ETV Bharat / state

কোচবিহারে দফায় দফায় তৃণমূল-BJP সংঘর্ষ , জখম 6

author img

By

Published : Sep 9, 2019, 5:58 PM IST

তৃণমুল-BJP সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার৷ জখম 6 তৃণমূলকর্মী ৷ অভিযোগ পালটা অভিযোগ তৃনমূল ও BJP-র৷

কোচবিহার

কোচবিহার , 9 সেপ্টেম্বর : তৃণমূল -BJP সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার জেলা ৷ জেলা জুড়ে তৃণমূল-BJP সংঘর্ষে জখম 6 তৃণমূল কর্মী-সমর্থক । কোচবিহারের শীতলকুচিতে তৃণমূলকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে BJP-র বিরুদ্ধে ৷ এদিকে কোচবিহার-1 ব্লকের হাওয়ারগাড়ি গ্রামেও তৃণমূলকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে BJP সমর্থকদের বিরুদ্ধে ৷ তুফানগঞ্জে BJP-র সঙ্গে সংঘর্ষে 3 তৃণমূলকর্মী জখম হয়েছে ৷ এদিকে তুফানগঞ্জে BJP নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ।

তৃণমূলের অভিযোগ, গত বৃহস্পতিবার কোচবিহারের বলরামপুরে তৃণমূলকর্মী খয়বর শেখের বাড়িতে চড়াও হয় BJP কর্মীরা৷ BJP কর্মীরা খয়বর শেখকে জয়শ্রীরাম বলতে বলে ৷ খয়বর শেখ বলতে না চাওয়ায় তাকে মারধর করা হয় । এর পর রবিবার আবার তাকে মারধর করে BJP কর্মীরা ৷ রবিবার রাতে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় খয়বর শেখকে ৷

এদিকে রবিবার দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে শীতলকুচিতে সরকারের হাটে তৃণমূলকর্মী নলিনী মোহন রায়কে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে BJP কর্মীদের বিরুদ্ধে । গুরুতর জখম অবস্থায় নলিনীবাবু বর্তমানে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি । পাশাপাশি হাওয়ারগাড়ি গ্রামেও এক তৃণমূল কর্মীকে BJP কর্মীরা বেধড়ক মারধর করেছে বলে অভিযাগ ৷ তুফানগঞ্জে তৃণমূল-BJP সংঘর্ষে 3 তৃণমূল কর্মী জখম হয়েছে ৷ তারা তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।

তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার কার্যকরী সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, "লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্রে জেতার পর থেকেই BJP সন্ত্রাস শুরু করেছে । কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় BJP-র হামলায় অন্তত 6 জন তৃণমূলকর্মী জখম হয়েছে । তারা হাসপাতালে ভরতি ৷ "

এদিকে, তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে কোচবিহার জেলা BJP ৷ BJP-র কোচবিহার জেলা সহ-সভাপতি ব্রজগোবিন্দ বর্মণ বলেন , "তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন । গোষ্ঠী সংঘর্ষেই তৃণমূলকর্মীরা জখম হয়েছে ৷ ভোটে হারার পর তৃণমূল জেলাজুড়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে ৷ তুফানগঞ্জে আমাদের এক নেতার বাড়িতে বোমাবাজি করেছে তৃণমূল । আমরা রাজনৈতিক ভাবেই এর মোকাবিলা করব ৷ "

কোচবিহার , 9 সেপ্টেম্বর : তৃণমূল -BJP সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার জেলা ৷ জেলা জুড়ে তৃণমূল-BJP সংঘর্ষে জখম 6 তৃণমূল কর্মী-সমর্থক । কোচবিহারের শীতলকুচিতে তৃণমূলকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে BJP-র বিরুদ্ধে ৷ এদিকে কোচবিহার-1 ব্লকের হাওয়ারগাড়ি গ্রামেও তৃণমূলকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে BJP সমর্থকদের বিরুদ্ধে ৷ তুফানগঞ্জে BJP-র সঙ্গে সংঘর্ষে 3 তৃণমূলকর্মী জখম হয়েছে ৷ এদিকে তুফানগঞ্জে BJP নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ।

তৃণমূলের অভিযোগ, গত বৃহস্পতিবার কোচবিহারের বলরামপুরে তৃণমূলকর্মী খয়বর শেখের বাড়িতে চড়াও হয় BJP কর্মীরা৷ BJP কর্মীরা খয়বর শেখকে জয়শ্রীরাম বলতে বলে ৷ খয়বর শেখ বলতে না চাওয়ায় তাকে মারধর করা হয় । এর পর রবিবার আবার তাকে মারধর করে BJP কর্মীরা ৷ রবিবার রাতে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় খয়বর শেখকে ৷

এদিকে রবিবার দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে শীতলকুচিতে সরকারের হাটে তৃণমূলকর্মী নলিনী মোহন রায়কে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে BJP কর্মীদের বিরুদ্ধে । গুরুতর জখম অবস্থায় নলিনীবাবু বর্তমানে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি । পাশাপাশি হাওয়ারগাড়ি গ্রামেও এক তৃণমূল কর্মীকে BJP কর্মীরা বেধড়ক মারধর করেছে বলে অভিযাগ ৷ তুফানগঞ্জে তৃণমূল-BJP সংঘর্ষে 3 তৃণমূল কর্মী জখম হয়েছে ৷ তারা তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।

তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার কার্যকরী সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, "লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্রে জেতার পর থেকেই BJP সন্ত্রাস শুরু করেছে । কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় BJP-র হামলায় অন্তত 6 জন তৃণমূলকর্মী জখম হয়েছে । তারা হাসপাতালে ভরতি ৷ "

এদিকে, তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে কোচবিহার জেলা BJP ৷ BJP-র কোচবিহার জেলা সহ-সভাপতি ব্রজগোবিন্দ বর্মণ বলেন , "তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন । গোষ্ঠী সংঘর্ষেই তৃণমূলকর্মীরা জখম হয়েছে ৷ ভোটে হারার পর তৃণমূল জেলাজুড়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে ৷ তুফানগঞ্জে আমাদের এক নেতার বাড়িতে বোমাবাজি করেছে তৃণমূল । আমরা রাজনৈতিক ভাবেই এর মোকাবিলা করব ৷ "

Intro:কোচবিহার : কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত হল অন্তত ৬জন। শীতলকুচিতে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অপরদিকে কোচবিহার-১ ব্লকের হাওয়ার গাড়ি গ্রামে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তুফানগঞ্জে বিজেপির মারে আহত হয়ে ৩ তৃণমূল কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। অপরদিকে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল এর বিরুদ্ধে।

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার কোচবিহার বলরামপুর এলাকায় তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে জোর করিয়ে জয় শ্রীরাম বলতে চাওয়ায় এবং তৃনমুল কর্মী জয় শ্রীরাম বলতে অস্বীকার করায় তাকে মারধর করা হয়। গতকাল আবার তাকে মারধর করা হয়। এরপর গুরুতর জখম অবস্থায় খয়বর শেখ নামে ওই তৃনমুল কর্মীকে গত্তকাল রাতেই কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে গতকাল রাতে দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে শীতলকুচি সরকারের হাটে তৃণমূল কর্মী নলিনী মোহন রায় কে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় নলিনী বাবু বর্তমানে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি। পাশাপাশি গতকালই হাওয়ার গাড়ি এলাকায় এক তৃণমূল কর্মীকে মারধর করা হয় । এছাড়া তুফানগঞ্জে বিজেপির হামলায় আহত হয়ে ৩ তৃণমূল কর্মী তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূলের কোচবিহার জেলা কার্যকরী সভাপতি পার্থপ্রতিম রায় অভিযোগ করেন লোকসভা নির্বাচনের পর থেকেই বিজেপির সন্ত্রাস শুরু করেছে। কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় এবং গত ২৪ ঘণ্টায় অন্তত ৬ জন তৃনমুল কর্মী জখম হয়েছে। বিজেপির কোচবিহার জেলা সহ-সভাপতি ব্রজ গোবিন্দ বর্মণ বলেন অভিযোগ ভিত্তিহীন। পাল্টা অভিযোগ তুফানগঞ্জ এ বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি করেছে তৃণমূল। যদিও বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।। # শুভঙ্কর সাহা। Body:wb_crb_01_tmc_bjp_clash_pic_01_7205341Conclusion:wb_crb_01_tmc_bjp_clash_pic_01_7205341
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.