ETV Bharat / state

হোটেলের আড়ালে মধুচক্র, গ্রেপ্তার 7 - baruipur

বারুইপুরের বেগমপুর এলাকা গতকাল বিকেলে হানা দিয়ে অসংলগ্ন অবস্থায় মোট 12 জনকে উদ্ধার করে পুলিশ । এই ঘটনায় হোটেলের ম্যানেজার সহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে ।

হোটেলের আড়ালে মধুচক্র
author img

By

Published : Jul 4, 2019, 4:14 AM IST

বারুইপুর, 4 জুলাই : হোটেলে বসত মধুচক্রের আসর । গোপনসূত্রে খবর পেয়ে গতকাল বিকেলে সেখানে হানা দেয় পুলিশ । এরপরই অসংলগ্ন অবস্থায় মোট 12 জনকে উদ্ধার করে । হোটেলের ম্যানেজার সহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । বারুইপুরের বেগমপুর এলাকার ঘটনা।

গোপনসূত্রে খবর পেয়ে গতকাল বিকেলে বেগমপুরের ওই হোটেলে হানা দেয় বারুইপুর থানার পুলিশ । অসংলগ্ন অবস্থায় মোট 12 জনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে 6 জন পুরুষ এবং বাকি 6 জন মহিলা । এরপরই হোটেলের ম্যানেজারের কাছে রেজিস্টার দেখতে চায় পুলিশ। রেজিস্টার দেখে মধুচক্রের আসর বসার বিষয়ে নিশ্চিত হয়ে যায় তারা। দেখা যায়, রেজিস্টারে যে সমস্ত নাম লেখা ছিল তা পুরোটাই ভুয়ো । ঘটনাস্থান থেকেই 6 জন পুরুষকে গ্রেপ্তার করে। হোটেলে মধুচক্র চালানোর অভিযোগে ম্যানেজার ইন্দ্রজিৎ নস্করকেও গ্রেপ্তার করা হয় । বাকি ছ'জন মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় ।

আজ সাত জনকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।

বারুইপুর, 4 জুলাই : হোটেলে বসত মধুচক্রের আসর । গোপনসূত্রে খবর পেয়ে গতকাল বিকেলে সেখানে হানা দেয় পুলিশ । এরপরই অসংলগ্ন অবস্থায় মোট 12 জনকে উদ্ধার করে । হোটেলের ম্যানেজার সহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । বারুইপুরের বেগমপুর এলাকার ঘটনা।

গোপনসূত্রে খবর পেয়ে গতকাল বিকেলে বেগমপুরের ওই হোটেলে হানা দেয় বারুইপুর থানার পুলিশ । অসংলগ্ন অবস্থায় মোট 12 জনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে 6 জন পুরুষ এবং বাকি 6 জন মহিলা । এরপরই হোটেলের ম্যানেজারের কাছে রেজিস্টার দেখতে চায় পুলিশ। রেজিস্টার দেখে মধুচক্রের আসর বসার বিষয়ে নিশ্চিত হয়ে যায় তারা। দেখা যায়, রেজিস্টারে যে সমস্ত নাম লেখা ছিল তা পুরোটাই ভুয়ো । ঘটনাস্থান থেকেই 6 জন পুরুষকে গ্রেপ্তার করে। হোটেলে মধুচক্র চালানোর অভিযোগে ম্যানেজার ইন্দ্রজিৎ নস্করকেও গ্রেপ্তার করা হয় । বাকি ছ'জন মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় ।

আজ সাত জনকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।

Intro:হোটেলের মধুচক্র চালানোর অভিযোগে গ্রেপ্তার সাত। গ্রেফতারের পাশাপাশি উদ্ধার ছয় মহিলা। বারুইপুর থানার বেগম পুর এলাকার ঘটনা। গোপন সূত্রে বারুইপুর থানার পুলিশের কাছে খবর আসে বেগম পুর এর একটি হোটেলে মধুচক্রের আসর বসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বুধবার বিকেলে বারুইপুর থানার বিশাল পুলিশবাহিনী হানা দেয় বেগম পুরের ওই হোটেলে। হোটেলে হানা দিয়ে অসংলগ্ন অবস্থায় মোট 12 জনকে উদ্ধার করে। তার মধ্যে 6 জন পুরুষ এবং বাকি 6 জন মহিলা। এরপরই পুলিশ হোটেলের ম্যানেজারের কাছে রেজিস্টার দেখতে চান। রেজিস্টার দেখে পুলিশ মধুচক্রের আসর বসার বিষয়টি নিশ্চিত হন। কারণ হিসেবে জানা যায় রেজিস্টার এ যে সমস্ত নাম লেখা ছিল তা পুরোটাই ভুয়ো। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে 6 জন পুরুষকে গ্রেপ্তার করে। হোটেলে মধুচক্র চালানোর অভিযোগে ম্যানেজার ইন্দ্রজিৎ নস্কর কেও গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার পর ওই ছয় মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বারুইপুর পুলিশ জেলার এক আধিকারিক জানান গোপন সূত্রে বারুইপুর থানার পুলিশ খবর পেয়ে হোটেলটিতে হানা দেয়। হানা দিতেই হাতেনাতে মোট 12 জনকে অসংলগ্ন অবস্থায় উদ্ধার করে। 6 জন মহিলাকে গ্রেফতার করা না হলেও 6 জন পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। তার পাশাপাশি হোটেলের ম্যানেজার ইন্দ্রজিৎ নস্কর কেও গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল গ্রেপ্তার হওয়া মোট 7 জনকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।Body:Intro তে কপি দিলাম Conclusion:একটু দেখে নেবেন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.