ETV Bharat / state

বিয়ের ৯দিন আগে রহস্যমৃত্যু যুবকের - Jaynagar and Baharu

পাঁচ দিন আগে মৃতদেহ উদ্ধার হলেও আজ অভিযোগ দায়ের হল বারুইপুর GRP-তে।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Feb 16, 2019, 5:50 PM IST

জয়নগর, ১৬ ফেব্রুয়ারি : যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছিল পাঁচদিন আগে। আজ অভিযোগ দায়ের হল বারুইপুর GRP-তে। গত ১০ ফেব্রুয়ারি শিয়ালদা দক্ষিণ শাখার জয়নগর ও বহুরু স্টেশনের আপ ও ডাউন লাইনের মাঝ থেকে উদ্ধার হয় যুবকের দেহ। মৃতের নাম অমিত ঘোষ। দেহ উদ্ধার করে বারুইপুর GRP খবর দেয় অমিতের বাবা স্বপন ঘোষকে। এই ঘটনায় আজ বারুইপুর GRP-তে অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের মাথায় আঘাতের চিহ্ন ছিল। তার মোবাইল ফোন এখনও পাওয়া যায়নি। তবে তার বাইক উদ্ধার হয় গড়ফা থানা এলাকার ঝিল রোড থেকে।

আগামী ১৯ ফেব্রুয়ারি বিয়ে ছিল অমিতের। বিয়ের কেনাকাটা থেকে নিমন্ত্রনের কাজও শেষ হয়ে গেছিল। হবু স্ত্রীকে নিয়ে কেনাকাটা করে সে। অমিতের হবু স্ত্রী জানিয়েছে, ঘটনার আগের রাতে অমিতের সাথে তার স্বাভাবিক কথাবার্তা হয়।

১০ তারিখ সকাল থেকেই অমিতকে পাওয়া যাচ্ছিল না। আগেরদিন রাতে বাড়ির CCTV-তে বারবার ফোন আসতে দেখা যায় অমিতের ফোনে। কাঁদতেও দেখা যায় তাকে। রাত প্রায় আড়াইটা নাগাদ নিজেই সমস্ত CCTV বন্ধ করে দেয় সে। তবে তার পরিবারের দাবি, আগেরদিন রাতে স্বাভাবিকই ছিল অমিত। তাকে পূর্ব পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।

undefined

জয়নগর, ১৬ ফেব্রুয়ারি : যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছিল পাঁচদিন আগে। আজ অভিযোগ দায়ের হল বারুইপুর GRP-তে। গত ১০ ফেব্রুয়ারি শিয়ালদা দক্ষিণ শাখার জয়নগর ও বহুরু স্টেশনের আপ ও ডাউন লাইনের মাঝ থেকে উদ্ধার হয় যুবকের দেহ। মৃতের নাম অমিত ঘোষ। দেহ উদ্ধার করে বারুইপুর GRP খবর দেয় অমিতের বাবা স্বপন ঘোষকে। এই ঘটনায় আজ বারুইপুর GRP-তে অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের মাথায় আঘাতের চিহ্ন ছিল। তার মোবাইল ফোন এখনও পাওয়া যায়নি। তবে তার বাইক উদ্ধার হয় গড়ফা থানা এলাকার ঝিল রোড থেকে।

আগামী ১৯ ফেব্রুয়ারি বিয়ে ছিল অমিতের। বিয়ের কেনাকাটা থেকে নিমন্ত্রনের কাজও শেষ হয়ে গেছিল। হবু স্ত্রীকে নিয়ে কেনাকাটা করে সে। অমিতের হবু স্ত্রী জানিয়েছে, ঘটনার আগের রাতে অমিতের সাথে তার স্বাভাবিক কথাবার্তা হয়।

১০ তারিখ সকাল থেকেই অমিতকে পাওয়া যাচ্ছিল না। আগেরদিন রাতে বাড়ির CCTV-তে বারবার ফোন আসতে দেখা যায় অমিতের ফোনে। কাঁদতেও দেখা যায় তাকে। রাত প্রায় আড়াইটা নাগাদ নিজেই সমস্ত CCTV বন্ধ করে দেয় সে। তবে তার পরিবারের দাবি, আগেরদিন রাতে স্বাভাবিকই ছিল অমিত। তাকে পূর্ব পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।

undefined
********************
Thank you for using CCTV+ content.Please contact Ms. Haley HE at service@cctvplus.com or call +86 10 63960094 for any further enquiries about CCTV+ content.
********************
Washington, D.C., USA - Jan 17, 2019 (CGTN - No access Chinese mainland)
1. White House
2. Capitol Hill
FILE: Washington D.C., USA - Date Unknown (CCTV - No access Chinese mainland)
3. U.S. national flag
4. Various of pedestrians, traffic
FILE: San Diego, USA - Nov 13-15, 2018 (CGTN - No access Chinese mainland)
5. Various of warning signs, barbed wire, migrants at border
FILE: Mexico City, Mexico - Nov 6, 2018 (CGTN - No access Chinese mainland)
6. Various of Central American migrants standing in line
FILE: Tijuana, Mexico - Nov 18, 2018 (CGTN - No access Chinese mainland)
7. Various of beach, people
8. Barbed wire
9. Various of migrants sitting on pavement
FILE: San Diego, USA - Nov 13-15, 2018 (CGTN - No access Chinese mainland)
10. Barbed wire
11. Various of U.S. troops
U.S. President Donald Trump declared Friday a national emergency at the border to access roughly 8 billion U.S. dollars to push for his signature campaign promise of a U.S.-Mexico border wall.
It's a great thing to do because we have an invasion of drugs, invasion of gangs, invasion of people, Trump said at the Rose Garden in the White House.
The action will allow the president to use executive powers to bypass Congress to get access to money for funding his long-pledged border wall, following a two-month confrontation between the White House and Congressional Democrats and a record-breaking 35-day partial government shutdown which ended late January.
The funding will combine the 1.375 billion bipartisan funding bill just approved by Congress with more than 6 billion from the Department of Defense and 0.6 billion from the Treasury Department.
The national emergency declaration sparked widespread criticism among the Democrats. House speaker Nancy Pelosi accused the Republican president of trying to shred the Constitution. She also slammed Trump for going back on his promise of making Mexico pay for the wall.
A number of Republicans are also skeptical of Trump's action, believing the declaration violates Constitutional spirit.
Analysts point out the Trump's exertion of presidential power could prompt new round of confrontation between the Democrats and the Republicans.
********************
Thank you for using CCTV+ content.Please contact Ms. Haley HE at service@cctvplus.com or call +86 10 63960094 for any further enquiries about CCTV+ content.
********************
Copyright 2013 CCTV. All rights reserved.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.