ETV Bharat / state

পাথরপ্রতিমায় CPI(M) নেতার রক্তাক্ত দেহ উদ্ধার - pathar pratima

পাথরপ্রতিমা ব্লকের লক্ষ্ণীনারায়ণপুরে CPI(M) নেতার রক্তাক্ত দেহ উদ্ধার। তাঁর মুখ ও কাঁধে আঘাতের চিহ্ন রয়েছে।

CPI(M) নেতার দেহ উদ্ধার
author img

By

Published : Apr 17, 2019, 1:09 PM IST

Updated : Apr 17, 2019, 1:44 PM IST

পাথরপ্রতিমা, 17 এপ্রিল : পাথরপ্রতিমায় CPI(M) নেতার রক্তাক্ত দেহ উদ্ধার। তাঁর নাম অজয় কুমার মণ্ডল। আজ ভোর তিনটের সময়ে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে তাঁর মৃতদেহ পাওয়া যায়। তাঁর মুখ ও কাঁধে আঘাতের চিহ্ন রয়েছে। অজয়বাবুর বাড়ি পাথরপ্রতিমা ব্লকের লক্ষ্ণীনারায়ণপুরে।

গতকাল পাথরপ্রতিমার হরিপুরে দলের কর্মী সম্মেলন সেরে বাড়ি ফেরেন অজয়বাবু। রাত ন'টা নাগাদ বাড়ির কাছে একটি নিকাশি খালে মাছ ধরতে যান তিনি। কিন্তু, রাত 12টা বেজে গেলেও বাড়িতে না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। অবশেষে, ভোর তিনটের সময় বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে তাঁর দেহ উদ্ধার হয়।

লোকসভা নির্বাচনের পাথরপ্রতিমা ব্লকের CPI(M)-র আহ্বায়ক ছিলেন অজয়বাবু। দোষীদের শাস্তির দাবিতে স্থানীয় CPI(M) নেতা যজ্ঞেশ্বর দাসের নেতৃত্বে দলীয় কর্মী, সমর্থকরা আজ থানার সামনে বিক্ষোভ দেখায়।

শুনুন অজয়বাবু স্ত্রী ও পঞ্চায়েত প্রধানের বক্তব্য

প্রসঙ্গত, অজয়বাবু দু'দফায় পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত হন। গত নির্বাচনে পঞ্চায়েত সমিতির হয়ে নমিনেশন দিয়েছিলেন। অভিযোগ ওঠে নমিনেশন তোলার জন্য তৃণমূলের কর্মীরা তাঁকে অপহরণ করে। চারদিন পর রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তে নেমেছে পাথরপ্রতিমা থানার পুলিশ।

পাথরপ্রতিমা, 17 এপ্রিল : পাথরপ্রতিমায় CPI(M) নেতার রক্তাক্ত দেহ উদ্ধার। তাঁর নাম অজয় কুমার মণ্ডল। আজ ভোর তিনটের সময়ে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে তাঁর মৃতদেহ পাওয়া যায়। তাঁর মুখ ও কাঁধে আঘাতের চিহ্ন রয়েছে। অজয়বাবুর বাড়ি পাথরপ্রতিমা ব্লকের লক্ষ্ণীনারায়ণপুরে।

গতকাল পাথরপ্রতিমার হরিপুরে দলের কর্মী সম্মেলন সেরে বাড়ি ফেরেন অজয়বাবু। রাত ন'টা নাগাদ বাড়ির কাছে একটি নিকাশি খালে মাছ ধরতে যান তিনি। কিন্তু, রাত 12টা বেজে গেলেও বাড়িতে না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। অবশেষে, ভোর তিনটের সময় বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে তাঁর দেহ উদ্ধার হয়।

লোকসভা নির্বাচনের পাথরপ্রতিমা ব্লকের CPI(M)-র আহ্বায়ক ছিলেন অজয়বাবু। দোষীদের শাস্তির দাবিতে স্থানীয় CPI(M) নেতা যজ্ঞেশ্বর দাসের নেতৃত্বে দলীয় কর্মী, সমর্থকরা আজ থানার সামনে বিক্ষোভ দেখায়।

শুনুন অজয়বাবু স্ত্রী ও পঞ্চায়েত প্রধানের বক্তব্য

প্রসঙ্গত, অজয়বাবু দু'দফায় পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত হন। গত নির্বাচনে পঞ্চায়েত সমিতির হয়ে নমিনেশন দিয়েছিলেন। অভিযোগ ওঠে নমিনেশন তোলার জন্য তৃণমূলের কর্মীরা তাঁকে অপহরণ করে। চারদিন পর রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তে নেমেছে পাথরপ্রতিমা থানার পুলিশ।

Intro:পাথরপ্রতিমা খুন সিপিএম নেতা। অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।Body:লোকসভা ভোটের আগেই পাথরপ্রতিমা প্রাক্তন সিপিএম সদস্য খুন। ঘটনা সুত্রে জানা যায় দক্ষিণ 24 পরগনার পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বাসিন্দা অজয় কুমার মন্ডল সক্রিয় বামফ্রন্ট নেতা। বিগত দুবারের বামফ্রন্টের পঞ্চায়েত বিজয়ী সদস্য ছিল সে। গত পঞ্চায়েত নির্বাচনের পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়ে লড়াই করে। ঘটনা সুত্রে জানাযায় পঞ্চায়েত সমিতির নমিনেশন তোলার দাবিতে চারদিন ধরে কিডনাপ করে ছিল দুষ্কৃতীরা। চার দিন পরে রক্তাক্ত অবস্থায় রামগঙ্গা বিডিও অফিসে শুয়ে থাকতে দেখা যায়। তখনই থানাতে অভিযোগ হয়েছিল শাসক দলের লোকেরা তাকে কিডন্যাপ করে নমিনেশন তুলে বাধ্য করছিলো বলে দাবি। এমনকি এখন পর্যন্ত তার সঙ্গে থাকা মোটরসাইকেল এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় গতকাল বামপন্থী কর্মী সম্মেলন ছিল পাথরপ্রতিমার হরিপুর এলাকায় মিটিং সেরে বাড়িতে ফিরছিল। রাত্রি নটা নাগাদ বাড়ির অদূরে একটি জল নিকাশি খালে জাল নিয়ে জাল ফেলতে চলে যায়। রাত বারোটা পর্যন্ত বাড়িতে আসছে না দেখে বাড়ির লোকেরা খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু কোথাও তার খোঁজ পাওয়া যায়নি বলে অভিযোগ। ভোর তিনটের সময় হঠাৎ তাদের চোখে পড়ে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে এক হাঁটু জল এর মধ্যে পড়ে রয়েছে তার মৃতদেহ। তারা মৃতদেহটি তুলে দেখে মুখ এবং কাঁধে মাথায় আঘাতের দাগ রয়েছে। মুখ ঘাড় দিয়ে রক্ত পরছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে আরও জানা যায় আগামী লোকসভা নির্বাচনের পাথরপ্রতিমা ব্লকের আহ্বায়ক ছিলেন মৃত অজয় মণ্ডল। দোষীদের শাস্তির দাবিতে প্রাক্তন বিধায়ক যজ্ঞেশ্বর দাশের নেতৃত্বে শতাধিক বামপন্থী সমর্থকরা থানার সামনে বিক্ষোভ দেখায়। তারাব মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। Conclusion:খবর পেয়ে পাথরপ্রতিমা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতালে পাঠায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বাড়ছে। গোটা ঘটনার উপর নজর রেখেছে পাথরপ্রতিমা থানার পুলিশ। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা তদন্ত শুরু করেছে পুলিশ।
Last Updated : Apr 17, 2019, 1:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.