ঢাকা, 26 ডিসেম্বর: ভয়াবহ অগ্নিকাণ্ড অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুসের কার্যালয়ে ! বৃহস্পতিবার ভোররাতে রাজধানী ঢাকায় অবস্থিত বাংলাদেশের সচিবালয়ের 7 নম্বর ভবনে বিধ্বংসী আগুন লাগে ৷ সরকারি সূত্রে খবর, এই অগ্নিকাণ্ডে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গিয়েছে ৷ তার মধ্যে আওয়ামি লিগ সরকারের দুর্নীতি সংক্রান্ত নথিও রয়েছে বলে সূত্রের খবর ৷ কারও হতাহতের খবর পাওয়া যায়নি ৷
এদিকে প্রশ্ন উঠেছে, দেশের বর্তমান রাজনৈতিক আবহে সচিবালয়ে আগুন লাগার ঘটনাটি কি নিছক দুর্ঘটনা ? নাকি এর নেপথ্যে রয়েছে কোনও অন্তর্ঘাত ? তাই এর তদন্তে সাত সদস্যের উচ্চস্তরীয় কমিটি গঠন করা হয়েছে ৷ কমিটির নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত সচিব (জেলা এবং ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন) মহম্মদ খালেদ রহিম ৷ 7টি কাজের দিনের মধ্যে এর রিপোর্ট পেশ করতে হবে কমিটিকে ৷
সরকারি সূত্রে খবর, ন'তলা বিশিষ্ট বাংলাদেশ সচিবালয়ে 7টি মন্ত্রকের কার্যালয় রয়েছে ৷ এই ভবনটি কড়া নিরাপত্তায় মোড়া থাকে ৷ বুধবার ভোররাতে 7 নম্বর ভবনে আগুন লাগে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় 6 ঘণ্টা সময় লেগেছে বলে খবর ৷ দমকল বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল সাংবাদিকদের জানান, আগুন লাগার ঘটনাটি দুর্ঘটনা নাও হতে পারে ৷ তিনি বলেন, "মধ্যরাতের পর ভবনটির তিনটি জায়গায় একই সময়ে আগুন লাগে ৷"
একদিকে সরকারি আধিকারিকদের অনুমান, বৈদ্যুতিক সংযোগ থেকে কোনও ভাবে আগুন লেগে তা ভবনের অন্যত্র ছড়িয়ে পড়েছিল ৷ স্বভাবত এই পরিস্থিতিতে নিরাপত্তাকর্মীরা সচিবালয়ে প্রবেশে নিয়ন্ত্রণ করে ৷ একাধিক আধিকারিক ও কর্মীকে সচিবালয় চত্বরে ঢুকতে বাধা দেওয়া হয় ৷ 7 নম্বর ভবনটির ছয়, সাত এবং আট তলার ব্যাপক ক্ষতি হয়েছে ৷ আসবাবপত্র পুড়ে গিয়েছে ৷ স্থানীয় প্রশাসনের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, বিশেষত টেলিকমিউনিকেশন মন্ত্রকের বহু নথি পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে ৷
এক আধিকারিক বলেন, "আগুন নেভাতে যে জল ব্যবহার হয়েছে, তাতেও অনেক নথির ক্ষতি হয়েছে ৷ ভবনটির আনাচেকানাচে বাসা বেধেছিল অনেক পায়রা ৷ তাদের মৃতদেহ পড়ে রয়েছে ৷ জানলার কাচ ভেঙে গিয়েছে ৷" বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা তথা সরকারের উপদেষ্টা আসিফ মেহমুদ সজীব ভুঁইয়া বলেন, "ষড়যন্ত্রকারীরা তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে ৷" পুড়ে যাওয়া নথিগুলির মধ্যে আওয়ামি লিগ সরকারের সময়ে লক্ষ লক্ষ ডলারের দুর্নীতির কাগজ ছিল বলে জানান তিনি ৷ "কেউ পালাতে পারবে না", বলেন নেতা ৷