ETV Bharat / state

শাহি-সভার 48 ঘন্টা আগেও মিলল না প্রশাসনিক অনুমতি - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

কোচবিহারে রাসের মাঠে অমিত শাহের সভার অনুমতি না দেওয়ায় এবার রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে বিজেপি ৷

west bengal assembly election 2021 government of west bengal did not give the permission of amit shahs rally in coochbehar
অমিত শাহের সভার 48 ঘন্টা আগেও মিলল না সভাস্থলের অনুমতি
author img

By

Published : Feb 9, 2021, 5:46 PM IST

Updated : Feb 9, 2021, 8:00 PM IST

কোচবিহার, 9 ফেব্রুয়ারি : মাঝখানে আর একদিন। আর তারপরেই কোচবিহার থেকে বিজেপির হয়ে পরিবর্তন যাত্রার সূচনা করতে আসবেন অমিত শাহ। কিন্তু তার 48 ঘণ্টা আগেও প্রশাসন সভার অনুমতি না দেওয়ায় জটিলতা দেখা দিয়েছে। যদিও বিজেপি নেতৃত্ব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, প্রশাসন অনুমতি দিলেও সভা হবে। না দিলেও সভা হবে।

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির তরফে রাজ্যে পাঁচটি পরিবর্তন যাত্রা কর্মসূচি নেওয়া হয়েছে ৷ যার একটির সূচনা আজ তারাপীঠ থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা করেছেন ৷ উত্তরবঙ্গের যাত্রাটির আগামী 11 ফেব্রুয়ারি বৃহস্পতিবার কোচবিহার থেকে সূচনা হবে। ওইদিন সকাল 11টায় কোচবিহার বিমানবন্দরে নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর মদনমোহন বাড়িতে পুজো দেবেন তিনি। পুজো শেষে অমিত শাহ রাসমেলা মাঠের বিপরীতে কোচবিহার কদমতলা এলাকায় পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করবেন ৷ তারপর রাস মেলার মাঠে সভায় ভাষণ দেবেন । সভা শেষে পরিবর্তন যাত্রার সূচনা করবেন অমিত শাহ।

শাহি-সভার 48 ঘন্টা আগেও মিলল না প্রশাসনিক অনুমতি

আরও পড়ুন : "কোচবিহারে হিংসা ছড়াতে আসছেন", অমিত শাহকে আক্রমণ তৃণমূলের

কিন্তু সভার 48 ঘণ্টা আগেও প্রশাসনের তরফে মেলার মাঠের অনুমতি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। যদিও মঙ্গলবার সকালে জেলা বিজেপির সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন, প্রশাসন অনুমতি দিলেও সভা হবে। না দিলেও সভা হবে। বিজেপি নেতৃত্ব এবং কোচবিহার জেলা প্রশাসনের এই বিরোধ এখন কোন দিকে গড়ায়, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

কোচবিহার, 9 ফেব্রুয়ারি : মাঝখানে আর একদিন। আর তারপরেই কোচবিহার থেকে বিজেপির হয়ে পরিবর্তন যাত্রার সূচনা করতে আসবেন অমিত শাহ। কিন্তু তার 48 ঘণ্টা আগেও প্রশাসন সভার অনুমতি না দেওয়ায় জটিলতা দেখা দিয়েছে। যদিও বিজেপি নেতৃত্ব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, প্রশাসন অনুমতি দিলেও সভা হবে। না দিলেও সভা হবে।

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির তরফে রাজ্যে পাঁচটি পরিবর্তন যাত্রা কর্মসূচি নেওয়া হয়েছে ৷ যার একটির সূচনা আজ তারাপীঠ থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা করেছেন ৷ উত্তরবঙ্গের যাত্রাটির আগামী 11 ফেব্রুয়ারি বৃহস্পতিবার কোচবিহার থেকে সূচনা হবে। ওইদিন সকাল 11টায় কোচবিহার বিমানবন্দরে নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর মদনমোহন বাড়িতে পুজো দেবেন তিনি। পুজো শেষে অমিত শাহ রাসমেলা মাঠের বিপরীতে কোচবিহার কদমতলা এলাকায় পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করবেন ৷ তারপর রাস মেলার মাঠে সভায় ভাষণ দেবেন । সভা শেষে পরিবর্তন যাত্রার সূচনা করবেন অমিত শাহ।

শাহি-সভার 48 ঘন্টা আগেও মিলল না প্রশাসনিক অনুমতি

আরও পড়ুন : "কোচবিহারে হিংসা ছড়াতে আসছেন", অমিত শাহকে আক্রমণ তৃণমূলের

কিন্তু সভার 48 ঘণ্টা আগেও প্রশাসনের তরফে মেলার মাঠের অনুমতি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। যদিও মঙ্গলবার সকালে জেলা বিজেপির সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন, প্রশাসন অনুমতি দিলেও সভা হবে। না দিলেও সভা হবে। বিজেপি নেতৃত্ব এবং কোচবিহার জেলা প্রশাসনের এই বিরোধ এখন কোন দিকে গড়ায়, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

Last Updated : Feb 9, 2021, 8:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.