ETV Bharat / state

BJP সমর্থকদের মার, অভিযুক্ত তৃণমূল - jharkhali

লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী অশোক কাণ্ডারীর সমর্থনে এলাকায় পতাকা, ফেস্টুন লাগিয়েছিলেন BJP কর্মীরা । আর তাই তাঁদের মারধর করল তৃণমূলের গুণ্ডাবাহিনী ।

আহত BJP কর্মী
author img

By

Published : May 17, 2019, 3:18 PM IST

Updated : May 17, 2019, 3:27 PM IST

ঝড়খালি, 17 মে : BJP-কে সমর্থন করার জন্য মারধর করা হল কয়েকজনকে । অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাটি দক্ষিণ 24 পরগনার ঝড়খালি থানার অন্তর্গত বালিখাল বাজারের ।

গতকাল সন্ধ্যায় এলাকার পাঁচজন BJP কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ । তাদের মধ্যে বিনয় মণ্ডল, অমর মণ্ডল ও নিতাই মণ্ডলের অবস্থা গুরুতর । লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী অশোক কাণ্ডারীর সমর্থনে এলাকায় পতাকা, ফেস্টুন লাগিয়েছিলেন তাঁরা । সেই কারণেই তৃণমূল কর্মীরা তাঁদের উপর লাঠি, রড নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

ঘটনায় আহতরা আজ এবিষয়ে ঝড়খালি কোস্টাল থানায় অভিযোগ দায়ের করেন । বর্তমানে তাঁরা বাসন্তী গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে ।

ঝড়খালি, 17 মে : BJP-কে সমর্থন করার জন্য মারধর করা হল কয়েকজনকে । অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাটি দক্ষিণ 24 পরগনার ঝড়খালি থানার অন্তর্গত বালিখাল বাজারের ।

গতকাল সন্ধ্যায় এলাকার পাঁচজন BJP কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ । তাদের মধ্যে বিনয় মণ্ডল, অমর মণ্ডল ও নিতাই মণ্ডলের অবস্থা গুরুতর । লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী অশোক কাণ্ডারীর সমর্থনে এলাকায় পতাকা, ফেস্টুন লাগিয়েছিলেন তাঁরা । সেই কারণেই তৃণমূল কর্মীরা তাঁদের উপর লাঠি, রড নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

ঘটনায় আহতরা আজ এবিষয়ে ঝড়খালি কোস্টাল থানায় অভিযোগ দায়ের করেন । বর্তমানে তাঁরা বাসন্তী গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে ।

Intro:ঝড়খালি তে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি

ঝরখালি: এলাকায় বিজেপি করার অপরাধে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা ঝড়খালি থানার অন্তর্গত বালিখাল বাজারে। বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকার বিজেপি কর্মী বিনয় মন্ডল অমর মণ্ডল ও নিতাই মন্ডল কে বেধড়ক মারধর করা হয়। লোকসভা নির্বাচনের জন্য এই বিজেপি কর্মীরা এলাকায় পতাকা ফেস্টুন লাগিয়েছিলেন দলীয় প্রার্থী ডাক্তার অশোক কান্ডারী সমর্থনে। সেই কারণেই বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের ওপর লাঠি রড দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হন বিজেপি কর্মীরা শুক্রবার এ বিষয়ে ঝড় খালি কোস্টাল থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্তরা। বর্তমানে আহতরা বাসন্তী গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ঝড় খালি কোস্টাল থানার পুলিশ। ভিডিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।Body:কপি একজায়গাতে কপি সব পাঠিয়েছি Conclusion:একটু দেখে নেবেন
Last Updated : May 17, 2019, 3:27 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.