ETV Bharat / state

গীতালদহ পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনায় 6 সদস্যকে বহিষ্কার তৃণমূলের - তৃণমূল

কোচবিহার জেলা তৃণমূলের তরফে বলা হয়েছে, দলের নির্দেশ অমান্য করে গীতালদহ 2নং গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনায় 6 পঞ্চায়েত সদস্যকে আগে শোকজ করা হয়েছিল । কিন্তু, সেই শোকজের কোনও উত্তর না দেওয়ায় ওই পঞ্চায়েত সদস্যদের সঙ্গে দলের সমস্ত সম্পর্ক ছিন্ন করা হচ্ছে বলে জানিয়েছে কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব ।

Trinamool expelled 6 members for bringing no confidence Motion against panchayat pradhan of Gitaldaha
গীতালদহ পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনায় 6 সদস্যকে বহিষ্কার করল তৃণমূল
author img

By

Published : Jun 29, 2021, 5:51 PM IST

কোচবিহার, 29 জুন : প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনায় গ্রাম পঞ্চায়েতের 6 সদস্যকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল শীর্ষ নেতৃত্ব । দিনহাটা-1নং ব্লকের গীতালদহ 2নং গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । তৃণমূল জেলা নেতৃত্বের অভিযোগ, দলের নির্দেশ অমান্য করে প্রধানের বিরুদ্ধে ওই 6 পঞ্চায়েত সদস্য অনাস্থা এনেছেন । তৃণমূলের দিনহাটা 1নং ব্লক সভাপতি প্রসন্ন দেবশর্মা বলেন, ‘‘দলীয় নির্দেশ অমান্য করে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ওই সদস্যরা অনাস্থা আনায়, তাঁদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করা হচ্ছে ।’’

কোচবিহার জেলা তৃণমূলের তরফে বলা হয়েছে, দলের নির্দেশ অমান্য করে অনাস্থা আনায় তাঁদের এর আগে শোকজ করা হয়েছিল । কিন্তু, সেই শোকজের কোনও উত্তর না দেওয়ায় ওই পঞ্চায়েত সদস্যদের সঙ্গে দলের সমস্ত সম্পর্ক ছিন্ন করা হচ্ছে বলে জানিয়েছে কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব । জানা গিয়েছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কিছুদিন আগে গীতালদহ 2নং গ্রাম পঞ্চায়েতের প্রধান বীথিকা বর্মনের বিরুদ্ধে 6 সদস্য অনাস্থা আনেন ৷ সূত্রের খবর, এ নিয়ে তাঁদের আগেই সাবধান করেছিল জেলা নেতৃত্ব ৷ জানিয়ে দেওয়া হয়েছিল, শীর্ষ নেতৃত্বের তরফে অনাস্থা প্রস্তাব আনতে নিষেধ করা হয়েছে ৷ তা সত্ত্বেও ওই 6 পঞ্চায়েত সদস্য প্রধানের বিরুদ্ধে অনাস্থা পেশ করেন ৷ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় দিনহাটায় ৷

আরও পড়ুন : অনাস্থায় হার গাইঘাটা পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ ধ্যানেশ নারায়ণের

এ নিয়ে বুধবার গ্রাম পঞ্চায়েতে একটি সভা ডাকা হয়েছে ৷ সেই সভার আগে আজ ওই 6 পঞ্চায়েত সদস্যকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে ৷ প্রসঙ্গত, ওই 6 পঞ্চায়েত সদস্যের তরফে মুক্তা বর্মনরায় অভিযোগ করেছেন, তাঁদের বিরুদ্ধে যাঁরা এই অভিযোগ এনেছেন, তাঁরা বিধানসভা ভোটের সময় বিজেপির হয়ে প্রচার করেছেন ৷ আর এখন ভোট মিটতেই ফের তৃণমূলে ফিরে এসেছেন ৷

কোচবিহার, 29 জুন : প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনায় গ্রাম পঞ্চায়েতের 6 সদস্যকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল শীর্ষ নেতৃত্ব । দিনহাটা-1নং ব্লকের গীতালদহ 2নং গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । তৃণমূল জেলা নেতৃত্বের অভিযোগ, দলের নির্দেশ অমান্য করে প্রধানের বিরুদ্ধে ওই 6 পঞ্চায়েত সদস্য অনাস্থা এনেছেন । তৃণমূলের দিনহাটা 1নং ব্লক সভাপতি প্রসন্ন দেবশর্মা বলেন, ‘‘দলীয় নির্দেশ অমান্য করে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ওই সদস্যরা অনাস্থা আনায়, তাঁদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করা হচ্ছে ।’’

কোচবিহার জেলা তৃণমূলের তরফে বলা হয়েছে, দলের নির্দেশ অমান্য করে অনাস্থা আনায় তাঁদের এর আগে শোকজ করা হয়েছিল । কিন্তু, সেই শোকজের কোনও উত্তর না দেওয়ায় ওই পঞ্চায়েত সদস্যদের সঙ্গে দলের সমস্ত সম্পর্ক ছিন্ন করা হচ্ছে বলে জানিয়েছে কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব । জানা গিয়েছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কিছুদিন আগে গীতালদহ 2নং গ্রাম পঞ্চায়েতের প্রধান বীথিকা বর্মনের বিরুদ্ধে 6 সদস্য অনাস্থা আনেন ৷ সূত্রের খবর, এ নিয়ে তাঁদের আগেই সাবধান করেছিল জেলা নেতৃত্ব ৷ জানিয়ে দেওয়া হয়েছিল, শীর্ষ নেতৃত্বের তরফে অনাস্থা প্রস্তাব আনতে নিষেধ করা হয়েছে ৷ তা সত্ত্বেও ওই 6 পঞ্চায়েত সদস্য প্রধানের বিরুদ্ধে অনাস্থা পেশ করেন ৷ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় দিনহাটায় ৷

আরও পড়ুন : অনাস্থায় হার গাইঘাটা পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ ধ্যানেশ নারায়ণের

এ নিয়ে বুধবার গ্রাম পঞ্চায়েতে একটি সভা ডাকা হয়েছে ৷ সেই সভার আগে আজ ওই 6 পঞ্চায়েত সদস্যকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে ৷ প্রসঙ্গত, ওই 6 পঞ্চায়েত সদস্যের তরফে মুক্তা বর্মনরায় অভিযোগ করেছেন, তাঁদের বিরুদ্ধে যাঁরা এই অভিযোগ এনেছেন, তাঁরা বিধানসভা ভোটের সময় বিজেপির হয়ে প্রচার করেছেন ৷ আর এখন ভোট মিটতেই ফের তৃণমূলে ফিরে এসেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.