ETV Bharat / state

TMCP এবং ABVP সংঘর্ষে উত্তপ্ত মেখলিগঞ্জ কলেজ, আহত 6

সদস্যপদ গ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত মেখলিগঞ্জ কলেজ । আহত TMCP ও ABVP-র ছ'জন ।

ঘটনাস্থানের ছবি
author img

By

Published : Aug 1, 2019, 11:48 PM IST

কোচবিহার, 1 অগাস্ট : কোচবিহারের মেখলিগঞ্জ কলেজে TMCP এবং ABVP-র মধ্যে সংঘর্ষ । আহত সাত ৷ আজ বেলা 12 টা নাগাদ কলেজের ভিতরে দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ বাধে ৷ কলেজে নতুন সদস্যপদ গ্রহণকে কেন্দ্র করে এই সংঘর্ষ বলে জানা গেছে ৷

ABVP-র ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজ কলেজে সদস্যপদ গ্রহণের জন্য নতুন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে আবেদন পিছু পাঁচ টাকা করে নেওয়া চলছিল ৷ TMCP ছাত্র সংগঠনের সদস্যরা প্রতিবাদ জানায় ৷ সদস্যপদ সংগ্রহে বাধা দেয় তারা ৷ TMCP-র অভিযোগ, "সদস্যপদের নাম করে অতিরিক্ত টাকা নিচ্ছে ABVP ৷ ওরা ছাত্র ভরতির নাম করেও টাকা তুলছে ।" তৃণমূলের দাবি, এই বিষয়টি বললেই ABVP-TMCP সংঘর্ষ বাধে ৷ আহত হয় TMCP-র ছ'জন ও ABVP-র একজন । তৃণমূলের তরফ থেকে মেখলিগঞ্জ থানায় অভিযোগ জানানো হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

এবিষয়ে TMCP নেতা শাহিন আলি সরকার বলে, "আমাদের পাচঁ জন সদস্য আহত হয়েছে ৷ ABVP নবাগত ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা তুলছিল । আমরা এর প্রতিবাদ করায় আমাদের ছেলেদের মারধর করা হয় । " যদিও অভিযোগ অস্বীকার করে পালটা ABVP-র মেখলিগঞ্জ ব্লকের নেতা ইরফান প্রামাণিক বলে, "আমরা সদস্যপদ গ্রহণের জন্য ছাত্র -ছাত্রীদের কাছে গেছিলাম । তারা নিজেদের ইচ্ছায় সদস্যপদ গ্রহণ করেছে । সেই সময় TMCP-র সদস্যরা এসে হামলা চালায় ৷ আমাদের একজন আহত হয়েছে । "

কোচবিহার, 1 অগাস্ট : কোচবিহারের মেখলিগঞ্জ কলেজে TMCP এবং ABVP-র মধ্যে সংঘর্ষ । আহত সাত ৷ আজ বেলা 12 টা নাগাদ কলেজের ভিতরে দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ বাধে ৷ কলেজে নতুন সদস্যপদ গ্রহণকে কেন্দ্র করে এই সংঘর্ষ বলে জানা গেছে ৷

ABVP-র ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজ কলেজে সদস্যপদ গ্রহণের জন্য নতুন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে আবেদন পিছু পাঁচ টাকা করে নেওয়া চলছিল ৷ TMCP ছাত্র সংগঠনের সদস্যরা প্রতিবাদ জানায় ৷ সদস্যপদ সংগ্রহে বাধা দেয় তারা ৷ TMCP-র অভিযোগ, "সদস্যপদের নাম করে অতিরিক্ত টাকা নিচ্ছে ABVP ৷ ওরা ছাত্র ভরতির নাম করেও টাকা তুলছে ।" তৃণমূলের দাবি, এই বিষয়টি বললেই ABVP-TMCP সংঘর্ষ বাধে ৷ আহত হয় TMCP-র ছ'জন ও ABVP-র একজন । তৃণমূলের তরফ থেকে মেখলিগঞ্জ থানায় অভিযোগ জানানো হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

এবিষয়ে TMCP নেতা শাহিন আলি সরকার বলে, "আমাদের পাচঁ জন সদস্য আহত হয়েছে ৷ ABVP নবাগত ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা তুলছিল । আমরা এর প্রতিবাদ করায় আমাদের ছেলেদের মারধর করা হয় । " যদিও অভিযোগ অস্বীকার করে পালটা ABVP-র মেখলিগঞ্জ ব্লকের নেতা ইরফান প্রামাণিক বলে, "আমরা সদস্যপদ গ্রহণের জন্য ছাত্র -ছাত্রীদের কাছে গেছিলাম । তারা নিজেদের ইচ্ছায় সদস্যপদ গ্রহণ করেছে । সেই সময় TMCP-র সদস্যরা এসে হামলা চালায় ৷ আমাদের একজন আহত হয়েছে । "

Intro:TMCP এবং ABVP সংঘর্ষ উত্তপ্ত মেখলিগঞ্জ কলেজে ,আহত ৬

কোচবিহার :০১ আগস্ট :


TMCP এবং ABVP মধ্যে সংঘর্ষে উত্তপ্ত কোচবিহারের মেখলিগঞ্জ কলেজ৷ উভয় পক্ষের সংঘর্ষে আহত ৭ ৷আজ দুপুর ১২ টা নাগাত কলেজ ভিতরে উভয় ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ বাধে ৷ জানা গেছে ,কলেজে নূতন সদেস্যপদ সংগ্রহকে কেন্দ্র করে ঐ সংঘর্ষ ৷ ABVP ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজ কলেজে সদেস্যপদ গ্রহণের জন্য কলেজে ভর্তি হওয়া নূতন ছাত্র ছাত্রীদের কাছে সদেস্যপদ নেবার জন্য প্রতি ছাত্র পিছু ৫ টাকা করে নেওয়া হয় ৷ তাতেই TMCP ছাত্র সংগঠনের সদেস্যরা রুখে দাঁড়ান ৷ সদেস্যপদ সংগ্রহে বাধা দেন TMCP ছাত্র সংগঠন ৷ TMCP পক্ষ থেকে অভিযোগ করা হয় "সদেস্যপদের নাম করে অতিরিক্ত টাকা নিচ্ছে ABVP ৷ এমনকি TMCP -র অভিযোগ "ছাত্র ভর্তির নাম করে টাকা তুলছেন ABVP ৷ অভিযোগ ,তৃনমূল ছাত্র পরিষদ সদেস্যরা ঐ অভিযোগ ABVP ছাত্র সংগঠনের কাছে উথথাপন করলে উভয় পক্ষের সংঘর্ষ বাধে ৷ শুরু হয় উভয় পক্ষের মারধোর ৷ উভয় পক্ষের আহত হন ৬ জন ৷ এদের মধ্যে TMCP -র শাহীন আলী সরকার সহ পাচঁ জন TMCP সদেস্য ৷ একজন ABVP সদেস্য আহত হন ৷ABVP এবং TMCP মধ্যে সংঘর্ষের পর মেখলিগঞ্জ থানায় TMCP ছাত্র সংগঠনের সদেস্যদের মারধোরের অভিযোগ দায়ের করে TMCP ৷

ABVP ছাত্র সংগঠনের বিরুদ্ধে নবাগত ছাত্র দের কাছ থেকে সদেস্য পদের নম্ করে টাকা তোলার অভিযোগ এবং টাকা দিতে না চাইলে মারধোরের অভিযোগ দায়ের করা হয় মেখলিগঞ্জ থানায় ৷ অভিযোগ দায়ের করেন TMCP সদেস্যরা ৷ অভিযোগ দায়ের হয় কয়েকজন ABVP সদেস্যর বিরুদ্ধে ৷


ঘটনা স্থলে ছুটে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ ৷


TMCP মেখলিগঞ্জ ছাত্র নেতা শাহিন আলী সরকার জানান "আমাদের পাচঁ জন সদেস্য আহত হয়েছেন ৷ ABVP ছাত্র সংগঠন নবাগত ছাত্র -ছাত্রীদের কাছ থেকে টাকা তুলছে এর প্রতিবাদ করতে ঐ হামলা ৷ ABVP -র যারা মারধোর করছে তাঁদের নামে অভিযোগ দায়ের করেছে আহত ছাত্ররা "৷


অন্যদিকে ,ABVP ছাত্র সংগঠনের মেখলিগঞ্জ ব্লক ছাত্র নেতা ইরফান প্রমাণিক জানান "আমরা সদেস্যপদ গ্রহণের জন্য ছাত্র -ছাত্রীদের কাছে গেছি ,নিজেরা ইচ্ছেয়ে সবাই সবাই সদেস্যপদ গ্রহণ করছে ,আজ এমন সময় TMCP -র সদেস্যরা এসে হামলা চালায় ৷ আমাদের আহত হন একজন "৷

মেখলিগঞ্জ পুলিশ সূত্রে জানা যায় "ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় ৷ পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে ৷Body:COB Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.