ETV Bharat / state

মুড়ি-মুড়কির মতো পড়ল বোমা, আতঙ্কিত কলেজে প্রথম পা রাখা পড়ুয়ারা - daimond harbar

আজ সকালে ফকিরচাঁদ কলেজে কয়েকজন TMCP সদস্য বহিরাগতদের নিয়ে এসে হামলা চালায় বলে অভিযোগ । প্রথমে তারা ছাত্র সংসদের ঘর লক্ষ্য করে বোমা ছোড়ে । অন্য TMCP সদস্যরা বাধা দিলে বহিরাগতরা ছাত্ররা তাদের মারধর করা হয় অভিযোগ । এরপর তারা কলেজে বোমাবাজি করে ঘটনাস্থান থেকে পালিয়ে যায়।

মুড়ি-মুড়কির মতো পড়ল বোমা
author img

By

Published : Jul 15, 2019, 10:02 PM IST

Updated : Jul 15, 2019, 11:26 PM IST

ডায়মন্ডহারবার, 15 জুলাই : ডায়মন্ডহারবারের ফকিরচাঁদ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ । চলল বোমাবাজি । জখম দু'পক্ষের মোট 6 জন ।

8 মাস আগে গোষ্ঠী কোন্দলের জেরে ওই কলেজের ছাত্র সংসদ ভেঙে নতুন একটি কমিটি গঠন করেন স্থানীয় বিধায়ক দীপক হালদার । এরপর ফকিরচাঁদ কলেজে গোষ্ঠীকোন্দল একপ্রকার বন্ধ হয়ে গেছিল । আজ সকালে কলেজের ছাত্র সংসদের দখল নেওয়ার জন্য উমাপদ পুরকাইতের অনুগামীরা কলেজে হামলা চালান বলে অভিযোগ । উমাপদ ডায়মন্ডহারবার 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি । তাঁর অনুগামীরা প্রথমে ছাত্র সংসদের ঘর লক্ষ্য করে বোমা ছোড়ার চেষ্টা করে । দীপক হালদারের অনুগামীরা বাধা দিলে তাদের মারধর করা হয় । এরপর তারা কলেজে বোমাবাজি করে ঘটনাস্থান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থানে যায় ডায়মন্ডহারবার থানার পুলিশ । কলেজের ভিতর থেকে কয়েকটি বোমা উদ্ধার হয় ।

কলেজে বোমা পড়ছে ভিডিয়ো

কলেজের এক তৃণমূল ছাত্র পরিষদ নেতা বলেন, "আজ সকালে কয়েকজন বহিরাগত কলেজে ঢুকে আমাদের মারধর করে । কলেজে বোমাবাজি করে ।" এদিকে, আজ প্রথম বর্ষের পড়ুয়াদের প্রথম দিন ছিল কলেজে । তারা এই ঘটনা দেখে আতঙ্কিত । প্রথম বর্ষের এক ছাত্রের বাবা পীযূষকান্তি মণ্ডল বলেন, "এরকম ঘটনা ঘটবে ভাবিনি । এতো সন্ত্রাসের পরিবেশ !"

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে । তারা উপযুক্ত ব্যবস্থা নেবে । ঘটনার পর থেকে কলেজে মোতায়েন রয়েছে পুলিশ ।

Intro:ফকিরচাঁদ কলেজে মারামারি ও বোমাবাজির লাইভ ছবিBody:এখনো পর্যন্ত এই লাইভ ছবি কেউ পায় নি শুধুমাত্র আমাদেরConclusion:একটু দেখে নেবেন তাড়াতাড়ি
Last Updated : Jul 15, 2019, 11:26 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.