কোচবিহার, 24 জুলাই: মেখলিগঞ্জের জামালদহে তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বনাঞ্চলের গাছ কেটে চুরি করার অভিযোগ উঠল (Two Panchayat Members of TMC accused for wood smuggling) ৷ অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে আটকে রেখে পুলিশকে ও বনদফতরে নালিশ জানাল স্থানীয়রা ৷ গাছ কেটে সম্পূর্ণ গাছের গুঁড়ি চুরি করার আগে ওই গুঁড়ি-সহ এক পঞ্চায়েত সদেস্যকে আটক করল গ্রামবাসী ৷ খবর পেয়ে পুলিশ অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে আটক করেছে ৷
জামালদহ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদেস্য উমেশ চন্দ্র রায় এবং পঞ্চায়েতের এক সদস্যার স্বামী গোপাল বর্মনের বিরুদ্ধে অবৈধভাবে গাছ কাটার অভিযোগ উঠেছে ৷ মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তে 202 খাসবস দ্বারিকামারি গ্রামে প্রায় দুই বিঘা জমি জুড়ে রয়েছে জামালদহ বনাঞ্চলের অধীনে বনাঞ্চল । যদিও বেশ কিছু বছর আগে সেই জমিতে জামালদহ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগেই লাগানো হয়েছিল গাছ, আর সেই বনাঞ্চলে রয়েছে একাধিক বড় বড় মূল্যবান গাছ ।
আরও পড়ুন : সরকারি প্রকল্পের 5 হাজার গাছ চুরি
অভিযোগ, বেআইনিভাবে রবিবার সকাল সাতটা নাগাদ সেই বনাঞ্চলের মূল্যবান গাছ কাটা হচ্ছিল ৷ সেগুলো পাচারের উদ্যেশে অন্যত্র নিয়ে যাওয়ার আগেই গ্রামবাসীরা দেখে ফেলে ৷ গ্রামবাসীরা স্থানীয় পঞ্চায়েত সদস্য উমেশ চন্দ্র রায়কে আটকে রেখে খবর দেন পুলিশে ৷ মেখলিগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে আটক করে থানায় নিয়ে যায় । রবিবার সকালে সবার অলক্ষ্যে সেখানকার কয়েকটি বড় গাছ কেটে ফেলা হয় । গাছের ডালপালা ও গুড়ি গাড়িতে উঠানোর সময় স্থানীয় বাসিন্দাদের চোখে পড়লে তারা সেই গাড়ি আটকে দেন । অবস্থা বেগতিক দেখে গাছের গুঁড়ি ফেলে গাড়িগুলো সেখান থেকে চম্পট দেয় গাড়ির চালক ।
স্থানীয় বাসিন্দা রঞ্জিত বর্মন, প্রহ্লাদ রায় ডাকুয়া অভিযোগ করে জানান, জামালদহ গ্রাম পঞ্চায়েত সদস্যর স্বামী গোপাল বর্মন ও এলাকার পঞ্চায়েত সদস্য উমেশ চন্দ্র রায় বেআইনিভাবে গাছটি কেটেছেন । এই গাছ বিক্রি করে দেওয়াই তাদের উদ্দেশ্য ছিল ৷ এর আগেও গাছ কাটা হয়েছে ৷
আরও পড়ুন : গাছ চুরি বাড়ছে দক্ষিণ দিনাজপুরে ! মানতে নারাজ বনবিভাগ
যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য উমেশ চন্দ্র রায় । তিনি জানান, এই ব্যাপারে তিনি জামালদহ গ্রাম পঞ্চায়েত প্রধান গীতা রায়কে জানিয়েছেন । তার অনুমতি নিয়েছেন ৷
গাছ কাটার বিষয়ে মাথাভাঙ্গা রেঞ্জের রেঞ্জার সজল পাল জানান, বর্তমানে অরণ্য সপ্তাহ চলছে ৷ আইন অনুযায়ী 16 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত যেকোনও প্রকার গাছ কাটা বেআইনি । দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হবে ।