কাশীপুর(ভাঙড়), ৮ ফেব্রুয়ারি : মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। মৃতের নাম নারায়ণীদাসী মণ্ডল(৫৫)। ঘটনাটি ভাঙড়ের কাশীপুর থানার স্বরূপনগর এলাকার। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত অজয় মণ্ডলকে ধরে ফেলেন। শুরু হয় বেধড়ক মারধর। খবর পেয়ে ঘটনাস্থানে আসে কাশীপুর থানার পুলিশ। তারা অজয়কে উদ্ধার করে জিরানগাছা ব্লক প্রাথমিক কেন্দ্রে ভরতি করে।
পুলিশ সূত্রে খবর, অজয় মণ্ডলের স্ত্রীর সঙ্গে নারায়ণীদাসীর বড় ছেলে দীপঙ্করের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। বেশ কয়েকদিন আগে তারা পালিয়ে যায়। আর গতকাল মদ্যপান করে নারায়ণীদাসীর বাড়িতে চড়াও হয় অজয়। ছেলেকে ঠিকভাবে মানুষ করতে পারেনি কেন? কৈফিয়ৎ চেয়ে দা দিয়ে তাকে কোপাতে শুরু করে। স্থানীয় বাসিন্দারা তা দেখতে পেয়ে আজয়কে মারধর শুরু করেন। এর মধ্যেই ওই মহিলার মৃত্যু হয়।
এই ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। খুনের পিছনে অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখছে কাশীপুর থানার পুলিশ।