ETV Bharat / state

তৃণমূল কর্মী হেনস্থা হলে থানা স্তব্ধ করে দেব : আরাবুল

থানা স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন আরাবুল ইসলাম। ক্যানিং পশ্চিমের জনসভা থেকে তাঁর হুঁশিয়ারি, "দলীয় কর্মীর গায়ে হাত পড়লেই থানা স্তব্ধ করে দেওয়া হবে।"

আরাবুল ইসলাম
author img

By

Published : Apr 9, 2019, 7:57 AM IST

Updated : Apr 9, 2019, 8:02 AM IST

ক্যানিং, 9 এপ্রিল : "তৃণমূল কংগ্রেস কর্মীদের হেনস্থা হলে থানা স্তব্ধ করে দেব।" হুঁশিয়ারি দিলেন আরাবুল ইসলাম। গতকাল ক্যানিং পশ্চিম দলীয় নেতাকর্মীদের নিয়ে বুথ ভিত্তিক বৈঠক করে জেলা তৃণমূল নেতৃত্ব। আরাবুল ছাড়াও ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি শুভাশিস চক্রবর্তী। শুভাশিস দলীয় বুথ সভাপতি, অঞ্চল সভাপতিদের হুঁশিয়ারি দিয়ে বলেন, "যে অঞ্চল বা বুথে দল কম ভোট পাবে বা বিরোধীদের কাছে হেরে যাবে সেখানকার নেতৃত্বকে সরিয়ে দেওয়া হবে।"

পরে জনসভা করেন আরাবুল ইসলাম। সেখানে তিনি বলেন, "CPI(M) ভাঙড়ে জিতবে সেই জায়গা এখনও তৈরি হয়নি। কয়েকজনকে দিয়ে আরাবুলকে অপমান করা যায়। আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখব, তারা যেন সঠিক কাজ করে। গণতান্ত্রিক দেশে একজন মার খেলেও তার বিচার হবে। আমরা চাই শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক। আজ আরাবুল হেনস্থা হয়েছে, কাল যদি আর একটি কর্মীর এই দশা হয়, তাহলে আমি থানা স্তব্ধ করে দেব। আমি সহ্য করতে পারি। কর্মীদের গায়ে হাত পড়লে ঠিক থাকব না। প্রশাসনকে বলব, একজন তৃণমূল কংগ্রেস কর্মীর গায়ে হাত পড়লে ছেড়ে কথা বলব না। পুলিশ আমাদের সহানুভূতি দেখাবে এর কোনও প্রয়োজন নেই। মার খেতে তৈরি আছি আমরা। পুলিশ বেআইনি ভাবে কাউকে হেনস্থা করলে ছেড়ে কথা বলব না। চ্যালেঞ্জ করে বলতে পারি।"

আরাবুল ইসলামের বক্তব্য

সেইসঙ্গে বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "এরপর থেকে কোনও কর্মীর গায়ে হাত পড়লে পালটা জবাব দেওয়া হবে। আমার উপর আক্রমণ হোক, অসুবিধা নেই। কিন্তু, কর্মীদের গায়ে যেন হাত না পড়ে। তাহলে কিন্তু, জবাব দেব। কাউকে ছাড়া হবে না। পুলিশকেও বলব, যথাযথ ব্যবস্থা নিন।"

আরাবুলের এই মন্তব্য নিয়ে পুলিশ প্রশাসনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ক্যানিং, 9 এপ্রিল : "তৃণমূল কংগ্রেস কর্মীদের হেনস্থা হলে থানা স্তব্ধ করে দেব।" হুঁশিয়ারি দিলেন আরাবুল ইসলাম। গতকাল ক্যানিং পশ্চিম দলীয় নেতাকর্মীদের নিয়ে বুথ ভিত্তিক বৈঠক করে জেলা তৃণমূল নেতৃত্ব। আরাবুল ছাড়াও ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি শুভাশিস চক্রবর্তী। শুভাশিস দলীয় বুথ সভাপতি, অঞ্চল সভাপতিদের হুঁশিয়ারি দিয়ে বলেন, "যে অঞ্চল বা বুথে দল কম ভোট পাবে বা বিরোধীদের কাছে হেরে যাবে সেখানকার নেতৃত্বকে সরিয়ে দেওয়া হবে।"

পরে জনসভা করেন আরাবুল ইসলাম। সেখানে তিনি বলেন, "CPI(M) ভাঙড়ে জিতবে সেই জায়গা এখনও তৈরি হয়নি। কয়েকজনকে দিয়ে আরাবুলকে অপমান করা যায়। আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখব, তারা যেন সঠিক কাজ করে। গণতান্ত্রিক দেশে একজন মার খেলেও তার বিচার হবে। আমরা চাই শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক। আজ আরাবুল হেনস্থা হয়েছে, কাল যদি আর একটি কর্মীর এই দশা হয়, তাহলে আমি থানা স্তব্ধ করে দেব। আমি সহ্য করতে পারি। কর্মীদের গায়ে হাত পড়লে ঠিক থাকব না। প্রশাসনকে বলব, একজন তৃণমূল কংগ্রেস কর্মীর গায়ে হাত পড়লে ছেড়ে কথা বলব না। পুলিশ আমাদের সহানুভূতি দেখাবে এর কোনও প্রয়োজন নেই। মার খেতে তৈরি আছি আমরা। পুলিশ বেআইনি ভাবে কাউকে হেনস্থা করলে ছেড়ে কথা বলব না। চ্যালেঞ্জ করে বলতে পারি।"

আরাবুল ইসলামের বক্তব্য

সেইসঙ্গে বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "এরপর থেকে কোনও কর্মীর গায়ে হাত পড়লে পালটা জবাব দেওয়া হবে। আমার উপর আক্রমণ হোক, অসুবিধা নেই। কিন্তু, কর্মীদের গায়ে যেন হাত না পড়ে। তাহলে কিন্তু, জবাব দেব। কাউকে ছাড়া হবে না। পুলিশকেও বলব, যথাযথ ব্যবস্থা নিন।"

আরাবুলের এই মন্তব্য নিয়ে পুলিশ প্রশাসনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

যে অঞ্চলে তৃণমূল হারবে, সেখানকার নেতৃত্বকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে নিদান জেলা সভাপতির 
 
 ক্যানিংঃ আসন্ন লোকসভা ভোটে যে অঞ্চলে বা যে বুথে তৃণমূল কংগ্রেস কম ভোট পাবে বা বিরোধীদের কাছে হেরে যাবে সেই এলাকার বুথ সভাপতি, সেই এলাকার অঞ্চল সভাপতি তথা সেই এলাকায় দলের পদে থাকা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলে কড়া বার্তা দিলেন দক্ষিণ ২৪ পরগণা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভাশিস চক্রবর্তী। সোমবার জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ক্যানিং পশ্চিম বিধানসভায় বুথ ভিত্তিক কর্মী বৈঠকে এসে দলের সকল স্তরের কর্মীদের এই বার্তা দেন শুভাশিস বাবু। ক্যানিংয়ে বিগত কয়েক বছর ধরে গোষ্ঠীদ্বন্দ্বে বারবার উত্তপ্ত হয়ে উঠেছে। সেই কারণে আজ ক্যানিং এ দলীয় নেতাকর্মীদের নিয়ে বুধ ভিত্তিক বৈঠক ডাকেন শুভাশিস চক্রবর্তী। সেখানেই ক্যানিং যুব তৃনমূলের সভাপতি পরেশ রামদাস দাবি করেন চারটি পঞ্চায়েতের কোন নেতা কর্মীদের আজকের এই বৈঠকে ডাকা হয়নি। ক্যানিং এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শৈবাল লাহিড়ীর তত্ত্বাবধানে আজকের এই বুধ ভিত্তিক বৈঠক হয়। সেখানে অন্যান্য পঞ্চায়েতের শৈবাল লাহিড়ী অনুগামীদের আজকের মিটিংয়ে আশার কথা জানালেও পরেশ রামদাসের দখলে থাকা দিঘিরপার, মাতলা 1, মাতলা 2 ও নিকারীঘাটা এই চারটি পঞ্চায়েতের কাউকেই ডাকা হয়নি বলে শুভাশিস বাবুর সামনেই দাবি করেন পরেশ রামদাস। এদিনের শুভাশিস বাবুর সতর্ক করার পর ক্যানিং এর রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে এগোই সেটাই এখন দেখার।
Last Updated : Apr 9, 2019, 8:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.