ডায়মন্ডহারবার, 3 জানুয়ারি: রাজ্যে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। করোনার সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। আজ থেকে রাজ্যে জারি হয়েছে কড়া বিধিনিষেধ। সোমবার থেকে রাজ্য স্কুল-কলেজ সমস্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য। অফিসগুলিতে 50% কর্মী নিয়ে অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রেল-সহ একাধিক গণপরিবহনে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা ৷ 50% যাত্রী নিয়ে চলবে রেল। সন্ধে 7টার পর লোকাল ট্রেন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার সকাল থেকেই ডায়মন্ডহারবার-শিয়ালদা শাখায় লোকাল ট্রেনগুলিতে বাদুড় ঝোলা ভিড় লক্ষ্য করা গিয়েছে (Crowd Local Train)। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে মাঠে নেমে পড়েছে ডায়মন্ডহারবার, বারুইপুর, সোনারপুর, কাকদ্বীপ-সহ একাধিক রেলস্টেশনে কর্তব্যরত পুলিশ। রেল পুলিশের পক্ষ থেকে প্রতিটি যাত্রীদের সচেতন করা হচ্ছে। যে সকল যাত্রীরা স্টেশন চত্বরে ঘোরাঘুরি করছে তাদেরকেও কড়া ধমক দিচ্ছে রেল পুলিশ। 50% যাত্রী নিয়ে ট্রেন চলাচলের নির্দেশে বিপাকে পড়েছে নিত্যযাত্রীরা। নিত্যযাত্রীদের দাবি, 50% যাত্রী কীভাবে গণনা করবে রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: নদী সাঁতরে জঙ্গলে ফিরল বাঘ
নিত্যযাত্রীরা দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন স্টেশন থেকে শিয়ালদা কাজের উদ্দেশ্যে যান। ট্রেনের সংখ্যা কম থাকার কারণে স্বাভাবিকভাবেই ট্রেনগুলিতে অস্বাভাবিক ভিড় হচ্ছে ৷ এতে করোনা সংক্রমণ কমার বদলে বৃদ্ধিই পাবে। সন্ধ্যা 7টার পর লোকাল ট্রেন বন্ধ থাকায় অসুবিধায় পড়বেন নিত্যযাত্রীরা। বহু মানুষ শিয়ালদা থেকে দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন প্রান্তে বাড়ি ফেরেন ৷ কিন্তু, 7টার পরে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকার জন্য সেই সকল যাত্রীরা স্বাভাবিকভাবেই তাড়াতাড়ি বাড়ি ফিরবে ফলে ট্রেনের যাত্রী সংখ্যা বৃদ্ধি পাবে। ট্রেনের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে কিছুটা হলেও যাত্রীদের চাপ কমবে। রাজ্যে যেভাবে দিনের পরদিন করোনা পরিস্থিতি লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে তা নিয়ে ইতিমধ্যে রাজ্য স্বাস্থ্য দফতরের মাথায় চিন্তার ভাঁজ দেখা দিয়েছে।