ভাঙড়, 25 মার্চ : এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফের সংঘর্ষ ৷ ঘটনাস্থান ভাঙড়ের কাশীনাথপুর ৷ জখম দু’পক্ষের প্রায় 12জন ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে । ঘটনাস্থানে ভাঙড় থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
উল্লেখ্য ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী সাহাবুদ্দিন সিরাজি বৃহস্পতিবার ভাঙড়ের চন্দনেশ্বর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কাশিনাথপুরে নির্বাচনী প্রাচার করছিলেন। তৃণমূলের অভিযোগ সেই সময় আব্বাস অনুগামীরা তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলে ৷ তারই প্রতিবাদ করায় আইএসএফ সমর্থকরা তৃণমূলের কর্মীদের ব্যাপক মারধর করে । ঘটনায় চারজনের মাথা ফেটে গিয়েছে । আহতদের নলমুড়ি হসপিটালে ভর্তি করা হয়ছে ৷ যদিও চারজনের অবস্থা আশঙ্কাজনক হলে, তাঁদের এসএসকেএম হাসপাতালে রেফার করা হয় ৷
আরও পড়ুন : আপনার কেন্দ্রে ভোট কবে ? জানতে ক্লিক করুন ইন্টারঅ্যাক্টিভ ম্যাপে
যদিও আইএসএফ তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ৷ তাঁদের দাবি নির্বাচনী প্রচার চলাকালীন তাঁদের উপরই হামলা চালায় তৃণমূল । তাঁদের মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে । এদিকে সংঘর্ষের খবর পেয়ে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসেন ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী শওকাত মোল্লা । তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার নিন্দা করেন এবং দোষীদের কড়া শাস্তির দাবি জানান । এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে ৷