ETV Bharat / state

কোরোনা আতঙ্কে জনশূন্য বকখালির সমুদ্র সৈকত

বকখালির সাধারণ মানুষ থেকে শুরু করে হোটেল ব্যবসায়ীদের দাবি , বিগত কয়েক দশকে এই ছবি দেখা যায়নি বকখালিতে । বছরের এই সময় হোটেলগুলিতে পর্যটকদের ভিড় থাকে । কিন্তু কোরোনার আতঙ্কে বকখালিতে আসছে না পর্যটকরা । ফলে ক্ষতির মুখ দেখছে হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা । তবে প্রশাসনের নির্দেশকে সম্মান জানিয়েছে ব্যবসায়ীরা । Body :

Bakkhali
জনশূন্য বকখালির সমুদ্র সৈকত
author img

By

Published : Mar 24, 2020, 6:22 AM IST

কাকদ্বীপ , 24 মার্চ : কোরোনার জেরে এবার পর্যটক শূন্য বকখালি । গত বছরের মার্চ মাসেও পর্যটকদের ভিড়ে ঠাসা ছিল বকখালির সমুদ্র সৈকত । কিন্তু কোরোনা ভাইরাসের আতঙ্কের কারণে এবার কোনও পর্যটক না যাওয়ায় ক্ষতির মুখ দেখছেন ব্যবসায়ীরা ।

ভ্রমণপ্রিয় মানুষের অন্যতম পছন্দের জায়গা বকখালি । তাই সারাবছর এখানে পর্যটকদের ভিড় থাকে । কিন্তু কোরোনা আতঙ্কে সেই ছবি এক মুহূর্তের জন্য পালটে গেল । প্রশাসনের পক্ষ থেকে আগেই মানুষকে সচেতন করার জন্য মাইকে প্রচার চালানো হয়েছিল । পাশাপাশি পর্যটকদের হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল ।

বকখালির সাধারণ মানুষ থেকে শুরু করে হোটেল ব্যবসায়ীদের দাবি , বিগত কয়েক দশকে এই ছবি দেখা যায়নি বকখালিতে । বছরের এই সময় হোটেলগুলিতে পর্যটকদের ভিড় থাকে । কিন্তু কোরোনার আতঙ্কে বকখালিতে আসছে না পর্যটকরা । ফলে ক্ষতির মুখ দেখছে হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা । তবে প্রশাসনের নির্দেশকে সম্মান জানিয়েছে ব্যবসায়ীরা । তাঁরা মনে করছেন , এখন পর্যটক না আসাই ভালো । কঠিন সময় পেরিয়ে গেলে আবার পর্যটকরা বকখালিতে আসবেন বলে আশায় রয়েছেন তাঁরা ।

কাকদ্বীপ , 24 মার্চ : কোরোনার জেরে এবার পর্যটক শূন্য বকখালি । গত বছরের মার্চ মাসেও পর্যটকদের ভিড়ে ঠাসা ছিল বকখালির সমুদ্র সৈকত । কিন্তু কোরোনা ভাইরাসের আতঙ্কের কারণে এবার কোনও পর্যটক না যাওয়ায় ক্ষতির মুখ দেখছেন ব্যবসায়ীরা ।

ভ্রমণপ্রিয় মানুষের অন্যতম পছন্দের জায়গা বকখালি । তাই সারাবছর এখানে পর্যটকদের ভিড় থাকে । কিন্তু কোরোনা আতঙ্কে সেই ছবি এক মুহূর্তের জন্য পালটে গেল । প্রশাসনের পক্ষ থেকে আগেই মানুষকে সচেতন করার জন্য মাইকে প্রচার চালানো হয়েছিল । পাশাপাশি পর্যটকদের হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল ।

বকখালির সাধারণ মানুষ থেকে শুরু করে হোটেল ব্যবসায়ীদের দাবি , বিগত কয়েক দশকে এই ছবি দেখা যায়নি বকখালিতে । বছরের এই সময় হোটেলগুলিতে পর্যটকদের ভিড় থাকে । কিন্তু কোরোনার আতঙ্কে বকখালিতে আসছে না পর্যটকরা । ফলে ক্ষতির মুখ দেখছে হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা । তবে প্রশাসনের নির্দেশকে সম্মান জানিয়েছে ব্যবসায়ীরা । তাঁরা মনে করছেন , এখন পর্যটক না আসাই ভালো । কঠিন সময় পেরিয়ে গেলে আবার পর্যটকরা বকখালিতে আসবেন বলে আশায় রয়েছেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.