বিষ্ণুপুর(দক্ষিণ 24 পরগনা), 16 জুন : গায়ের রং কালো । তাই, রোজ শুনতে হত গঞ্জনা । অবশেষে রহস্য মৃত্যু হল পূর্ণিমা পাত্র নামে এক যুবতির । ঘটনাটি বিষ্ণুপুর থানার বড়গগনগোহালিয়ার ।
দেড় বছর আগে মগরাহাটের চাকদার পূর্ণিমা সামন্তের সঙ্গে বিষ্ণপুরের বিলাস পাত্রের দেখাশোনা করে বিয়ে হয় । তাদের সাত মাসের কন্যাসন্তান রয়েছে । অভিযোগ, গায়ের রং কালো হওয়ায় বিয়ের পর থেকেই ননদ শ্যামলী পাত্র ও শাশুড়ি মালতি পাত্র কথা শোনাত । স্বামীকে বলেও লাভ হয়নি । এই অপমানেই গতকাল রাতে পাখায় শাড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে । খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ গিয়ে দরজা ভেঙে মৃতদেহটি উদ্ধার করে । ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে । তদন্ত করছে পুলিশ ।
মৃতের বাবা প্রতাপ সামন্তর দাবি, বিয়ের পর থেকেই পণের দাবি করত পূর্ণিমার শ্বশুরবাড়ির লোকজন । এখনও পর্যন্ত পণ হিসেবে দফায় দফায় 15 লাখ টাকা দেওয়া হয়েছে । তারপরও গায়ের রং নিয়ে গঞ্জনা চলত । তাই, হয়তো মেয়েটা আত্মহত্যা করেছে ।