ETV Bharat / state

তৃণমূল বিধায়কের দেওয়া খাদ্যসামগ্রী নিম্নমানের, বিক্ষোভ কলসিগ্রামে

author img

By

Published : Apr 24, 2020, 9:51 PM IST

মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধানের তরফে খাদ্যসামগ্রী বিলি করা হয়েছিল । কিন্তু তা নিম্নমানের, এই অভিযোগ তুলে আজ বিক্ষোভ দেখান কলসিগ্রামের বাসিন্দারা ৷

villagers agitated for giving low quality food in coochbehar
নিম্নমানের খাদ্যসামগ্রী সীমান্তে ফেলে বিক্ষোভ গ্রামবাসীদের

কোচবিহার 24 এপ্রিল : BSF -এর তরফে সীমান্তে কাঁটাতারের বেড়ার গেট বন্ধ করে দেওয়ায় ওপারে আটকে পড়েছেন মেখলিগঞ্জের কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের কলসিগ্রামের বাসিন্দারা ৷ মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধানের তরফে সেখানে খাদ্যসামগ্রী বিলি করা হয় । সেই খাদ্যসামগ্রী নিম্নমানের, এই অভিযোগ তুলে আজ বিক্ষোভ দেখান সেখানকার বাসিন্দারা ৷

কলসিগ্রামের বাসিন্দাদের জন্য চাল, আলু, বাঁধাকপি ও অন্যান্য খাদ্যসামগ্রী নিয়ে যাওয়া হয় । অভিযোগ, প্যাকেট খুলে তাঁরা দেখতে পান সমস্ত সবজি পচে গিয়েছে । প্যাকেটে সামান্য চাল রয়েছে ৷ তারপরই সেগুলি তাঁরা কাঁটাতারের বেড়ার পাশেই ফেলে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন । কলসিগ্রামের বাসিন্দাদের মধ্যে আবু আলম, বিলকিস বিবি, মজিনা বিবিরা বলেন, তাঁদের জন্য আজ 2-1 কেজি করে চাল দেওয়া হয় । যে সব সবজি দিয়েছে সব পচা ৷ সেকারণে তাঁরা সব ফেলে দিয়েছেন । সেগুলো খেলে রোগে আক্রান্ত হবেন ৷ তাঁদের বক্তব্য, কাঁটাতারের বেড়ায় আটকে পড়ে সমস্যায় দিন কাটাতে হচ্ছে । এরপর যদি তাঁদের ঠিকমতো খাদ্যসামগ্রী না মেলে, পচা খাবার দেওয়া হয় , সেগুলো কী করে খাবেন তাঁরা ।

এবিষয়ে কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান জয়শ্রী রায় বলেন, তাঁদের তরফে যেসব স্থানে খাদ্যসামগ্রী বিলি করা হচ্ছে সেগুলি নিয়ম মেনেই করা হচ্ছে । খাদ্যসামগ্রী তেমন নিম্নমানের ছিল না ৷ মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান বলেন, " সীমান্তের ওপারে আটকে পড়া এলাকার বাসিন্দাদের সমস্যার কথা জানতে পেরে ত্রাণ সামগ্রী দিয়েছি । গত কয়েকদিন ধরে ওইসব এলাকার মানুষের জন্য খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছি । কলসি গ্রামের মানুষের জন্য খাদ্যসামগ্রী মহকুমা প্রশাসনের হাতে দিন কয়েক আগেই দিয়ে আসা হয়েছে । এর বাইরে আমি কিছু বলতে পারব না ।"

এপ্রসঙ্গে মেখলিগঞ্জের মহকুমাশাসক রামকুমার তামাং বলেন , "কলসি গ্রামের বাসিন্দাদের জন্য যতটা খাদ্যসামগ্রী পাওয়া গেছিল, সেই পরিমাণই বিলি করা হয়েছে । খাদ্যসামগ্রী কেমন ছিল এনিয়ে কোনও অভিযোগের কথা জানা নেই । "

কোচবিহার 24 এপ্রিল : BSF -এর তরফে সীমান্তে কাঁটাতারের বেড়ার গেট বন্ধ করে দেওয়ায় ওপারে আটকে পড়েছেন মেখলিগঞ্জের কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের কলসিগ্রামের বাসিন্দারা ৷ মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধানের তরফে সেখানে খাদ্যসামগ্রী বিলি করা হয় । সেই খাদ্যসামগ্রী নিম্নমানের, এই অভিযোগ তুলে আজ বিক্ষোভ দেখান সেখানকার বাসিন্দারা ৷

কলসিগ্রামের বাসিন্দাদের জন্য চাল, আলু, বাঁধাকপি ও অন্যান্য খাদ্যসামগ্রী নিয়ে যাওয়া হয় । অভিযোগ, প্যাকেট খুলে তাঁরা দেখতে পান সমস্ত সবজি পচে গিয়েছে । প্যাকেটে সামান্য চাল রয়েছে ৷ তারপরই সেগুলি তাঁরা কাঁটাতারের বেড়ার পাশেই ফেলে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন । কলসিগ্রামের বাসিন্দাদের মধ্যে আবু আলম, বিলকিস বিবি, মজিনা বিবিরা বলেন, তাঁদের জন্য আজ 2-1 কেজি করে চাল দেওয়া হয় । যে সব সবজি দিয়েছে সব পচা ৷ সেকারণে তাঁরা সব ফেলে দিয়েছেন । সেগুলো খেলে রোগে আক্রান্ত হবেন ৷ তাঁদের বক্তব্য, কাঁটাতারের বেড়ায় আটকে পড়ে সমস্যায় দিন কাটাতে হচ্ছে । এরপর যদি তাঁদের ঠিকমতো খাদ্যসামগ্রী না মেলে, পচা খাবার দেওয়া হয় , সেগুলো কী করে খাবেন তাঁরা ।

এবিষয়ে কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান জয়শ্রী রায় বলেন, তাঁদের তরফে যেসব স্থানে খাদ্যসামগ্রী বিলি করা হচ্ছে সেগুলি নিয়ম মেনেই করা হচ্ছে । খাদ্যসামগ্রী তেমন নিম্নমানের ছিল না ৷ মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান বলেন, " সীমান্তের ওপারে আটকে পড়া এলাকার বাসিন্দাদের সমস্যার কথা জানতে পেরে ত্রাণ সামগ্রী দিয়েছি । গত কয়েকদিন ধরে ওইসব এলাকার মানুষের জন্য খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছি । কলসি গ্রামের মানুষের জন্য খাদ্যসামগ্রী মহকুমা প্রশাসনের হাতে দিন কয়েক আগেই দিয়ে আসা হয়েছে । এর বাইরে আমি কিছু বলতে পারব না ।"

এপ্রসঙ্গে মেখলিগঞ্জের মহকুমাশাসক রামকুমার তামাং বলেন , "কলসি গ্রামের বাসিন্দাদের জন্য যতটা খাদ্যসামগ্রী পাওয়া গেছিল, সেই পরিমাণই বিলি করা হয়েছে । খাদ্যসামগ্রী কেমন ছিল এনিয়ে কোনও অভিযোগের কথা জানা নেই । "

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.