ETV Bharat / state

কোচবিহারে দুটি পঞ্চায়েত ফের দখলে নিল তৃণমূল - Bjp

কোচবিহারে BJP-র দখল করা গ্রাম পঞ্চায়েত ফের দখল করল তৃণমূল কংগ্রেস ৷ পঞ্চায়েত দুটি হল উনিশবিশা ও রুইডাঙ্গা । ঘটনাটি কোচবিহারের মাথাভাঙা দুই নম্বর ব্লকের ৷

tmc
author img

By

Published : Sep 26, 2019, 12:56 PM IST

Updated : Sep 26, 2019, 1:07 PM IST

কোচবিহার , 26 সেপ্টেম্বর : কোচবিহারে মাথাভাঙ্গা-2 ব্লকের উনিশবিশা ও রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত ফের দখল করল তৃণমূল কংগ্রেস । লোকসভা ভোটের পর এই দুটি পঞ্চায়েত তৃণমূলের কাছ থেকে দখল করেছিল BJP । সেই সময় তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েতের কয়েকজন সদস্য BJP-তে যোগ দিয়েছিলেন ।

কিন্তু ভোটের পর যাঁরা BJP-তে যোগ দিয়েছিলেন, তাঁরা এদিন এলাকায় মিছিল করে তৃণমূলে যোগ দেন ৷ এই মিছিল নিয়ে আজ সকাল থেকে এলাকায় উত্তেজনা ছিল । প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল দুই এলাকায় ।

গত লোকসভা নির্বাচনে কোচবিহার আসনে জেতে BJP । তারপরেই জেলায় একাধিক গ্রাম পঞ্চায়েতের দখল নেয় BJP । যার মধ্যে অন্যতম উনিশবিশা ও রুইডাঙা ।

তৃণমূলের জেলা সভাপতি বিনয় কৃষ্ণ বর্মণ বলেন, " রাজ্যজুড়ে BJP অগণতান্ত্রিক পদ্ধতিতে এলাকা দখল, দাঙ্গা ও খুনের রাজনীতি করছে । পঞ্চায়েতের সদস্যদের ভয় দেখিয়ে তারা নিজেদের দলে নিয়েছিল । শীঘ্রই আরও কয়েকটি পঞ্চায়েত আমাদের দখলে আসবে ।"

উনিশবিশা পঞ্চায়েতের মোট আসন 20টি । গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল 15টি ও BJP 5টি আসন পায় । মনোজা বিবিকে প্রধান করে গ্রাম পঞ্চায়েত দখল করে তৃণমূল । কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফলের পর তৃণমূলের 13 জন সদস্য BJP-তে যোগদান করে ।

রুইডাঙা গ্রাম পঞ্চায়েতে মোট আসন 19 । গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস 18টি এবং BJP 1 টি আসন BJP পায় । হরিমোহন বর্মণকে প্রধান ও বিমল দেব সিংহকে উপপ্রধান করে বোর্ড গঠন করে তৃণমূল । কিন্তু লোকসভা ভোটের পর উপপ্রধান সহ 11 জন পঞ্চায়েত সদস্য BJP-তে যোগদান করেছিলেন । এদিন ফের তাঁরা তৃণমূল কংগ্রেসে যোগদান করে ৷

দেখুন ভিডিয়ো

BJP-র মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক সুশীল বর্মণ বলেন, " পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে আমাদের দলে আসা পঞ্চায়েত সদস্যদের ভয় দেখিয়ে দলে ফিরিয়েছে তৃণমূল । আমরা এর প্রতিবাদে আন্দোলনে নামব ।"

কোচবিহার , 26 সেপ্টেম্বর : কোচবিহারে মাথাভাঙ্গা-2 ব্লকের উনিশবিশা ও রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত ফের দখল করল তৃণমূল কংগ্রেস । লোকসভা ভোটের পর এই দুটি পঞ্চায়েত তৃণমূলের কাছ থেকে দখল করেছিল BJP । সেই সময় তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েতের কয়েকজন সদস্য BJP-তে যোগ দিয়েছিলেন ।

কিন্তু ভোটের পর যাঁরা BJP-তে যোগ দিয়েছিলেন, তাঁরা এদিন এলাকায় মিছিল করে তৃণমূলে যোগ দেন ৷ এই মিছিল নিয়ে আজ সকাল থেকে এলাকায় উত্তেজনা ছিল । প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল দুই এলাকায় ।

গত লোকসভা নির্বাচনে কোচবিহার আসনে জেতে BJP । তারপরেই জেলায় একাধিক গ্রাম পঞ্চায়েতের দখল নেয় BJP । যার মধ্যে অন্যতম উনিশবিশা ও রুইডাঙা ।

তৃণমূলের জেলা সভাপতি বিনয় কৃষ্ণ বর্মণ বলেন, " রাজ্যজুড়ে BJP অগণতান্ত্রিক পদ্ধতিতে এলাকা দখল, দাঙ্গা ও খুনের রাজনীতি করছে । পঞ্চায়েতের সদস্যদের ভয় দেখিয়ে তারা নিজেদের দলে নিয়েছিল । শীঘ্রই আরও কয়েকটি পঞ্চায়েত আমাদের দখলে আসবে ।"

উনিশবিশা পঞ্চায়েতের মোট আসন 20টি । গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল 15টি ও BJP 5টি আসন পায় । মনোজা বিবিকে প্রধান করে গ্রাম পঞ্চায়েত দখল করে তৃণমূল । কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফলের পর তৃণমূলের 13 জন সদস্য BJP-তে যোগদান করে ।

রুইডাঙা গ্রাম পঞ্চায়েতে মোট আসন 19 । গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস 18টি এবং BJP 1 টি আসন BJP পায় । হরিমোহন বর্মণকে প্রধান ও বিমল দেব সিংহকে উপপ্রধান করে বোর্ড গঠন করে তৃণমূল । কিন্তু লোকসভা ভোটের পর উপপ্রধান সহ 11 জন পঞ্চায়েত সদস্য BJP-তে যোগদান করেছিলেন । এদিন ফের তাঁরা তৃণমূল কংগ্রেসে যোগদান করে ৷

দেখুন ভিডিয়ো

BJP-র মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক সুশীল বর্মণ বলেন, " পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে আমাদের দলে আসা পঞ্চায়েত সদস্যদের ভয় দেখিয়ে দলে ফিরিয়েছে তৃণমূল । আমরা এর প্রতিবাদে আন্দোলনে নামব ।"

Intro:কোচবিহারে বিজেপির দখলকরা দুই গ্রামপঞ্চায়েত দপ্তর পুনঃদখল করল তৃণমূল ৷


কোচবিহার :২৬ সেপ্টেম্বর :


লোকসভা ভোটের ফলাফলের পর তৃণমূলের গঠিত গ্রাম পঞ্চায়েত বোর্ড এর প্রধান ও পঞ্চায়েত সদেস্যসহ বিজেপিতে গেলেও ফের তৃণমূলে যোগ দিয়ে গ্রাম পঞ্চায়েত বোর্ড পুনঃগঠন করলেন তৃণমূল কংগ্রেস ৷কোচবিহারের মাথাভাঙ্গা দুই নং ব্লকের উনিশবিশা এবং রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এর ঘটনা ৷ মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি বিনয় কৃষ্ণ বর্মনের খাসতালুকে গত বুধবার মাথাভাঙ্গা ২ ব্লকের উনিশবিশা এবং রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত পুনর্দখল করল তৃণমূল কংগ্রেস ।লোকসভা নির্বাচনের পর এদিন এলাকায় মিছিল করে সদ্য বিজেপিতে যোগ দেওয়া তৃণমূলের পঞ্চায়েতদের নিয়ে ফের দলে ফিরিয়ে নিয়ে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে প্রবেশ করে গ্রাম পঞ্চায়েত পুনর্দখল করে তৃণমূল কংগ্রেস ।এদিন তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে মিছিল ও প্রধানের পুনপ্রবেশকে কেন্দ্র করে সকাল থেকেই সরগরম ছিল উনিশবিশা ও রুইডাঙ্গা এলাকা । বিশাল পুলিশ বাহিনী পুলিশি প্রহরায় ঘিরে ফেলে দুই এলাকাতেই । সুত্রে খবর ,গত লোকসভা নির্বাচনের পর কোচবিহারে বিজেপির সাংসদ নির্বাচিত হওয়ার পরেই জেলা জুড়ে বেশ কিছু গ্রাম পঞ্চায়েত দখল নেয় বিজেপি । মাথাভাঙ্গা ২ নং ব্লকের উনিশবিশা গ্রাম পঞ্চায়েত , রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েতদের ফের দলে নিয়ে এসে এদিন দুইটি গ্রাম পঞ্চায়েতে দপ্তর পুনর্দখল করে নেয় তৃণমূল কংগ্রেস । ব্লকের উনিশবিশা গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোজা বিবি এবং রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান হরিমোহন বর্মন লোকসভা ভোটের ফলাফলের পর থেকে গ্রাম পঞ্চায়েত মুখী হননি। আর তারই মাঝে এদিন তৃণমূলের প্রতিকে জেতা পঞ্চায়েতরা পুনরায় তৃণমূলে ফিরে আসে বলে তৃণমূলের দাবী । এদিন মিছিল শেষ করে তৃণমূলের নেতা কর্মীরা দুই গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে প্রধান সহ তাদের পঞ্চায়েতদের প্রবেশ করিয়ে অঞ্চলের পুনর্দখল নেয় তৃণমূল কংগ্রেস ।

এপ্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি তথা মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন বলেন "রাজ্য জুড়ে বিজেপি অগণতান্ত্রিক পদ্ধতিতে অঞ্চল দখল,দাঙ্গা খুনের রাজনীতি,করছে। ঠিক তেমনি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যদের ভয় দেখিয়ে তারা তাদের দলে নিয়েছিল। আজ জনগনকে সঙ্গে নিয়ে তারা জনগনের জন্য কাজ করার লক্ষ্যে ফের আমাদের দলে ঢুকল বলে তার দাবি।পাশাপাশি তিনি বলেন খুব শীঘ্রই আরও বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত তাদের দখলে আসবে।"

উল্লেখ্য যে ,উনিশবিশা গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২০টি । গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ১৫টি ও বিজেপি ৫ টি আসন পায় । মনোজা বিবিকে প্রধান করে গ্রাম পঞ্চায়েত দখল করে তৃণমূল । কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফলের পর তৃণমূলের ১৩ জন সদস্য/সদস্যা বিজেপিতে যোগদান করে । গ্রাম পঞ্চায়েত দখল হলেও মুখ থুবড়ে পরে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পরিষেবা । এদিন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা শক্তি প্রদর্শন করে পুনরায় অঞ্চল দখল নিল বলে মনে করছে অভিজ্ঞ মহল।

অন্যদিকে রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৯। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ১৮ ,একটি আসন বিজেপি পায়।হরিমোহন বর্মন কে প্রধান ও বিমল দেব সিংহ কে উপপ্রধান করে বোর্ড গঠন করে তৃনমূল।লোকসভা ভোটের পর উপপ্রধান সহ ১১জন পঞ্চায়েত সদস্য, সদস্যা বিজেপি তে যোগদান করে।এদিন ফের তারা তৃনমূল কংগ্রেসে যোগদান করে।

এব্যাপারে বিজেপির মাথাভাঙ্গা বিধান সভা কেন্দ্রের পর্যবেক্ষক সুশীল বর্মন বলেন,পুলিশ প্রশাসন কে সঙ্গে নিয়ে আমাদের দলে আসা পঞ্চায়েত সদস্য সদস্যা দের ভয় দেখিয়ে দলে ফিরিয়েছে তৃনমূল।আমরা মানুষ কে সঙ্গে নিয়ে এর প্রতিবাদে আন্দোলনে নামব।


অন্যদিকে , এদিন গন্ডগোলের আশঙ্কায় দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন ছিল।তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।Body:COB Conclusion:
Last Updated : Sep 26, 2019, 1:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.