ETV Bharat / state

পাটুলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ মামার বিরুদ্ধে

বাড়ি ফাঁকা থাকার সুযোগে কিশোরীকে ধর্ষণের অভিযোগ মামার বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। সারারাত অপেক্ষা করিয়ে সকালে অভিযোগ নেয় পুলিশ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Mar 22, 2019, 11:48 AM IST

পাটুলি, 22 মার্চ : দোল খেলতে গিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল তার মামার বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার পাটুলি এলাকার। এদিকে, পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার। অভিযোগ, থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করতে গেলে সারারাত তাদের বসিয়ে রাখা হয়। পরে সকালে অভিযোগ নেয় পুলিশ।

গতকাল ওই কিশোরী তার পরিবারের সদস্যদের সঙ্গে রং খেলার পর মামার সঙ্গে মামাবাড়িতে যায়। এরপর বাড়ি খালি থাকার সুযোগে তার মামা তাকে ধর্ষণ করে বলে অভিযোগ।

প্রথমে বাড়িতে কিছু না জানালেও বন্ধুদের বিষয়টি জানায় ওই কিশোরী। এরপর ওই বন্ধুরা বিষয়টি তার বাড়িতে জানালে পরিবারের তরফে পাটুলি থানায় অভিযোগ দায়ের করা হয়।

পাটুলি, 22 মার্চ : দোল খেলতে গিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল তার মামার বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার পাটুলি এলাকার। এদিকে, পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার। অভিযোগ, থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করতে গেলে সারারাত তাদের বসিয়ে রাখা হয়। পরে সকালে অভিযোগ নেয় পুলিশ।

গতকাল ওই কিশোরী তার পরিবারের সদস্যদের সঙ্গে রং খেলার পর মামার সঙ্গে মামাবাড়িতে যায়। এরপর বাড়ি খালি থাকার সুযোগে তার মামা তাকে ধর্ষণ করে বলে অভিযোগ।

প্রথমে বাড়িতে কিছু না জানালেও বন্ধুদের বিষয়টি জানায় ওই কিশোরী। এরপর ওই বন্ধুরা বিষয়টি তার বাড়িতে জানালে পরিবারের তরফে পাটুলি থানায় অভিযোগ দায়ের করা হয়।


New Delhi, Mar 22 (ANI): Recently Bharatiya Janata Party (BJP) announced that Prime Minister Narendra Modi will contest for upcoming Lok Sabha elections from Varanasi while BJP president Amit Shah will contest from Gandhinagar. Now, Congress leader Tariq Anwar expressed his views on it. He said, "Although it is a personal matter of BJP but I would say Lal Krishna Advani has helped BJP to grow and BJP insulted him and gave ticket to Amit Shah. It shows selfishness of BJP clearly." He further said, "They sidelined Advani and country will not like this move at all because whole nation respects Lal Krishna Advani."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.