ETV Bharat / state

COVID 19 Vaccination Drive : কোচবিহারে বৃহন্নলাদের টিকাকরণ - কোচবিহারে বৃহন্নলাদের পাশে স্বাস্থ্য দফতর

করোনা পরিস্থিতিতে কোচবিহারে বৃহন্নলাদের পাশে স্বাস্থ্য দফতর ৷ বিনামূল্য তাঁদের দেওয়া হল করোনার টিকা ৷

The health department is next to the third gender in Cooch Beha
The health department is next to the third gender in Cooch Beha
author img

By

Published : Jun 5, 2021, 10:33 AM IST

কোচবিহার , 5 জুন : করোনা পরিস্থিতিতে বৃহন্নলাদের পাশে স্বাস্থ্য দফতর ৷ বিনামূল্য দেওয়া হল করোনার টিকা ৷

করোনা পরিস্থিতিতে প্রায় কর্মহীন বৃহন্নলারা । তার উপর করোনা সংক্রমণ ৷ কোথা থেকে পাবেন ভ্যাকসিন এমন হাজারো চিন্তায় মগ্ন ছিলেন তাঁরা ৷ তবে স্বস্তি দিল স্বাস্থ্য় দফতর ৷

শুক্রবার বৈরাগীহাট এলাকায় 16 জন বৃহন্নলাকে সম্পূর্ণ বিনামূল্য ভ্যাকসিন দিল স্বাস্থ্য় দফতর ৷ যাঁদের কাছে প্রয়োজনীয় নথিপত্র ছিল না তাঁদেরও আশাহত করেনি স্বাস্থ্য় দফতর ৷

আরও পড়ুন : COVID 19 Vaccination Drive : স্কুলের পর এবার কলেজ-বিশ্ববিদ্যালয়ে টিকাকরণ কলকাতা পৌরনিগমের

পরবর্তী তারিখে ফের তাঁদের ভ্যাকসিন দেওয়া হবে বলেই জানিয়ে দেওয়া হয়েছে ৷ ভ্যাকসিন নিতে আসা ওই বৃহন্নলারা কর্মসূত্রে একসঙ্গে থাকে ৷ তাঁদের সংস্থা "জীবন গাড়ি ফেরিওয়ালা"-র সভাপতি পিংকি হিজড়া বলেন, "আজ করোনার ভ্যাকসিন নিতে আসলাম ৷ কয়েকজন ভ্যাকসিন নিতে পেরেছি । কিছু নথিপত্র না থাকায় এখনও পর্যন্ত অনেকে ভ্যাকসিন নিতে পারিনি ।"

তিনি আরও বলেন, "সরকার সবার জন্য সবরকম ব্যবস্থা করে ৷ কিন্তু, আমরা পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের বলে আমাদের কেউ দেখে না । খোঁজ নেয় না । অথচ আমরা প্রত্যেকে ভোট দিই ৷ ...ভ্যাকসিন না নিলে হাতে কাজ নিতে পারছি না ৷ ফাঁকা হাত অর্থের অভাব । আমরা চাই সংবাদ মাধ্যমের দ্বারা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সমস্যার কথাগুলো সরকার জানুক। আমাদের আলাদা চোখে না দেখে আর পাঁচটা মানুষের মতো দেখুক ৷"

এদিন নিজেদের অধিকারের কথা শোনা যায় তৃতীয় লিঙ্গের মানুষদের গলায় ৷

কোচবিহার , 5 জুন : করোনা পরিস্থিতিতে বৃহন্নলাদের পাশে স্বাস্থ্য দফতর ৷ বিনামূল্য দেওয়া হল করোনার টিকা ৷

করোনা পরিস্থিতিতে প্রায় কর্মহীন বৃহন্নলারা । তার উপর করোনা সংক্রমণ ৷ কোথা থেকে পাবেন ভ্যাকসিন এমন হাজারো চিন্তায় মগ্ন ছিলেন তাঁরা ৷ তবে স্বস্তি দিল স্বাস্থ্য় দফতর ৷

শুক্রবার বৈরাগীহাট এলাকায় 16 জন বৃহন্নলাকে সম্পূর্ণ বিনামূল্য ভ্যাকসিন দিল স্বাস্থ্য় দফতর ৷ যাঁদের কাছে প্রয়োজনীয় নথিপত্র ছিল না তাঁদেরও আশাহত করেনি স্বাস্থ্য় দফতর ৷

আরও পড়ুন : COVID 19 Vaccination Drive : স্কুলের পর এবার কলেজ-বিশ্ববিদ্যালয়ে টিকাকরণ কলকাতা পৌরনিগমের

পরবর্তী তারিখে ফের তাঁদের ভ্যাকসিন দেওয়া হবে বলেই জানিয়ে দেওয়া হয়েছে ৷ ভ্যাকসিন নিতে আসা ওই বৃহন্নলারা কর্মসূত্রে একসঙ্গে থাকে ৷ তাঁদের সংস্থা "জীবন গাড়ি ফেরিওয়ালা"-র সভাপতি পিংকি হিজড়া বলেন, "আজ করোনার ভ্যাকসিন নিতে আসলাম ৷ কয়েকজন ভ্যাকসিন নিতে পেরেছি । কিছু নথিপত্র না থাকায় এখনও পর্যন্ত অনেকে ভ্যাকসিন নিতে পারিনি ।"

তিনি আরও বলেন, "সরকার সবার জন্য সবরকম ব্যবস্থা করে ৷ কিন্তু, আমরা পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের বলে আমাদের কেউ দেখে না । খোঁজ নেয় না । অথচ আমরা প্রত্যেকে ভোট দিই ৷ ...ভ্যাকসিন না নিলে হাতে কাজ নিতে পারছি না ৷ ফাঁকা হাত অর্থের অভাব । আমরা চাই সংবাদ মাধ্যমের দ্বারা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সমস্যার কথাগুলো সরকার জানুক। আমাদের আলাদা চোখে না দেখে আর পাঁচটা মানুষের মতো দেখুক ৷"

এদিন নিজেদের অধিকারের কথা শোনা যায় তৃতীয় লিঙ্গের মানুষদের গলায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.