ETV Bharat / state

Fraud Of Mid-Day-Meal : মিড-ডে মিলে কারচুপির জেরে স্কুল কমিটির সভাপতিকে সপাটে চড় গ্রামবাসীর

মিড-ডে মিল সংক্রান্ত সমস্যার জেরে বচসা স্কুল কমিটির সভাপতির সঙ্গে গ্রামবাসীর (chairman of school committee was slapped by a villager) ৷ বচসার মাঝেই সভাপতিকে সপাটে গালে এক থাপ্পড় গ্রামবাসীর ৷ ঘটনাটি নামখানা থানা এলাকার হরিপুর উত্তর নেতাজি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ৷

Fraud Of Mid-Day-Meal
সপাটে এক চড় গ্রামবাসীর
author img

By

Published : Apr 2, 2022, 11:38 AM IST

নামখানা, 2 এপ্রিল : স্কুলের মিড-ডে মিল সংক্রান্ত সমস্যার জেরে স্কুল কমিটির সভাপতির সঙ্গে বচসা শুরু হয় এলাকাবাসীর (chairman of school committee was slapped by a villager) । জনসম্মুখে হরিপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা স্কুল কমিটির সভাপতির গালে সপাটে চড় কষালেন এক গ্রামবাসী। ঘটনার জেরে ধুন্ধুমার পরিস্থিতি ওই এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছয় নামখানা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা থানা এলাকার হরিপুর উত্তর নেতাজি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই স্কুলে মিড-ডে মিল পরিচালন কমিটি দীর্ঘদিন ধরে কারচুপি (Fraud Of Mid -Day-Meal) করে চলেছে। অনেক সময় মিড-ডে মিলে পোকা চাল, ডাল দেওয়ার পাশাপাশি সামগ্রী কম দেওয়ার অভিযোগ ওঠে ওই পরিচালন কমিটির বিরুদ্ধে।

পরে স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের নিয়ে একটি আলোচনার মাধ্যমে ওই পরিচালন কমিটিকে স্কুলের মিড ডে মিলের দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়। তারপর থেকেই স্কুলের প্রধান শিক্ষক এবং স্কুল কমিটির সভাপতি নিজেদের দায়িত্বে স্কুলের মিড-ডে মিল চালিয়ে আসছেন। হঠাৎ করে এদিন কিছু অভিভাবকদের কাছে স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে খবর যায়, তাঁরা যেন স্কুলে এসে একটি স্বাক্ষর করে যান।

সভাপতিকে সপাটে গালে এক থাপ্পর গ্রামবাসীর

কিন্তু অভিভাবকরা জানতে চান, তাঁরা কেন এই স্বাক্ষর করবেন ? হঠাৎ করে অভিভাবকদের ডেকে স্বাক্ষর করানোর ঘটনাকে ঘিরে অভিভাবকদের সঙ্গে তুমুল বচসা শুরু হয় স্কুলের শিক্ষকদের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ওই স্কুলেরই ম্যানেজিং কমিটির সভাপতি লক্ষপতি মণ্ডল। পরে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির সঙ্গে ফের বচসা শুরু হয় বেশ কিছু এলাকাবাসীর।

আরও পড়ুন : বৃদ্ধাকে বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

আর ওই বচসা চলাকালীন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি তথা হরিপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য লক্ষপতি মণ্ডলের গালে সপাটে চড় কষান এক ব্যক্তি। তাঁর নাম মানস মণ্ডল। এরপরই ওই এলাকায় তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। খবর দেওয়া হয় নামখানা থানায়। ঘটনাস্থলে নামখানা থানার পুলিশ পৌঁছয়। অভিযোগকারী এবং অভিযুক্ত দু‘জনকে নিয়ে যাওয়া হয় থানায়। তবে ওই এলাকার উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।

নামখানা, 2 এপ্রিল : স্কুলের মিড-ডে মিল সংক্রান্ত সমস্যার জেরে স্কুল কমিটির সভাপতির সঙ্গে বচসা শুরু হয় এলাকাবাসীর (chairman of school committee was slapped by a villager) । জনসম্মুখে হরিপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা স্কুল কমিটির সভাপতির গালে সপাটে চড় কষালেন এক গ্রামবাসী। ঘটনার জেরে ধুন্ধুমার পরিস্থিতি ওই এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছয় নামখানা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা থানা এলাকার হরিপুর উত্তর নেতাজি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই স্কুলে মিড-ডে মিল পরিচালন কমিটি দীর্ঘদিন ধরে কারচুপি (Fraud Of Mid -Day-Meal) করে চলেছে। অনেক সময় মিড-ডে মিলে পোকা চাল, ডাল দেওয়ার পাশাপাশি সামগ্রী কম দেওয়ার অভিযোগ ওঠে ওই পরিচালন কমিটির বিরুদ্ধে।

পরে স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের নিয়ে একটি আলোচনার মাধ্যমে ওই পরিচালন কমিটিকে স্কুলের মিড ডে মিলের দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়। তারপর থেকেই স্কুলের প্রধান শিক্ষক এবং স্কুল কমিটির সভাপতি নিজেদের দায়িত্বে স্কুলের মিড-ডে মিল চালিয়ে আসছেন। হঠাৎ করে এদিন কিছু অভিভাবকদের কাছে স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে খবর যায়, তাঁরা যেন স্কুলে এসে একটি স্বাক্ষর করে যান।

সভাপতিকে সপাটে গালে এক থাপ্পর গ্রামবাসীর

কিন্তু অভিভাবকরা জানতে চান, তাঁরা কেন এই স্বাক্ষর করবেন ? হঠাৎ করে অভিভাবকদের ডেকে স্বাক্ষর করানোর ঘটনাকে ঘিরে অভিভাবকদের সঙ্গে তুমুল বচসা শুরু হয় স্কুলের শিক্ষকদের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ওই স্কুলেরই ম্যানেজিং কমিটির সভাপতি লক্ষপতি মণ্ডল। পরে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির সঙ্গে ফের বচসা শুরু হয় বেশ কিছু এলাকাবাসীর।

আরও পড়ুন : বৃদ্ধাকে বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

আর ওই বচসা চলাকালীন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি তথা হরিপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য লক্ষপতি মণ্ডলের গালে সপাটে চড় কষান এক ব্যক্তি। তাঁর নাম মানস মণ্ডল। এরপরই ওই এলাকায় তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। খবর দেওয়া হয় নামখানা থানায়। ঘটনাস্থলে নামখানা থানার পুলিশ পৌঁছয়। অভিযোগকারী এবং অভিযুক্ত দু‘জনকে নিয়ে যাওয়া হয় থানায়। তবে ওই এলাকার উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.