ETV Bharat / state

দিল্লিতে কাজে গিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ ক্যানিংয়ের গৃহবধূ - DELHI

দিল্লিতে কাজে গিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ ক্যানিংয়ের এক গৃহবধূ । নিখোঁজ গৃহবধূর নাম সরস্বতী দাস । দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং থানার রাজারহাট পাড়ার বাসিন্দা ছিলেন ওই গৃহবধূ ।

canning
দিল্লিতে কাজে গিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ ক্যানিংয়ের গৃহবধূ
author img

By

Published : Jun 22, 2021, 5:00 PM IST

ক্যানিং, 22 জুন: দিল্লিতে কাজে গিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে গেলেন ক্যানিংয়ের এক গৃহবধূ । ঘটনাটি ঘটে কয়েকদিন আগে । নিখোঁজ গৃহবধূর নাম সরস্বতী দাস (30) । দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং থানার রাজারহাট পাড়ার বাসিন্দা ছিলেন ওই নিখোঁজ গৃহবধূ ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত পাঁচ বছর ধরে দিল্লিতে কর্মসূত্রে থাকতেন সরস্বতী দাস । এরপর গত 18 দিন আগে ট্রেনে দিল্লি থেকে বাড়ি ফিরছিলেন তিনি । এমনটাই ফোনে জানিয়েছিলেন ওই গৃহবধূ । তারপর কেটে গিয়েছে বেশ কয়েকদিন । মেয়ে বাড়ি ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়ে তাঁর পরিবারের লোকজনও । এই বিষয় নিয়ে ক্যানিং থানায় একটি অভিযোগও দায়ের করা হয় । কিন্তু পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে নিখোঁজ সরস্বতীর পরিবার ।

দিল্লিতে কাজে গিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ ক্যানিংয়ের গৃহবধূ

আরও পড়ুন: আবাস যোজনায় নাম নেই যোগ্য প্রাপকদের ! বিডিও অফিসের সামনে বিক্ষোভ মহিলাদের

কিন্তু হঠাৎ করে কীভাবে ট্রেনের মধ্যে থেকে নিখোঁজ হয়ে গেলেন ক্যানিংয়ের সরস্বতী । পরিবারের অভিযোগ, ট্রেনের মধ্যে কেউ মাদক মিশ্রিত পানীয় খাইয়ে তাঁকে অচৈতন্য করে অন্য কোথাও বিক্রি করে দিয়েছে । এমনটাই অনুমানও করছে পরিবারের লোকজন । বহু খোঁজাখুঁজির চেষ্টা করলেও সরস্বতীর কোনও খোঁজ পায়নি তাঁর পরিবার । খোঁজ না পাওয়ায় কান্নায় ভেঙ্গে পড়েন সরস্বতীর বাবা ও তাঁর পরিবারের অন্যান্যরা । সরস্বতীর এক সন্তানও রয়েছে । জীবন-জীবিকার তাগিদে দিল্লিতে পরিচারিকার কাজ করত সরস্বতী । ইতিমধ্যেই ক্যানিং থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

ক্যানিং, 22 জুন: দিল্লিতে কাজে গিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে গেলেন ক্যানিংয়ের এক গৃহবধূ । ঘটনাটি ঘটে কয়েকদিন আগে । নিখোঁজ গৃহবধূর নাম সরস্বতী দাস (30) । দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং থানার রাজারহাট পাড়ার বাসিন্দা ছিলেন ওই নিখোঁজ গৃহবধূ ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত পাঁচ বছর ধরে দিল্লিতে কর্মসূত্রে থাকতেন সরস্বতী দাস । এরপর গত 18 দিন আগে ট্রেনে দিল্লি থেকে বাড়ি ফিরছিলেন তিনি । এমনটাই ফোনে জানিয়েছিলেন ওই গৃহবধূ । তারপর কেটে গিয়েছে বেশ কয়েকদিন । মেয়ে বাড়ি ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়ে তাঁর পরিবারের লোকজনও । এই বিষয় নিয়ে ক্যানিং থানায় একটি অভিযোগও দায়ের করা হয় । কিন্তু পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে নিখোঁজ সরস্বতীর পরিবার ।

দিল্লিতে কাজে গিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ ক্যানিংয়ের গৃহবধূ

আরও পড়ুন: আবাস যোজনায় নাম নেই যোগ্য প্রাপকদের ! বিডিও অফিসের সামনে বিক্ষোভ মহিলাদের

কিন্তু হঠাৎ করে কীভাবে ট্রেনের মধ্যে থেকে নিখোঁজ হয়ে গেলেন ক্যানিংয়ের সরস্বতী । পরিবারের অভিযোগ, ট্রেনের মধ্যে কেউ মাদক মিশ্রিত পানীয় খাইয়ে তাঁকে অচৈতন্য করে অন্য কোথাও বিক্রি করে দিয়েছে । এমনটাই অনুমানও করছে পরিবারের লোকজন । বহু খোঁজাখুঁজির চেষ্টা করলেও সরস্বতীর কোনও খোঁজ পায়নি তাঁর পরিবার । খোঁজ না পাওয়ায় কান্নায় ভেঙ্গে পড়েন সরস্বতীর বাবা ও তাঁর পরিবারের অন্যান্যরা । সরস্বতীর এক সন্তানও রয়েছে । জীবন-জীবিকার তাগিদে দিল্লিতে পরিচারিকার কাজ করত সরস্বতী । ইতিমধ্যেই ক্যানিং থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.