ETV Bharat / state

TMC Rally at Dinhata: বাংলা ভাগের চক্রান্তের প্রতিবাদে তৃণমূলের মিছিল দিনহাটাতে - Nisith Pramanik

বাংলা ভাগের চক্রান্তের প্রতিবাদে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের (North Bengal Development Minister Udayan Guha) নেতৃত্বে দিনহাটাতে মিছিল তৃণমূলের (TMC Rally) ৷

TMC protests at Dinhata on Bengal partition issue
TMC protests at Dinhata on Bengal partition issue
author img

By

Published : Sep 24, 2022, 8:21 PM IST

দিনহাটা, 24 সেপ্টেম্বর: বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে দিনহাটাতে প্রতিবাদ মিছিল করল তৃণমুল কংগ্রেস (TMC Rally) । এ দিন দুপুর আড়াইটা নাগাদ দিনহাটা সংহতি ময়দান থেকে এই মিছিল বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে । মিছিলের জেরে ঘণ্টাখানেকের জন্য কার্যত দিনহাটা শহর অবরুদ্ধ হয়ে পড়ে । মিছিলের নেতৃত্বে ছিলেন কোচবিহার জেলা তৃণমূল চেয়ারম্যান গীরিন্দ্রনাথ বর্মন, জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্ককর মহেশ্বরী প্রমুখ ।

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (North Bengal Development Minister Udayan Guha) বলেন, "কিছু মানুষ বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে । এ দিনের মিছিল থেকে আমরা এই বার্তা দিতে চাই যেকোন মূল্যে হোক বাংলা ভাগ রোখা হবে ।" বাংলা ভাগ ইস্যুতে বেশকিছুদিন ধরেই সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি । বিজেপির একাধিক বিধায়ক রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে উত্তরবঙ্গকে নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুলেছেন । কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের (The Greater Coochbehar Peoples Association) উদ্যোগে আয়োজিত এক সভায় পৃথক রাজ্যের দাবিকে সমর্থনের কথা বলেছেন ।

বাংলা ভাগের চক্রান্তের প্রতিবাদে তৃণমূলের মিছিল দিনহাটাতে

আরও পড়ুন: মিড-ডে মিলে শাক-সবজি দিতে স্কুলে চাষাবাদ শুরুর উদ্যোগ জেলাপ্রশাসনের

তবে পৃথক রাজ্যের দাবিতে বিরোধীতায় নেমেছে তৃণমূল । ইতিমধ্যে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কিছুদিন আগে উত্তরবঙ্গে এসে বলেছেন, রক্ত দিয়ে হলেও বাংলা ভাগ রোখা হবে । পাশাপাশি কোচবিহার শহরে গত 6 সেপ্টেম্বর মিছিল করেছেন তৃণমূল নেতারা । তবে উত্তরবঙ্গের যেসব নেতারা সবচেয়ে বেশি সোচ্চার হয়েছেন তার মধ্যে অন্যতম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । সেই উদয়নের নিজের শহর দিনহাটাতে এ দিন প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে (TMC protests at Dinhata on Bengal partition issue) ।

দিনহাটা, 24 সেপ্টেম্বর: বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে দিনহাটাতে প্রতিবাদ মিছিল করল তৃণমুল কংগ্রেস (TMC Rally) । এ দিন দুপুর আড়াইটা নাগাদ দিনহাটা সংহতি ময়দান থেকে এই মিছিল বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে । মিছিলের জেরে ঘণ্টাখানেকের জন্য কার্যত দিনহাটা শহর অবরুদ্ধ হয়ে পড়ে । মিছিলের নেতৃত্বে ছিলেন কোচবিহার জেলা তৃণমূল চেয়ারম্যান গীরিন্দ্রনাথ বর্মন, জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্ককর মহেশ্বরী প্রমুখ ।

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (North Bengal Development Minister Udayan Guha) বলেন, "কিছু মানুষ বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে । এ দিনের মিছিল থেকে আমরা এই বার্তা দিতে চাই যেকোন মূল্যে হোক বাংলা ভাগ রোখা হবে ।" বাংলা ভাগ ইস্যুতে বেশকিছুদিন ধরেই সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি । বিজেপির একাধিক বিধায়ক রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে উত্তরবঙ্গকে নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুলেছেন । কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের (The Greater Coochbehar Peoples Association) উদ্যোগে আয়োজিত এক সভায় পৃথক রাজ্যের দাবিকে সমর্থনের কথা বলেছেন ।

বাংলা ভাগের চক্রান্তের প্রতিবাদে তৃণমূলের মিছিল দিনহাটাতে

আরও পড়ুন: মিড-ডে মিলে শাক-সবজি দিতে স্কুলে চাষাবাদ শুরুর উদ্যোগ জেলাপ্রশাসনের

তবে পৃথক রাজ্যের দাবিতে বিরোধীতায় নেমেছে তৃণমূল । ইতিমধ্যে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কিছুদিন আগে উত্তরবঙ্গে এসে বলেছেন, রক্ত দিয়ে হলেও বাংলা ভাগ রোখা হবে । পাশাপাশি কোচবিহার শহরে গত 6 সেপ্টেম্বর মিছিল করেছেন তৃণমূল নেতারা । তবে উত্তরবঙ্গের যেসব নেতারা সবচেয়ে বেশি সোচ্চার হয়েছেন তার মধ্যে অন্যতম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । সেই উদয়নের নিজের শহর দিনহাটাতে এ দিন প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে (TMC protests at Dinhata on Bengal partition issue) ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.