জয়নগর, ১৬ ফেব্রুয়ারি : যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছিল পাঁচদিন আগে। আজ অভিযোগ দায়ের হল বারুইপুর GRP-তে। গত ১০ ফেব্রুয়ারি শিয়ালদা দক্ষিণ শাখার জয়নগর ও বহুরু স্টেশনের আপ ও ডাউন লাইনের মাঝ থেকে উদ্ধার হয় যুবকের দেহ। মৃতের নাম অমিত ঘোষ। দেহ উদ্ধার করে বারুইপুর GRP খবর দেয় অমিতের বাবা স্বপন ঘোষকে। এই ঘটনায় আজ বারুইপুর GRP-তে অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের মাথায় আঘাতের চিহ্ন ছিল। তার মোবাইল ফোন এখনও পাওয়া যায়নি। তবে তার বাইক উদ্ধার হয় গড়ফা থানা এলাকার ঝিল রোড থেকে।
আগামী ১৯ ফেব্রুয়ারি বিয়ে ছিল অমিতের। বিয়ের কেনাকাটা থেকে নিমন্ত্রনের কাজও শেষ হয়ে গেছিল। হবু স্ত্রীকে নিয়ে কেনাকাটা করে সে। অমিতের হবু স্ত্রী জানিয়েছে, ঘটনার আগের রাতে অমিতের সাথে তার স্বাভাবিক কথাবার্তা হয়।
১০ তারিখ সকাল থেকেই অমিতকে পাওয়া যাচ্ছিল না। আগেরদিন রাতে বাড়ির CCTV-তে বারবার ফোন আসতে দেখা যায় অমিতের ফোনে। কাঁদতেও দেখা যায় তাকে। রাত প্রায় আড়াইটা নাগাদ নিজেই সমস্ত CCTV বন্ধ করে দেয় সে। তবে তার পরিবারের দাবি, আগেরদিন রাতে স্বাভাবিকই ছিল অমিত। তাকে পূর্ব পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।