দার্জিলিং, 26 ডিসেম্বর: শৈলরানির পর্যটকদের এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু আকাশ ও নাগমণি । তাদের দেখতে বড়দিনে পর্যটকের ঢল নামল দার্জিলিং চিড়িয়াখানায় ৷ আকাশ ও নাগমণি হল দুটি সাদা রয়্যাল বেঙ্গল টাইগার । চলতি বছরের 22 নভেম্বর হায়দরাবাদের চিড়িয়াখানা থেকে তাদের আনা হয়েছে দার্জিলিংয়ে ৷ আকাশের বয়স সাত বছর, আর বছর চারের নাগমণি ।
ইংরেজি বর্ষবরণের সপ্তাহ চলছে ৷ এই উপলক্ষে দুই রয়্যাল বেঙ্গল টাইগারকে প্রকাশ্যে আনে দার্জিলিং চিড়িয়াখানা কর্তৃপক্ষ । একমাস কোয়ারেন্টাইনে থাকার পর ওই দুই সাদা বাঘকে দর্শকদের সামনে আনা হয় বড়দিনে । আর তাদের দেখতে বুধবার চিড়িয়াখানায় উপচে পড়ে ভিড় ।
অন্যদিকে, বড়দিনে রেকর্ড ভিড় টানল উত্তরের আর এক পর্যটনক্ষেত্র বেঙ্গল সাফারি পার্কেও । বেঙ্গল সাফারি পার্কে প্রায় সাড়ে 3 হাজার পর্যটকের আগমন হয় এ দিন । তাতে সাফারি পার্ক কর্তৃপক্ষের আয় হয় 8 লক্ষ 30 হাজার টাকা । একইভাবে বড়দিনে দার্জিলিং চিড়িয়াখানায় প্রায় সাড়ে 5 হাজার পর্যটক আসে । তাতে চিড়িয়াখানা কর্তৃপক্ষের লক্ষ্মীলাভ হয় 2 লক্ষ 82 হাজার টাকা ।
রসিকবিলেও পর্যটকের আগমন কম হয়নি বড়দিনে । রসিকবিলে আগত পর্যটকের সংখ্যা 3 হাজার 535 জন । তাতে বন দফতরের আয় হয়েছে 78 হাজার টাকা । কার্যত পর্যটকদের ঢল নামায় উচ্ছ্বসিত বন দফতরও ।
এই বিষয়ে রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, "প্রত্যেকটি চিড়িয়াখানা ও সাফারি পার্ককে ঢেলে সাজানো হয়েছে । দার্জিলিং চিড়িয়াখানায় সাদা রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়া হয়েছে । দুটো সাইবেরিয়ান টাইগারও আনা হয়েছে । সম্প্রতি দুটো রেড পান্ডা নেদারল্যান্ডসের চিড়িয়াখানা থেকে আনা হয়েছে দার্জিলিংয়ে । এছাড়াও পর্যটকদের জন্য ওয়াটারফল সেলফি তৈরি করা হয়েছে । বেঙ্গল সাফারি পার্কে আগে থেকেই সাদা বাঘ রয়েছে । পরিকাঠামোগত উন্নয়ন করা হয়েছে । নতুন বছরে সেখানেও লায়ান সাফারি শুরু হবে ।"
রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী বলেন, "দার্জিলিং চিড়িয়াখানা ও বেঙ্গল সাফারিতে রেকর্ড পর্যটকের আগমন হয়েছে বড়দিনে । আশা করছি, ইংরেজি নতুন বছর উপলক্ষে গোটা সপ্তাহ জুড়েই একইভাবে পর্যটকের ঢল নামবে ।"