ETV Bharat / state

Sundarbans Students in HS Merit List: উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় সুন্দরবন এলাকার 13 জন পড়ুয়া

উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় সুন্দরবনের তিনটি স্কুলের 13 জন পড়ুয়া জায়গা করে নিলেন (13 Students from Sundarbans is in Merit List of Higher Secondary) ৷ তাঁদের মধ্যে 11 জন কাকদ্বীপ আদর্শ বিদ্যামন্দিরের ছাত্রছাত্রী ৷ বাকি দু’জন নামখানা অক্ষয়নগর কুমার হাইস্কুল এবং কাকদ্বীপ বামানগর হাইস্কুলের ছাত্র ৷

13 Students from Sundarbans is in Merit List of Higher Secondary
13 Students from Sundarbans is in Merit List of Higher Secondary
author img

By

Published : Jun 11, 2022, 5:35 PM IST

দক্ষিণ 24 পরগনা, 11 জুন : শুক্রবার প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফলাফল ৷ যেখানে দক্ষিণ 24 পরগনা থেকে মেধাতালিকায় রয়েছেন 26 জন পড়ুয়া ৷ এর মধ্যে সুন্দরবন এলাকার তিনটি স্কুল থেকে মোট 13 জন মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন ৷ এর মধ্যে সুন্দরবন কাকদ্বীপ আদর্শ বিদ্যামন্দির স্কুলের 11 জন পড়ুয়া রয়েছে ৷ নামখানা অক্ষয়নগর কুমার হাইস্কুল এবং কাকদ্বীপ বামানগর হাইস্কুলের একজন করে ছাত্র রয়েছেন ৷ সুন্দরবনের প্রত্যন্ত এলাকার এই স্কুলের ছাত্রছাত্রীদের সাফল্যে খুশি তাঁদের শিক্ষক এবং অভিভাবক ৷

এ বারের উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় মোট 272 জনের নাম রয়েছে ৷ যা উচ্চমাধ্যমিকে মেধাতালিকার পরিসংখ্যানে রেকর্ড গড়েছে ৷ তেমনি দক্ষিণ 24 পরগনার থেকেও 26 জন পড়ুয়া প্রথম দশে জায়গা করে নিয়েছে ৷ তাঁদের মধ্যে 13 জন পড়ুয়া সুন্দরবনের প্রত্যন্ত এলাকার তিনটি স্কুল থেকে ৷ যেখানে কাকদ্বীপ আদর্শ বিদ্যামন্দিরের 11 জন পড়ুয়া প্রথম দশে রয়েছে ৷ তাঁদের মধ্যে 9 জন ছাত্রী ৷

কাকদ্বীপ আদর্শ বিদ্যামন্দিরের দুই ছাত্রী সানা দাস এবং সায়ন্তিকা ভুঁইয়া 494 নম্বর পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে ৷ ওই স্কুলের অঙ্কজা পাল এবং পৃথা কুইতি 493 নম্বর পেয়ে ষষ্ঠ হয়েছে ৷ সুমনা সাহু, সৃজিতা সিং এবং শ্রেয়া দাসের প্রাপ্ত নম্বর 492 ৷ নবম স্থান অধিকার করেছেন সোনাদীপা প্রধান ৷ তাঁর প্রাপ্ত নম্বর 490 ৷ দশম হয়েছেন দেবলীনা সাহা, রোদ্দুর মণ্ডল এবং রাজর্ষি দাস অধিকারী ৷ তাঁদের সকলের প্রাপ্ত নম্বর 489 ৷ এ ছাড়াও রয়েছে দক্ষিণ 24 পরগনার নামখানার অক্ষয়নগর কুমার হাইস্কুলের শুভজিৎ মাল 493 নম্বর পেয়ে ষষ্ঠ হয়েছে ৷ আর কাকদ্বীপ বামানগর হাইস্কুলের ছাত্র সৌমেন পাত্র 491 নম্বর পেয়ে অষ্টম হয়েছেন ৷

কাকদ্বীপ আদর্শ বিদ্যামন্দির স্কুলের 11 জন পড়ুয়া মেধা তালিকায় রয়েছে

আরও পড়ুন : HS Result 2022 : চিকিৎসক কিংবা ইঞ্জিনিয়ার নয়, সিভিল সার্ভিসে যেতে চায় মালদায় উচ্চমাধ্যমিকে প্রথম দেবাদিত্য

সুন্দরবনের প্রত্যন্ত এলাকার এই স্কুলগুলির পড়ুয়াদে সাফল্যে খুশি তাঁদের পরিবার এবং শিক্ষক-শিক্ষিকারা ৷ ভবিষ্যতে এদের মধ্যে কেউ চিকিৎসক, কেউ গবেষক আবার কেউ শিক্ষক হতে চান ৷ আর তাঁদের এই স্বপ্নপূরণে সবসময় পাশে থাকার কথা জানিয়েছেন অভিভাবকরা ৷

দক্ষিণ 24 পরগনা, 11 জুন : শুক্রবার প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফলাফল ৷ যেখানে দক্ষিণ 24 পরগনা থেকে মেধাতালিকায় রয়েছেন 26 জন পড়ুয়া ৷ এর মধ্যে সুন্দরবন এলাকার তিনটি স্কুল থেকে মোট 13 জন মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন ৷ এর মধ্যে সুন্দরবন কাকদ্বীপ আদর্শ বিদ্যামন্দির স্কুলের 11 জন পড়ুয়া রয়েছে ৷ নামখানা অক্ষয়নগর কুমার হাইস্কুল এবং কাকদ্বীপ বামানগর হাইস্কুলের একজন করে ছাত্র রয়েছেন ৷ সুন্দরবনের প্রত্যন্ত এলাকার এই স্কুলের ছাত্রছাত্রীদের সাফল্যে খুশি তাঁদের শিক্ষক এবং অভিভাবক ৷

এ বারের উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় মোট 272 জনের নাম রয়েছে ৷ যা উচ্চমাধ্যমিকে মেধাতালিকার পরিসংখ্যানে রেকর্ড গড়েছে ৷ তেমনি দক্ষিণ 24 পরগনার থেকেও 26 জন পড়ুয়া প্রথম দশে জায়গা করে নিয়েছে ৷ তাঁদের মধ্যে 13 জন পড়ুয়া সুন্দরবনের প্রত্যন্ত এলাকার তিনটি স্কুল থেকে ৷ যেখানে কাকদ্বীপ আদর্শ বিদ্যামন্দিরের 11 জন পড়ুয়া প্রথম দশে রয়েছে ৷ তাঁদের মধ্যে 9 জন ছাত্রী ৷

কাকদ্বীপ আদর্শ বিদ্যামন্দিরের দুই ছাত্রী সানা দাস এবং সায়ন্তিকা ভুঁইয়া 494 নম্বর পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে ৷ ওই স্কুলের অঙ্কজা পাল এবং পৃথা কুইতি 493 নম্বর পেয়ে ষষ্ঠ হয়েছে ৷ সুমনা সাহু, সৃজিতা সিং এবং শ্রেয়া দাসের প্রাপ্ত নম্বর 492 ৷ নবম স্থান অধিকার করেছেন সোনাদীপা প্রধান ৷ তাঁর প্রাপ্ত নম্বর 490 ৷ দশম হয়েছেন দেবলীনা সাহা, রোদ্দুর মণ্ডল এবং রাজর্ষি দাস অধিকারী ৷ তাঁদের সকলের প্রাপ্ত নম্বর 489 ৷ এ ছাড়াও রয়েছে দক্ষিণ 24 পরগনার নামখানার অক্ষয়নগর কুমার হাইস্কুলের শুভজিৎ মাল 493 নম্বর পেয়ে ষষ্ঠ হয়েছে ৷ আর কাকদ্বীপ বামানগর হাইস্কুলের ছাত্র সৌমেন পাত্র 491 নম্বর পেয়ে অষ্টম হয়েছেন ৷

কাকদ্বীপ আদর্শ বিদ্যামন্দির স্কুলের 11 জন পড়ুয়া মেধা তালিকায় রয়েছে

আরও পড়ুন : HS Result 2022 : চিকিৎসক কিংবা ইঞ্জিনিয়ার নয়, সিভিল সার্ভিসে যেতে চায় মালদায় উচ্চমাধ্যমিকে প্রথম দেবাদিত্য

সুন্দরবনের প্রত্যন্ত এলাকার এই স্কুলগুলির পড়ুয়াদে সাফল্যে খুশি তাঁদের পরিবার এবং শিক্ষক-শিক্ষিকারা ৷ ভবিষ্যতে এদের মধ্যে কেউ চিকিৎসক, কেউ গবেষক আবার কেউ শিক্ষক হতে চান ৷ আর তাঁদের এই স্বপ্নপূরণে সবসময় পাশে থাকার কথা জানিয়েছেন অভিভাবকরা ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.