বারুইপুর, 18 অগাস্ট : "শোভন চট্টোপাধ্যায় দলে যোগ দেওয়ায় দক্ষিণ 24 পরগনায় BJP-র সংগঠন মজবুত হবে ।" আজ দক্ষিণ 24 পরগনার বারুইপুরে BJP-র একটি অনুষ্ঠানে এসে একথা বললেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এই অনুষ্ঠানে তাঁর হাত ধরে বিভিন্ন দল থেকে প্রায় 300 জন যোগ দেন BJP-তে ।
এক সময় দক্ষিণ 24 পরগনা জেলা তৃণমূল সভাপতির দায়িত্ব সামলেছেন শোভন চট্টোপাধ্যায় । পরে অবশ্য তাঁকে সরিয়ে দেওয়া হয় । এখন তিনি তৃণমূল ছেড়ে BJP-তে নাম লিখিয়েছেন । দলে তাঁর যোগদান প্রসঙ্গে দিলীপ বলেন, "শোভনদা বহুদিন ধরে দক্ষিণ 24 পরগনার দায়িত্বে ছিলেন । ওঁর অভিজ্ঞতাকে দলের কাজে লাগানো হবে । তাতে দল আরও শক্তিশালী হবে ।"
সম্প্রতি নৈহাটি পৌরসভার দলত্যাগী 10 কাউন্সিলর ফের তৃণমূলে ফেরেন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ফিরহাদ হাকিম । পরে তিনি বলেছিলেন, "যারা BJP-তে যাচ্ছেন, তাঁরা সেখানে থাকতে পারছেন না । কারণ, BJP-তে দমবন্ধ পরিস্থিতি ।" আজ এর পালটা দেন দিলীপ । বলেন, "ববি (ফিরহাদ) হাকিমেরই তো দমবন্ধ পরিস্থিতি । নিজেরা লড়াই করছে । মানে পার্থবাবু আর উনি । BJP-তে সবাই দম নিতে আসছে ।"
প্রসঙ্গত, 11 অগাস্ট টালিগঞ্জ থানায় ঢুকে পুলিশের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে । সে রাতে মদ খেয়ে বাইক চালানোর অভিযোগে চেতলার বাসিন্দা রণজয় হালদার নামে এক যুবককে আটক করে টালিগঞ্জ থানার পুলিশ । খবর পেয়ে থানায় আসে রণজয়ের বাড়ির লোকজন ও প্রতিবেশীরা । পুলিশের বিরুদ্ধে আটক যুবককে মারধরের অভিযোগ তুলে থানায় বিক্ষোভ দেখাতে শুরু করে । পুলিশের সঙ্গে বচসা শুরু হয় ৷ দু'পক্ষের ধস্তাধস্তিও হয় ৷ রাত প্রায় দেড়টা পর্যন্ত থানার সামনে চলে গন্ডগোল । পরে আটক যুবককে ছেড়ে দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয় । পরে পুলিশ হামলাকারীদের গ্রেপ্তার করতে গেলে সেখানেও তাদের হামলার মুখে পড়তে হয় । অভিযোগ, হামলাকারীরা ফিরহাদ হাকিমের অনুগামী । যা নিয়ে নাম না করে ফিরহাদকে আক্রমণ করেন পার্থ চট্টোপাধ্যায় । তবে, ফিরহাদ বলেন, "বিক্ষিপ্ত ঘটনা । পুলিশ পুলিশের মতো ব্যবস্থা নেবে ।"