ETV Bharat / state

৫০ হাজার টাকা পণ না দেওয়ায় স্ত্রীকে পুড়িয়ে খুন - kill

জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মৃতের নাম প্রভাদিনি রায়(২২)। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Feb 25, 2019, 12:58 PM IST

কোচবিহার, ২৫ ফেব্রুয়ারি : যুবতিকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মৃতের নাম প্রভাদিনি রায়(২২)। ঘটনাটি কোচবিহারের ময়নাগুড়ি এলাকার। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক।

বছর দু'য়েক আগে ময়নাগুড়ির বাপি রায়ের সঙ্গে মেখলিগঞ্জের প্রভার প্রেম করে বিয়ে হয়। প্রভার বাবারবাড়ির সদস্যদের এই বিয়েতে আপত্তি ছিল। এদিকে বিয়ের কয়েকদিন পর থেকেই যুবতির উপর শুরু হয় পণের জন্য চাপ। না দেওয়ায় শুরু হয় অত্যাচার। ২১ ফেব্রুয়ারি অত্যাচার বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়। অভিযোগ, ওই দিনই মারধর করে প্রভার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরদিন অর্থাৎ ২২ ফেব্রুয়ারি, হাসপাতালেই মৃত্যু হয় তার।

গতকাল মেখলিগঞ্জ থানায় যুবতির স্বামী সহ ছ'জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়। যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃতের মা সাকালী রায় বলে, "জামাই ৫০ হাজার টাকা পণ চেয়েছিল। কিন্তু, আর্থিক সঙ্গতি না থাকায় দিতে পারিনি। পণের জন্য মেয়েকে ওরা মেরে ফেলবে, তা স্বপ্নেও ভাবতে পারিনি।"

undefined

কোচবিহার, ২৫ ফেব্রুয়ারি : যুবতিকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মৃতের নাম প্রভাদিনি রায়(২২)। ঘটনাটি কোচবিহারের ময়নাগুড়ি এলাকার। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক।

বছর দু'য়েক আগে ময়নাগুড়ির বাপি রায়ের সঙ্গে মেখলিগঞ্জের প্রভার প্রেম করে বিয়ে হয়। প্রভার বাবারবাড়ির সদস্যদের এই বিয়েতে আপত্তি ছিল। এদিকে বিয়ের কয়েকদিন পর থেকেই যুবতির উপর শুরু হয় পণের জন্য চাপ। না দেওয়ায় শুরু হয় অত্যাচার। ২১ ফেব্রুয়ারি অত্যাচার বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়। অভিযোগ, ওই দিনই মারধর করে প্রভার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরদিন অর্থাৎ ২২ ফেব্রুয়ারি, হাসপাতালেই মৃত্যু হয় তার।

গতকাল মেখলিগঞ্জ থানায় যুবতির স্বামী সহ ছ'জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়। যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃতের মা সাকালী রায় বলে, "জামাই ৫০ হাজার টাকা পণ চেয়েছিল। কিন্তু, আর্থিক সঙ্গতি না থাকায় দিতে পারিনি। পণের জন্য মেয়েকে ওরা মেরে ফেলবে, তা স্বপ্নেও ভাবতে পারিনি।"

undefined
Intro:দলীয় কার্যালয়ে আগুন, অভিযুক্তদের গ্রেপ্তারে দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ তৃণমূলের ৷


কোচবিহার :১২ ফেব্রুয়ারি : তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগানোর ঘটনায় থানা ঘেড়াও করে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের ৷সূত্রে খবর , গত ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ রাতে মাথাভাঙ্গা এক নং ব্লকের কুর্শামারী গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটে৷ 35 জনের বিজেপি কর্মী এবং বর্তমান গ্রাম পঞ্চায়েত প্রধানের নামে লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল কংগ্রেস৷ ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার না করায় এদিন তৃণমূল কর্মী সমর্থকরা মাথাভাঙ্গা থানা ঘিরে বিক্ষোভ মিছিল করে ৷তৃণমূল দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগে দোষীদের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ চলে ৷ বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মাথাভাঙ্গা ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মজিরুল হোসেন ৷ কুর্শামারীর প্রাক্তন প্রধান জুলজেলাল মিঞা সহ তৃণমূল কর্মী সমর্থকরা৷

তৃণমূল নেতা মজিরুল হোসেন বলেন গত পাঁচই ফেব্রুয়ারি রাতে কুর্শামারী বাজার সংলগ্ন তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বিজেপি ৷ এই ঘটনার পর মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ করা হয় অভিযুক্তদের নামে কিন্তু পুলিশ এখন কাউকে গ্রেফতার করতে পারে নি ,এলাকায় আতংকের পরিবেশ তৈরী হয়েছে ৷ দোষী ব্যক্তিদের গ্রেফতার করে এলাকায় শান্তি ফিরিয়ে আসুক ,যদি পুলিশ কোন পদক্ষেপ না নেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো ৷

আর ,এক তৃণমূল নেতা জুলজেলাল মিয়া জানান অভিযুক্ত বিজেপি কর্মীদের পুলিশ গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ৷Body:SSConclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.