কোচবিহার, 27 জানুয়ারি : রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি কতটা সফল হয়েছে তা জানতে এবার বাসিন্দাদের বাড়ি বাড়ি যাবে তৃণমূল কর্মীরা । ফেব্রুয়ারি মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে । তৃণমূলের বুথ সভাপতির নেতৃত্বে গঠিত এই কমিটির নেতা-কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের চাহিদা কতটা মিটল, আর কী অভাব-অভিযোগ রয়েছে এটা শুনবেন ।
কোচবিহার জেলা তৃণমূলের কোর্ডিনেটর উদয়ন গুহ বলেন,"গত একমাসে বিভিন্ন পর্যায়ে "দুয়ারে সরকার" কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । বহু মানুষ এই কর্মসূচি থেকে উপকার পেয়েছেন । তারপরেও কারওর কোনও অভিযোগ আছে কি না, মানুষ কতটা সুযোগ সুবিধা পেয়েছে সেটা জানতে এবার বাড়ি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।"
1 ডিসেম্বর থেকে শুরু হওয়া "দুয়ারে সরকার" কর্মসূচির মধ্যে দিয়ে রাজ্যজুড়ে সুযোগ সুবিধা পৌঁছে দিতে রাজ্য সরকার ক্যাম্প করেছে । গত কয়েক দফায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে । এই ক্যাম্পগুলো থেকে বাসিন্দারা স্বাস্থ্যসাথী কার্ডের যেমন সুবিধা পেয়েছেন তেমনই জাতিগত শংসাপত্র পেয়েছেন । এছাড়া রেশন কার্ড সংশোধন থেকে নতুন রেশন কার্ড করা সহ সবধরনের সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে । এরপরও বাসিন্দাদের সমস্যা, কোনও অভাব অভিযোগ রয়েছে কি না এবং এই কর্মসূচির মধ্যে দিয়ে কতটা মানুষ সুযোগ সুবিধা পেয়েছে তা জানতে এবার বাড়ি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাসকদল ।
আরও পড়ুন : এক মাসে লক্ষাধিক জাতিগত সংশাপত্র বিলি কোচবিহারে, সৌজন্যে 'দুয়ারে সরকার'
রাজনৈতিক মহলের অভিমত, "দুয়ারে সরকার" কর্মসূচির মধ্যে দিয়ে শাসকদল অনেকটাই সুবিধা পাবে । পাশাপাশি তৃণমূলের প্রতি জেলার মানুষের অভিযোগ থেকে থাকলে তা দূর করার চেষ্টা করবেন দলের নেতাকর্মীরা । ফলে তাদের ভোটব্যাঙ্ক অনেকটা ঠিক থাকবে বলে মনে করা হচ্ছে ।