ETV Bharat / state

ঢোলাহাটে মৎস্যজীবীদের জালে BJP কর্মীর মৃতদেহ !

শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন । পেশায় মৎস্যজীবী ওই ব্যক্তির দেহ আজ মাছ ধরতে গিয়ে জালে ওঠে । ঘটনাটি দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটের । জানা গেছে, কাদের মোল্লা নামে ব্যক্তি BJP কর্মীও ।

BJP কর্মীর দেহ
author img

By

Published : Aug 18, 2019, 5:30 PM IST

ঢোলাহাট (দক্ষিণ 24 পরগনা ), 18 অগাস্ট : নদী থেকে উদ্ধার BJP কর্মীর মৃতদেহ । ঘটনাটি দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটের । গতকাল থেকে নিখোঁজ ছিলেন কাদের মোল্লা (55) । আজ মৎস্যজীবীদের জালে তাঁর দেহ ওঠে । কাদের নিজেও পেশায় মৎস্যজীবী । পুলিশের অনুমান, জাল ফেলতে গিয়ে নৌকা থেকে পরে তাঁর মৃত্যু হয়েছে । যদিও BJP নেতৃত্বের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে খুন করেছে ।

শুক্রবার রাতে কাদেরকে শেষবার দেখেছিলেন তাঁর ছেলে । সেসময় নৌকায় ছিলেন কাদের । খাবার দিয়েই চলে আসেন তাঁর ছেলে । অন্যদিনের মতো গতকাল সকালে বাড়ি ফেরেননি কাদের । আজ সকালে তাঁর দেহ নজরে আসে মৎস্যজীবীদের । মাছ ধরতে গিয়ে তাঁদের জালে ওঠে দেহ । তাঁরা স্থানীয়দের জানান । খবর যায় পুলিশে । পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।

স্থানীয় BJP নেতৃত্বের দাবি, কাদেরকে খুন করেছে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের গুন্ডারা । এবিষয়ে BJP নেতা অভিজিৎ দাস বলেন, "কাদের মোল্লা গতকাল থেকেই নিখোঁজ ছিলেন । ওঁর ছেলে শুক্রবার রাতে খাবার দিয়ে আসে । সেই শেষ । তারপর থেকে আর ওঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি । গতকাল নিখোঁজ ডায়েরি করেও কোনও লাভ হয়নি । আজ দেহ উদ্ধার হয় । আমাদের কাছে খবর আছে, রবীন্দ্র এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য সাহাবুদ্দিন দলবল নিয়ে এসে ওকে তুলে নিয়ে গিয়ে খুন করেছে ।"

দেখুন ভিডিয়ো

অভিজিৎবাবু পুলিশের বিরুদ্ধেও তৃণমূলের হয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন । তিনি বলেন, "আমি SP, DSP ও OC-র সঙ্গে কথা বলেছি । তাঁরা বিষয়টিকে অন্যভাবে দাবি করছেন । বলছেন, জাল ফেলতে গিয়ে পড়ে গেছেন কাদের । কিন্তু আমাদের কাছে খবর আছে, ওঁকে সাহাবুদ্দিনের লোকজন খুন করেছে । ওর পরিবারকেও টার্গেট করা হয়েছে । কারণ, কাদের BJP-তে যোগ দেওয়ার পর আমাদের সংগঠন আরও মজবুত হয়েছে । আমরা ওঁর মৃত্যুর সঠিক তদন্ত চাই ।"

ঢোলাহাট (দক্ষিণ 24 পরগনা ), 18 অগাস্ট : নদী থেকে উদ্ধার BJP কর্মীর মৃতদেহ । ঘটনাটি দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটের । গতকাল থেকে নিখোঁজ ছিলেন কাদের মোল্লা (55) । আজ মৎস্যজীবীদের জালে তাঁর দেহ ওঠে । কাদের নিজেও পেশায় মৎস্যজীবী । পুলিশের অনুমান, জাল ফেলতে গিয়ে নৌকা থেকে পরে তাঁর মৃত্যু হয়েছে । যদিও BJP নেতৃত্বের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে খুন করেছে ।

শুক্রবার রাতে কাদেরকে শেষবার দেখেছিলেন তাঁর ছেলে । সেসময় নৌকায় ছিলেন কাদের । খাবার দিয়েই চলে আসেন তাঁর ছেলে । অন্যদিনের মতো গতকাল সকালে বাড়ি ফেরেননি কাদের । আজ সকালে তাঁর দেহ নজরে আসে মৎস্যজীবীদের । মাছ ধরতে গিয়ে তাঁদের জালে ওঠে দেহ । তাঁরা স্থানীয়দের জানান । খবর যায় পুলিশে । পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।

স্থানীয় BJP নেতৃত্বের দাবি, কাদেরকে খুন করেছে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের গুন্ডারা । এবিষয়ে BJP নেতা অভিজিৎ দাস বলেন, "কাদের মোল্লা গতকাল থেকেই নিখোঁজ ছিলেন । ওঁর ছেলে শুক্রবার রাতে খাবার দিয়ে আসে । সেই শেষ । তারপর থেকে আর ওঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি । গতকাল নিখোঁজ ডায়েরি করেও কোনও লাভ হয়নি । আজ দেহ উদ্ধার হয় । আমাদের কাছে খবর আছে, রবীন্দ্র এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য সাহাবুদ্দিন দলবল নিয়ে এসে ওকে তুলে নিয়ে গিয়ে খুন করেছে ।"

দেখুন ভিডিয়ো

অভিজিৎবাবু পুলিশের বিরুদ্ধেও তৃণমূলের হয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন । তিনি বলেন, "আমি SP, DSP ও OC-র সঙ্গে কথা বলেছি । তাঁরা বিষয়টিকে অন্যভাবে দাবি করছেন । বলছেন, জাল ফেলতে গিয়ে পড়ে গেছেন কাদের । কিন্তু আমাদের কাছে খবর আছে, ওঁকে সাহাবুদ্দিনের লোকজন খুন করেছে । ওর পরিবারকেও টার্গেট করা হয়েছে । কারণ, কাদের BJP-তে যোগ দেওয়ার পর আমাদের সংগঠন আরও মজবুত হয়েছে । আমরা ওঁর মৃত্যুর সঠিক তদন্ত চাই ।"

Intro:বিজেপি নেতা কে খুনের অভিযোগ ঢোলাহাট থানা এলাকায়। ঢোলাহাটের কোয়াবেড়িয়া এলাকার ঘটনা। মৃত বিজেপি নেতার নাম কাদের মোল্লা(55)। এই কাদের মোল্লা স্থানীয় বিজেপির বুথ সভাপতি ছিলেন। শনিবার থেকে নিখোঁজ থাকার পর রবিবার সকালে ঘোষের ঘাট নদী এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঢোলাহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।Body:শনিবার নিখোঁজের পর থেকেই জেলা বিজেপি নেতা অভিজিৎ দাস পুলিশ মহলে কথা বলেছিলেন নিখোঁজ হওয়া নিয়ে। তাদের বিজেপি কর্মীকে অপহরণের অভিযোগ করেছিলেন বলে দাবি। আজ সকালে যখন মৎস্যজীবীদের জালে বিজেপি নেতার মৃতদেহ ওঠে তখন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খুন না নদীতে পড়ে গিয়ে মৃত্যু সেই নিয়ে ধন্দে পুলিশ। পুলিশ সূত্রে খবর ওই বিজেপি নেতা পেশায় মৎস্যজীবী ছিলেন। নদীর পাড়ে মাছ ধরছিলেন। সেই সময় জাল ফেলতে গিয়ে নিজেই জালে জড়িয়ে নদীতে পড়ে যায় বলে অনুমান পুলিশের। তার থেকেই মৃত্যুর হতে পারে বলে দাবি। যদিও এই অভিযোগ জেলা বিজেপির সভাপতি অভিজিৎ দাস মানতে নারাজ। তার দাবি মৃত কাদের মোল্লা এলাকায় সংখ্যালঘু ভোটব্যাংকে একত্রিত করার কাজ করছিল বিজেপির হয়ে। ফলে স্থানীয় তৃণমূল নেতৃত্ব চাপে পড়ে যাচ্ছিল। তাদের সংগঠন কে ধরে রাখতেই এই বিজেপি নেতাকে খুন করা হয়েছে বলে দাবি। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঢোলাহাট থানা পুলিশ। ইতিমধ্যে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়না তদন্তের পরেই কি কারনে মৃত্যু তা জানা যাবে বলে দাবি পুলিশের।Conclusion:Intro ও body তে কপি দিলাম
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.