ETV Bharat / state

তালা ভেঙে পার্টি অফিস 'পুনরুদ্ধার' BJP-র - tmc party

লোকসভা ভোটে রানিয়া পঞ্চায়েতে লিড পেয়েছে BJP । তালা ভেঙে পার্টি অফিস পুনরুদ্ধার করল BJP ।

তালা ভেঙে পার্টি অফিস পুনরুদ্ধার করল BJP
author img

By

Published : Jun 18, 2019, 11:57 PM IST

Updated : Jun 19, 2019, 12:07 AM IST

সাতগাছিয়া, 18 জুন : তালা ভেঙে পার্টি অফিস পুনরুদ্ধার করল BJP । দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়ার রানিয়ার ঘটনা । সকালে BJP-র স্থানীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে তৃণমূলের পতাকা, ব্যানার ও অভিষেক ব্যানার্জির ছবি সরিয়ে নরেন্দ্র মোদি ও অমিত শাহের ছবি, ব্যানার ও পতাকা লাগানো হয় ।

লোকসভা ভোটে রানিয়া পঞ্চায়েতে লিড পেয়েছে BJP । স্থানীয় BJP কর্মী বিনোদ মণ্ডল বলেন, প্রায় 500 ভোটে এগিয়ে BJP । মোট 11 টি বুথে 8 টিতেই লিড BJP-র । ওই পার্টি অফিস BJP-র ছিল । পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূল জোর করে দখল নেয় । আজ সেই অফিস পুনরুদ্ধার করা হয় ।

দেখুন ভিডিয়ো

যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব BJP-র এই দাবি অস্বীকার করেছে । তাদের অভিযোগ, BJP-ই তাদের পার্টি অফিস জোর করে দখল করেছে ।

সাতগাছিয়া, 18 জুন : তালা ভেঙে পার্টি অফিস পুনরুদ্ধার করল BJP । দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়ার রানিয়ার ঘটনা । সকালে BJP-র স্থানীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে তৃণমূলের পতাকা, ব্যানার ও অভিষেক ব্যানার্জির ছবি সরিয়ে নরেন্দ্র মোদি ও অমিত শাহের ছবি, ব্যানার ও পতাকা লাগানো হয় ।

লোকসভা ভোটে রানিয়া পঞ্চায়েতে লিড পেয়েছে BJP । স্থানীয় BJP কর্মী বিনোদ মণ্ডল বলেন, প্রায় 500 ভোটে এগিয়ে BJP । মোট 11 টি বুথে 8 টিতেই লিড BJP-র । ওই পার্টি অফিস BJP-র ছিল । পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূল জোর করে দখল নেয় । আজ সেই অফিস পুনরুদ্ধার করা হয় ।

দেখুন ভিডিয়ো

যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব BJP-র এই দাবি অস্বীকার করেছে । তাদের অভিযোগ, BJP-ই তাদের পার্টি অফিস জোর করে দখল করেছে ।

Intro:মাতৃযান না পেয়ে পাভ্যানে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় কন্যা সন্তানের জন্ম দিল মা। এমনি অভিযোগ পরিবারে।বাসন্তীর ঝড়খালীর পাব'তীপুরের ঘটনা। এই দিন পিন্টু সরকারের স্ত্রী প্রমিলার প্রসব যন্ত্রণা শুরু হলে তারা সরকারি এম্বুলেন্স ১০২ কে ফোন করে। সেই এম্বুলেন্স দীর্ঘ সময় ধরে না আসার অভিযোগে তারা পা ভ্যান করে রাস্তায় নিয়ে আসে তখনি রাস্তায় পা ভ্যানের মধ্যে প্রমিলা কন্যা সন্তান জন্ম দেন। তার পরে অন্য একটি গাড়িতে করে তাদের বাসন্তী গ্রামীন হাসপাতালে নিয়ে আসেন। এখন মা ও শিশু সুস্থ আছে। এই ঘটনায় অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিক ইন্দ্রনীল সরকার জানান এই আমরা বিষয়টি শুনেছি কিন্তু কোন লিখিত অভিযোগ পাইনি পেলে ঘটনাটি ক্ষতিয়ে দেখবো। Body:ঘটনার পর থেকে ক্ষোভে ফুঁসছে গোটা পরিবার। সরকারি পরিষেবা থাকতেও না পাওয়ায় খুব্ধ তারা। রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছে স্বাস্থ্য ব্যবস্থাকে। গর্ভবতী মায়েদের সুবিধার জন্য 102 অ্যাম্বুলেন্স গাড়ির পাশাপাশি বহু মাতৃ যান সমস্ত হাসপাতালেই আছে। কিন্তু এদিন 102 গাড়িকে ফোন করেও কোন পরিষেবা পায়নি এই পরিবার। এরই পাশাপাশি মাতৃ জানে ও ফোন করে কোন রকম পরিষেবা পায়নি বলে অভিযোগ। সরকারি পরিষেবা থাকতেও কি কারনে তারা সেই সুবিধা পেল না তার প্রশ্ন উঠছে। যদিও জেলাসহ স্বাস্থ্য আধিকারিক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।Conclusion:Intro ও body তে কপি দিয়েছি
Last Updated : Jun 19, 2019, 12:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.