটি নির্বাচনী জনসভা করেন দিলীপ বাবু। এই সভাতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দীলিপ ঘোষ ও পূর্ব জেলার সভাপতি সুনিপ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই সভাতে বক্তব্য রাখতে গিয়ে দীলিপ ঘোষ বলেন, গতকাল কলকাতায় অমিত শা এর নির্বাচনী প্রচার চলাকালীন বিদ্যাসাগর কলেজ ভাংচুর ও বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভাঙার ঘটনার সাথে কোনো ভাবেই বিজেপি কর্মীরা যুক্ত থাকতে পারে না , এই ধরনের রাজনীতি বিজেপি করেনা। বিদ্যাসাগরের মূর্তি ভেঙ্গে নাটক করছে তৃনমূল। পুরোপুরি ওদের চক্রান্ত। এই ঘটনার সময় একটি ছেলে মাথা ফেটে যায় , তার নাম অভিষেক মিশ্র। তৃনমূল- তাদের দলের লোক বলে দাবি করে কিন্তু এই ছেলেটি বহিরাগত। সিন্ডিকেট তোলাবাজি করে বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ।Conclusion:এরই পাশাপাশি লোকসভা ভোট নিয়ে তিনি বলেন 23 থেকে 25 টি সিট আমরা জিততে পারলে 100 জন মতন এমএলএ আমাদের সঙ্গে যোগাযোগ করছে। শুধু হাওয়া টা দেখছে। রেজাল্টটা ডিক্লিয়ার হোক এই সরকার ধপাস করে পড়ে যাবে। সবাই ছুটে আমাদের দিকে চলে আসবে। পিসি ভাইপো বাদ দিয়ে সবাইকে আমরা নিয়ে নেব। এই দুজনকে নেওয়া যাবে না। কারণ এরা সব রকম দুর্নীতির সঙ্গে যুক্ত। এরই পাশাপাশি বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গা নিয়ে তিনি বলেন আমি মেদিনীপুরের ছেলে। আমি বুঝি বিদ্যাসাগর কি। আপনি আমাকে বিদ্যাসাগর শেখাতে আসবেন না। এরই পাশাপাশি তিনি মমতাকে নির্দেশ দেন আপনি শ্যামাপ্রসাদ কে সম্মান দিন কারণ শ্যামাপ্রসাদ দক্ষিণ কলকাতার। তার যখন মূর্তি ভাঙ্গা হয়েছিল তখন আপনার কোন খোঁজ পাওয়া যায়নি বলে ও কটাক্ষ করে।
Last Updated : May 16, 2019, 7:01 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.