ETV Bharat / state

রায়দিঘিতে বিজেপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে হামলা, অভিযুক্ত তৃণমূল - অভিযুক্ত তৃণমূল

গুরুতর জখম অবস্থায় আমিত পাইককে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় ৷ বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন ।

TMC accused of attacking BJP worker with sharp weapons at Raydighi
TMC accused of attacking BJP worker with sharp weapons at Raydighi
author img

By

Published : Apr 7, 2021, 5:26 PM IST

রয়দিঘি, 7 এপ্রিল: তৃতীয় দফা ভোট ছিল গতকাল ৷ ভোট মিটতেই শুরু হয়েছে হিংসা ৷ রায়দিঘি বিধানসভার বামন গাজি এলাকায় এক বিজেপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে ৷

অভিযোগ, মঙ্গলবার রাতে যখন বাড়ি ফিরছিলেন বিজেপি কর্মী আমিত পাইক, সেই সময় বেশ কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাঁকে আক্রমণ করে । বেধড়ক মারধর করা হয় ৷ পাশাপাশি তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় বলেও অভিযোগ । গুরুতর জখম অবস্থায় আমিত পাইককে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় ৷ বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন । যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

রায়দিঘিতে বিজেপি কর্মীর উপরে হামলা

আরও পড়ুন : বারুইপুরে বিজেপি সমর্থকদের বাড়িতে হামলা, অন্তঃসত্ত্বাকে মারধর ; অভিযুক্ত তৃণমূল

আক্রান্ত অমিত পাইক বলেন, "তৃণমূল নেতা বিলাস হালদার ও তাপস কয়ালের নেতৃত্ব তৃণমুলের দুষ্কৃতীরা আমার উপর হামলা চালায় ৷ দলের কর্মীরা দৌড়ে এলে ওরা পালিয়ে যায় ৷"

স্থানীয় তৃণমূল প্রার্থী অলোক জলদাতা বলেন, "তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে ৷ পূর্বপরিকল্পিত দোষারোপ । ভোট শেষে নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করছে । আমরা চাই সম্পূর্ণ তদন্ত ৷ দোষীদের শাস্তি পাওয়া উচিত ।"

রয়দিঘি, 7 এপ্রিল: তৃতীয় দফা ভোট ছিল গতকাল ৷ ভোট মিটতেই শুরু হয়েছে হিংসা ৷ রায়দিঘি বিধানসভার বামন গাজি এলাকায় এক বিজেপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে ৷

অভিযোগ, মঙ্গলবার রাতে যখন বাড়ি ফিরছিলেন বিজেপি কর্মী আমিত পাইক, সেই সময় বেশ কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাঁকে আক্রমণ করে । বেধড়ক মারধর করা হয় ৷ পাশাপাশি তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় বলেও অভিযোগ । গুরুতর জখম অবস্থায় আমিত পাইককে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় ৷ বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন । যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

রায়দিঘিতে বিজেপি কর্মীর উপরে হামলা

আরও পড়ুন : বারুইপুরে বিজেপি সমর্থকদের বাড়িতে হামলা, অন্তঃসত্ত্বাকে মারধর ; অভিযুক্ত তৃণমূল

আক্রান্ত অমিত পাইক বলেন, "তৃণমূল নেতা বিলাস হালদার ও তাপস কয়ালের নেতৃত্ব তৃণমুলের দুষ্কৃতীরা আমার উপর হামলা চালায় ৷ দলের কর্মীরা দৌড়ে এলে ওরা পালিয়ে যায় ৷"

স্থানীয় তৃণমূল প্রার্থী অলোক জলদাতা বলেন, "তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে ৷ পূর্বপরিকল্পিত দোষারোপ । ভোট শেষে নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করছে । আমরা চাই সম্পূর্ণ তদন্ত ৷ দোষীদের শাস্তি পাওয়া উচিত ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.