ETV Bharat / state

Abhishek Banerjee on Cheque Controversy: 'বগটুইয়ে ক্ষতিপূরণ দিয়ে কি অপরাধ করেছে রাজ্য ?' শুভেন্দুকে পালটা চাপ অভিষেকের

বগটুই কাণ্ডে (Bogtui Massacre) নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে শুরু হয়েছে চেক বিতর্ক ৷ এবার এ নিয়ে পালটা চাপ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee Reaction on Cheque Controversy) ৷ সরাসরি নিশানা করলেন শুভেন্দু অধিকারী ও তাঁর দলকে ৷ কী বললেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড ?

Abhishek Banerjee Reaction on Cheque Controversy related to Bogtui Massacre
শুভেন্দুকে পালটা প্রশ্ন অভিষেকের
author img

By

Published : Jan 28, 2023, 6:42 PM IST

অভিষেকের পালটা চাপ

ডায়মন্ড হারবার, 28 জানুয়ারি: বগটুই কাণ্ডে (Bogtui Massacre) নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের চেক বিতরণ নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, এবার সেই ইস্যুতে মুখ খুললেন রাজ্যের শাসকদলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Reaction on Cheque Controversy) ৷ আর তাতে শুরুতেই শুভেন্দু অধিকারী তথা বিরোধী রাজনৈতিক শিবিরকে (মূলত বিজেপি) পালটা চাপ দেওয়ার পথে হাঁটলেন তৃণমূলের 'সেকেন্ড ইন কম্য়ান্ড' ৷ অভিষেকের প্রশ্ন, "নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা করে, স্বজনহারাদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকার কি তাহলে কোনও অপরাধ করেছে ? এটা কি সরকারের উচিত হয়নি ?"

বগটুই কাণ্ডে নিহতদের পরিবারকে যে অর্থসাহায্য করা হয়েছে, সেই টাকা মিড-ডে মিলের জন্য বরাদ্দ তহবিল থেকে বেআইনিভাবে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ বিষয়টি নিয়ে শনিবার একের পর এক টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর অভিযোগ, রাজ্যের সরকারকে বিভিন্ন খাতে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেয় কেন্দ্র ৷ কিন্তু, রাজ্য সরকার বেআইনিভাবে সেই টাকা অন্য কাজে খরচ করে ৷ যা আদতে অর্থনৈতিক অপরাধ ! এই প্রেক্ষাপটে বগটুইয়ে ক্ষতিপূরণের চেক বিলি নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে ৷ শুভেন্দু অধিকারী এই ঘটনাকে রাজ্যের টাকা নয়ছয় করার প্রমাণ হিসেবেই তুলে ধরার চেষ্টা করেছেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ ৷

আরও পড়ুন: মিড-ডে মিলের টাকায় বগটুইয়ে ক্ষতিপূরণ ! অস্বীকার ফিরহাদের

এদিকে, শনিবারে ডায়মন্ড হারবারে এসেছিলেন স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ এদিন এখানে একটি প্রশাসনিক বৈঠকে যোগ দেন তিনি ৷ সেই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানা প্রশ্নের জবাবও দেন অভিষেক ৷ সেই সময়েই চেক বিতর্ক নিয়ে অভিষেককে প্রশ্ন করা হয় ৷ জবাবে পালটা প্রশ্ন করেন অভিষেক ৷ জানতে চান, বগটুই কাণ্ডের পর রাজ্য সরকার কি আক্রান্তদের পাশে দাঁড়িয়ে ভুল করেছিল ? সেটা কি করা উচিত হয়নি ? বিরোধী দলনেতা কি সেটাই বলতে চেয়েছেন ?

তবে, লক্ষ্যণীয় বিষয় হল, শুভেন্দু অধিকারী এক খাতের টাকা অন্য খাতে ব্যবহারের যে অভিযোগ তুলেছেন, তা কিন্তু অস্বীকারও করেননি অভিষেক ৷ বরং তিনি যুক্তি সাজিয়েছেন অন্যভাবে ৷ তাঁর বক্তব্য হল, "অনুদানের টাকা যেখান থেকেই নেওয়া হোক না কেন, আদতে তো তা রাজ্য সরকারেরই টাকা ৷ এই বিষয়ে ঠিক কী করা হয়েছিল, তা সংশ্লিষ্ট জেলা প্রশাসন বা রাজ্য প্রশাসন পর্যালোচনা করে দেখবে ৷"

একইসঙ্গে, কেন্দ্রকেও বিঁধতে ছাড়েননি অভিষেক ৷ তাঁর অভিযোগ, "করোনাকালে অপরিকল্পিত লকডাউন হোক, কিংবা নোটবন্দি ৷ কেন্দ্রের ভুল পদক্ষেপের জন্য কত মানুষের প্রাণ গিয়েছে ৷ কিন্তু, তারপরও কেন্দ্র সেইসব পরিবারের পাশে দাঁড়ায়নি ৷" কিন্তু, বগটুইয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বাধীন সরকার তেমনটা করেনি বলেই বার্তা দিয়েছেন অভিষেক ৷

অভিষেকের পালটা চাপ

ডায়মন্ড হারবার, 28 জানুয়ারি: বগটুই কাণ্ডে (Bogtui Massacre) নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের চেক বিতরণ নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, এবার সেই ইস্যুতে মুখ খুললেন রাজ্যের শাসকদলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Reaction on Cheque Controversy) ৷ আর তাতে শুরুতেই শুভেন্দু অধিকারী তথা বিরোধী রাজনৈতিক শিবিরকে (মূলত বিজেপি) পালটা চাপ দেওয়ার পথে হাঁটলেন তৃণমূলের 'সেকেন্ড ইন কম্য়ান্ড' ৷ অভিষেকের প্রশ্ন, "নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা করে, স্বজনহারাদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকার কি তাহলে কোনও অপরাধ করেছে ? এটা কি সরকারের উচিত হয়নি ?"

বগটুই কাণ্ডে নিহতদের পরিবারকে যে অর্থসাহায্য করা হয়েছে, সেই টাকা মিড-ডে মিলের জন্য বরাদ্দ তহবিল থেকে বেআইনিভাবে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ বিষয়টি নিয়ে শনিবার একের পর এক টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর অভিযোগ, রাজ্যের সরকারকে বিভিন্ন খাতে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেয় কেন্দ্র ৷ কিন্তু, রাজ্য সরকার বেআইনিভাবে সেই টাকা অন্য কাজে খরচ করে ৷ যা আদতে অর্থনৈতিক অপরাধ ! এই প্রেক্ষাপটে বগটুইয়ে ক্ষতিপূরণের চেক বিলি নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে ৷ শুভেন্দু অধিকারী এই ঘটনাকে রাজ্যের টাকা নয়ছয় করার প্রমাণ হিসেবেই তুলে ধরার চেষ্টা করেছেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ ৷

আরও পড়ুন: মিড-ডে মিলের টাকায় বগটুইয়ে ক্ষতিপূরণ ! অস্বীকার ফিরহাদের

এদিকে, শনিবারে ডায়মন্ড হারবারে এসেছিলেন স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ এদিন এখানে একটি প্রশাসনিক বৈঠকে যোগ দেন তিনি ৷ সেই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানা প্রশ্নের জবাবও দেন অভিষেক ৷ সেই সময়েই চেক বিতর্ক নিয়ে অভিষেককে প্রশ্ন করা হয় ৷ জবাবে পালটা প্রশ্ন করেন অভিষেক ৷ জানতে চান, বগটুই কাণ্ডের পর রাজ্য সরকার কি আক্রান্তদের পাশে দাঁড়িয়ে ভুল করেছিল ? সেটা কি করা উচিত হয়নি ? বিরোধী দলনেতা কি সেটাই বলতে চেয়েছেন ?

তবে, লক্ষ্যণীয় বিষয় হল, শুভেন্দু অধিকারী এক খাতের টাকা অন্য খাতে ব্যবহারের যে অভিযোগ তুলেছেন, তা কিন্তু অস্বীকারও করেননি অভিষেক ৷ বরং তিনি যুক্তি সাজিয়েছেন অন্যভাবে ৷ তাঁর বক্তব্য হল, "অনুদানের টাকা যেখান থেকেই নেওয়া হোক না কেন, আদতে তো তা রাজ্য সরকারেরই টাকা ৷ এই বিষয়ে ঠিক কী করা হয়েছিল, তা সংশ্লিষ্ট জেলা প্রশাসন বা রাজ্য প্রশাসন পর্যালোচনা করে দেখবে ৷"

একইসঙ্গে, কেন্দ্রকেও বিঁধতে ছাড়েননি অভিষেক ৷ তাঁর অভিযোগ, "করোনাকালে অপরিকল্পিত লকডাউন হোক, কিংবা নোটবন্দি ৷ কেন্দ্রের ভুল পদক্ষেপের জন্য কত মানুষের প্রাণ গিয়েছে ৷ কিন্তু, তারপরও কেন্দ্র সেইসব পরিবারের পাশে দাঁড়ায়নি ৷" কিন্তু, বগটুইয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বাধীন সরকার তেমনটা করেনি বলেই বার্তা দিয়েছেন অভিষেক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.