ETV Bharat / state

শোভনে আস্থা দিলীপের ! - দক্ষিণ 24 পরগনার বারুইপুর

"শোভন চট্টোপাধ্যায় দলে যোগ দেওয়ায় দক্ষিণ 24 পরগনায় BJP-র সংগঠন মজবুত হবে ।" আজ দক্ষিণ 24 পরগনার বারুইপুরে BJP-র একটি অনুষ্ঠানে এসে একথা বললেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

দিলীপ ঘোষ
author img

By

Published : Aug 18, 2019, 8:59 PM IST

বারুইপুর, 18 অগাস্ট : "শোভন চট্টোপাধ্যায় দলে যোগ দেওয়ায় দক্ষিণ 24 পরগনায় BJP-র সংগঠন মজবুত হবে ।" আজ দক্ষিণ 24 পরগনার বারুইপুরে BJP-র একটি অনুষ্ঠানে এসে একথা বললেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এই অনুষ্ঠানে তাঁর হাত ধরে বিভিন্ন দল থেকে প্রায় 300 জন যোগ দেন BJP-তে ।

এক সময় দক্ষিণ 24 পরগনা জেলা তৃণমূল সভাপতির দায়িত্ব সামলেছেন শোভন চট্টোপাধ্যায় । পরে অবশ্য তাঁকে সরিয়ে দেওয়া হয় । এখন তিনি তৃণমূল ছেড়ে BJP-তে নাম লিখিয়েছেন । দলে তাঁর যোগদান প্রসঙ্গে দিলীপ বলেন, "শোভনদা বহুদিন ধরে দক্ষিণ 24 পরগনার দায়িত্বে ছিলেন । ওঁর অভিজ্ঞতাকে দলের কাজে লাগানো হবে । তাতে দল আরও শক্তিশালী হবে ।"

সম্প্রতি নৈহাটি পৌরসভার দলত্যাগী 10 কাউন্সিলর ফের তৃণমূলে ফেরেন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ফিরহাদ হাকিম । পরে তিনি বলেছিলেন, "যারা BJP-তে যাচ্ছেন, তাঁরা সেখানে থাকতে পারছেন না । কারণ, BJP-তে দমবন্ধ পরিস্থিতি ।" আজ এর পালটা দেন দিলীপ । বলেন, "ববি (ফিরহাদ) হাকিমেরই তো দমবন্ধ পরিস্থিতি । নিজেরা লড়াই করছে । মানে পার্থবাবু আর উনি । BJP-তে সবাই দম নিতে আসছে ।"

প্রসঙ্গত, 11 অগাস্ট টালিগঞ্জ থানায় ঢুকে পুলিশের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে । সে রাতে মদ খেয়ে বাইক চালানোর অভিযোগে চেতলার বাসিন্দা রণজয় হালদার নামে এক যুবককে আটক করে টালিগঞ্জ থানার পুলিশ । খবর পেয়ে থানায় আসে রণজয়ের বাড়ির লোকজন ও প্রতিবেশীরা । পুলিশের বিরুদ্ধে আটক যুবককে মারধরের অভিযোগ তুলে থানায় বিক্ষোভ দেখাতে শুরু করে । পুলিশের সঙ্গে বচসা শুরু হয় ৷ দু'পক্ষের ধস্তাধস্তিও হয় ৷ রাত প্রায় দেড়টা পর্যন্ত থানার সামনে চলে গন্ডগোল । পরে আটক যুবককে ছেড়ে দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয় । পরে পুলিশ হামলাকারীদের গ্রেপ্তার করতে গেলে সেখানেও তাদের হামলার মুখে পড়তে হয় । অভিযোগ, হামলাকারীরা ফিরহাদ হাকিমের অনুগামী । যা নিয়ে নাম না করে ফিরহাদকে আক্রমণ করেন পার্থ চট্টোপাধ্যায় । তবে, ফিরহাদ বলেন, "বিক্ষিপ্ত ঘটনা । পুলিশ পুলিশের মতো ব্যবস্থা নেবে ।"

বারুইপুর, 18 অগাস্ট : "শোভন চট্টোপাধ্যায় দলে যোগ দেওয়ায় দক্ষিণ 24 পরগনায় BJP-র সংগঠন মজবুত হবে ।" আজ দক্ষিণ 24 পরগনার বারুইপুরে BJP-র একটি অনুষ্ঠানে এসে একথা বললেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এই অনুষ্ঠানে তাঁর হাত ধরে বিভিন্ন দল থেকে প্রায় 300 জন যোগ দেন BJP-তে ।

এক সময় দক্ষিণ 24 পরগনা জেলা তৃণমূল সভাপতির দায়িত্ব সামলেছেন শোভন চট্টোপাধ্যায় । পরে অবশ্য তাঁকে সরিয়ে দেওয়া হয় । এখন তিনি তৃণমূল ছেড়ে BJP-তে নাম লিখিয়েছেন । দলে তাঁর যোগদান প্রসঙ্গে দিলীপ বলেন, "শোভনদা বহুদিন ধরে দক্ষিণ 24 পরগনার দায়িত্বে ছিলেন । ওঁর অভিজ্ঞতাকে দলের কাজে লাগানো হবে । তাতে দল আরও শক্তিশালী হবে ।"

সম্প্রতি নৈহাটি পৌরসভার দলত্যাগী 10 কাউন্সিলর ফের তৃণমূলে ফেরেন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ফিরহাদ হাকিম । পরে তিনি বলেছিলেন, "যারা BJP-তে যাচ্ছেন, তাঁরা সেখানে থাকতে পারছেন না । কারণ, BJP-তে দমবন্ধ পরিস্থিতি ।" আজ এর পালটা দেন দিলীপ । বলেন, "ববি (ফিরহাদ) হাকিমেরই তো দমবন্ধ পরিস্থিতি । নিজেরা লড়াই করছে । মানে পার্থবাবু আর উনি । BJP-তে সবাই দম নিতে আসছে ।"

প্রসঙ্গত, 11 অগাস্ট টালিগঞ্জ থানায় ঢুকে পুলিশের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে । সে রাতে মদ খেয়ে বাইক চালানোর অভিযোগে চেতলার বাসিন্দা রণজয় হালদার নামে এক যুবককে আটক করে টালিগঞ্জ থানার পুলিশ । খবর পেয়ে থানায় আসে রণজয়ের বাড়ির লোকজন ও প্রতিবেশীরা । পুলিশের বিরুদ্ধে আটক যুবককে মারধরের অভিযোগ তুলে থানায় বিক্ষোভ দেখাতে শুরু করে । পুলিশের সঙ্গে বচসা শুরু হয় ৷ দু'পক্ষের ধস্তাধস্তিও হয় ৷ রাত প্রায় দেড়টা পর্যন্ত থানার সামনে চলে গন্ডগোল । পরে আটক যুবককে ছেড়ে দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয় । পরে পুলিশ হামলাকারীদের গ্রেপ্তার করতে গেলে সেখানেও তাদের হামলার মুখে পড়তে হয় । অভিযোগ, হামলাকারীরা ফিরহাদ হাকিমের অনুগামী । যা নিয়ে নাম না করে ফিরহাদকে আক্রমণ করেন পার্থ চট্টোপাধ্যায় । তবে, ফিরহাদ বলেন, "বিক্ষিপ্ত ঘটনা । পুলিশ পুলিশের মতো ব্যবস্থা নেবে ।"

Intro:শোভন বৈশাখী বিজেপিতে যোগ দেওয়ার পর এই প্রথম জেলাতে এলেন দিলীপ ঘোষ। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে এদিন দিলীপ ঘোষ এসে বলেন, শোভন চট্টোপাধ্যায় দলে আসায় দল আরও শক্তিশালী হবে। দক্ষিন ২৪ পরগনা জেলাতে আগামীদিনে দল ভালো ফল করবে বলে জানান তিনি। শোভন বাবুর অভিজ্ঞতাকে দলের কাজে লাগানো হবে বলে জানান তিনি। কুলপিতে বিজেপির নিখোঁজ কর্মী কাদের মোল্লার খুন হওয়া সম্পর্কে এদিন বারুইপুরে দিলীপ ঘোষ জানান এই ঘটনার প্রতিবাদে দল আন্দোলনে নামবে। আজ বারুইপুরে জেলার বিভিন্ন জায়গা থেকে প্রায় শ'তিনেক নেতাকর্মী বিজেপি তে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল ও জেলা সভাপতি সুনিপ দাস।Body:ফিরাদ হাকিমের কথা প্রসঙ্গে তিনি বলে বিজেপিতে দম নেওয়ার জন্যই বিভিন্ন লোক জয়েন করছে। সম্প্রতি বিজেপিতে গিয়েও ফের তৃণমুলে ফিরে আসছেন অনেকেই এই প্রসঙ্গে তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম বলেন বিজেপিতে গিয়ে দমবন্ধ হওয়ার কারণে তারা ফের ফিরে আসছেন। নিরাপত্তার বিষয়ে কলকাতার পুলিশ কমিশনার কে শোভন চট্টোপাধ্যায়ের আবেদন নিয়ে এদিন বারুইপুরে দিলীপ ঘোষ জানান কেন্দ্রীয় সরকার তার নিরাপত্তার ব্যবস্থা করবে।Conclusion:এদিনে দিলীপ বাবুর হাত ধরে কয়েকশো তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দেওয়ার পাশাপাশি বারুইপুরে একটি পূজা মণ্ডপের খুঁটি পূজাতেও উপস্থিত ছিলেন।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.