ETV Bharat / state

কাটমানি ইশুতে দলীয় নেতাদের আটকে বিক্ষোভ যুব তৃণমূলের - aggitation

কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতাদের আটকে রেখে বিক্ষোভ দেখাল যুব তৃণমূলের সদস্যরা । দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার মধুখালি বাজারের ঘটনা।

কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ যুব তৃণমূলের
author img

By

Published : Jul 15, 2019, 11:13 AM IST

Updated : Jul 15, 2019, 11:34 AM IST

ক্যানিং, 15 জুলাই: কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতাদের আটকে রেখে বিক্ষোভ দেখাল যুব তৃণমূলের সদস্যরা । দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার মধুখালি বাজারের ঘটনা।

অভিযোগ, মধুখালি বাজারে খাস জমি এক ব্যক্তিকে বিক্রি করেছিল স্থানীয় কয়েকজন তৃণমূল নেতা । এই ঘটনায় 257 নম্বর বুথের পঞ্চায়েত সদস্যের স্বামী কার্তিক মণ্ডল ও প্রাক্তন পঞ্চায়েত সদস্য মোরসেলিম সর্দার সহ কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে । পাশাপাশি এলাকায় ব্যবসা করার জন্য কয়েকজনের থেকে কাটমানি নেয় অভিযুক্তরা । যুব তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দাবি, গতকাল তাদের বিক্ষোভের মুখে পড়ে অভিযুক্তরা যাবতীয় অভিযোগ স্বীকার করে নেয় । কার্তিক মণ্ডল ও মোরসেলিম সর্দার কাটামানি ফেরত দেওয়ার আশ্বাস দেয় ।

যদিও ওই এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি খতিব সর্দার বলেন, "এলাকায় BJP-র কর্মী-সমর্থকরা গ্রামবাসীদের সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে । BJP-র কর্মী সমর্থকরা যুব তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে তৃণমূলের নেতাদের আটকে রেখে বিক্ষোভ দেখিয়েছে । এলাকার কোনও তৃণমূল নেতা কাটমানি নেননি ।"

ক্যানিং, 15 জুলাই: কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতাদের আটকে রেখে বিক্ষোভ দেখাল যুব তৃণমূলের সদস্যরা । দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার মধুখালি বাজারের ঘটনা।

অভিযোগ, মধুখালি বাজারে খাস জমি এক ব্যক্তিকে বিক্রি করেছিল স্থানীয় কয়েকজন তৃণমূল নেতা । এই ঘটনায় 257 নম্বর বুথের পঞ্চায়েত সদস্যের স্বামী কার্তিক মণ্ডল ও প্রাক্তন পঞ্চায়েত সদস্য মোরসেলিম সর্দার সহ কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে । পাশাপাশি এলাকায় ব্যবসা করার জন্য কয়েকজনের থেকে কাটমানি নেয় অভিযুক্তরা । যুব তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দাবি, গতকাল তাদের বিক্ষোভের মুখে পড়ে অভিযুক্তরা যাবতীয় অভিযোগ স্বীকার করে নেয় । কার্তিক মণ্ডল ও মোরসেলিম সর্দার কাটামানি ফেরত দেওয়ার আশ্বাস দেয় ।

যদিও ওই এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি খতিব সর্দার বলেন, "এলাকায় BJP-র কর্মী-সমর্থকরা গ্রামবাসীদের সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে । BJP-র কর্মী সমর্থকরা যুব তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে তৃণমূলের নেতাদের আটকে রেখে বিক্ষোভ দেখিয়েছে । এলাকার কোনও তৃণমূল নেতা কাটমানি নেননি ।"

Intro:কাট মানি নেওয়ার স্টীল ছবি দিলাম Body:একটু দেখুন Conclusion:পাঠালাম
Last Updated : Jul 15, 2019, 11:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.