ETV Bharat / state

ক্যানিংয়ে রোড শো শতাব্দীর

ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশ রাম দাসের প্রচারে হয়ে প্রচারে নামলেন তৃণমূলের সাংসদ শতাব্দী রায় ৷ আজ ক্যানিং থানার সামনে থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত রোড’শো করলেন তিনি ৷ সেই সঙ্গে প্রার্থীকে ভোট দিয়ে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার কথা বললেন শতাব্দী রায় ৷

MP Shatabdi Roy for campaigning for Trinamool candidate paresh ram das in Canning pashchim Assembly
ক্যানিং পশ্চিম বিধানসভায় তৃণমূলের প্রার্থীর প্রচারে সাংসদ শতাব্দী রায়
author img

By

Published : Apr 5, 2021, 12:02 PM IST

ক্যানিং, 4 এপ্রিল : রবিবার বিকালে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত রোড শো করলেন ক্যানিং পশ্চিম তফসিলি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশ রাম দাস ৷ তাঁর সমর্থেন সেই রোড শো’তে অংশ নিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায় । এদিনের জনসভায় হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক সামিল হয়। রোড শো ক্যানিং বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

পরেশ রাম দাসের সমর্থনে তৃণমূল কংগ্রেসের সাংসদ শতাব্দী রায় বলেন, ‘‘এবারের নির্বাচনে আপনারা ক্যানিং পশ্চিম বিধানসভায় তৃণমূলের প্রার্থী পরেশ রাম দাসকে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করুন। রাজ্যে আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে । তৃতীয় বারের জন্য আবার রাজ্যে মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।’’

ক্যানিং পশ্চিম বিধানসভায় তৃণমূলের প্রার্থীর প্রচারে সাংসদ শতাব্দী রায়

আরকও পড়ুন : অমিত শাহকে দাঙ্গাবাজ ও ধান্দাবাজ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

ক্যানিং পশ্চিম তফসিলি বিধানসভা কেন্দ্রের এবারে বিজেপির প্রার্থী অর্ণব রায়, কংগ্রেসের প্রার্থী প্রতাপ চন্দ্র মণ্ডল। এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা 2 লক্ষ 57 হাজার 610 জন এবং বুথ সংখ্যা 260টি । তবে, 2011 সালে এবং 2016 সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্যামল মণ্ডল। এবার শ্যামল মণ্ডল বাসন্তী কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ।

ক্যানিং, 4 এপ্রিল : রবিবার বিকালে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত রোড শো করলেন ক্যানিং পশ্চিম তফসিলি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশ রাম দাস ৷ তাঁর সমর্থেন সেই রোড শো’তে অংশ নিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায় । এদিনের জনসভায় হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক সামিল হয়। রোড শো ক্যানিং বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

পরেশ রাম দাসের সমর্থনে তৃণমূল কংগ্রেসের সাংসদ শতাব্দী রায় বলেন, ‘‘এবারের নির্বাচনে আপনারা ক্যানিং পশ্চিম বিধানসভায় তৃণমূলের প্রার্থী পরেশ রাম দাসকে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করুন। রাজ্যে আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে । তৃতীয় বারের জন্য আবার রাজ্যে মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।’’

ক্যানিং পশ্চিম বিধানসভায় তৃণমূলের প্রার্থীর প্রচারে সাংসদ শতাব্দী রায়

আরকও পড়ুন : অমিত শাহকে দাঙ্গাবাজ ও ধান্দাবাজ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

ক্যানিং পশ্চিম তফসিলি বিধানসভা কেন্দ্রের এবারে বিজেপির প্রার্থী অর্ণব রায়, কংগ্রেসের প্রার্থী প্রতাপ চন্দ্র মণ্ডল। এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা 2 লক্ষ 57 হাজার 610 জন এবং বুথ সংখ্যা 260টি । তবে, 2011 সালে এবং 2016 সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্যামল মণ্ডল। এবার শ্যামল মণ্ডল বাসন্তী কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.