কোচবিহার, 28 এপ্রিল: এবার কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে কোরোনা টেস্টের উদ্যোগ নেওয়া হচ্ছে । পরীক্ষার জন্য মেডিকেল কলেজে ট্রু ম্যাট টেস্টিং মেশিন বসানো হচ্ছে । রাজ্য স্বাস্থ্য দপ্তরের TB ডিভিশন থেকে খুব শীঘ্রই এই মেশিন কোচবিহারে চলে আসবে বলে খবর । কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: সুমিত গঙ্গোপাধ্যায় বলেন, "গতকাল আমাদের কাছে এই সংক্রান্ত নথি এসে পৌঁছেছে । মেশিনের আকার কত বড় তার উপর নির্ভর করবে একদিনে কতজনের নমুনা পরীক্ষা করা যাবে ।"
কোচবিহার জেলায় এখনও পর্যন্ত কেউ কোরোনায় আক্রান্ত নন। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিশেষভাবে প্রস্তুত অ্যাম্বুলেন্স ভ্যানের মাধ্যমে ইতিমধ্যে নমুনা সংগ্রহ করে শিলিগুড়িতে পাঠানো হচ্ছে পরীক্ষার জন্য । গতকাল পর্যন্ত জেলা থেকে 310 জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । এরমধ্যে 246 জনের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । আরও 64টি নমুনার রিপোর্ট এখনও আসেনি ।
তবে নমুনা পরীক্ষা যাতে কোচবিহারেই করা যায় সেজন্য ট্রু ম্যাট টেস্টিং মেশিন বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । জানা গেছে, কোনও রোগীর নমুনা পজ়িটিভ কি না তা এই মেশিনের মাধ্যমে একবারে নিশ্চিত না হওয়া গেলেও, নেগেটিভ রিপোর্ট এলে তা নিশ্চিত হওয়া যাবে ।