কোচবিহার, 25 মার্চ: স্কুলে নিয়োগ দুর্নীতিতে (Bengal Recruitment Scam) কোণঠাসা তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ তদন্ত যত এগোচ্ছে, ততই ঘাসফুলের যোগ এই দুর্নীতিতে স্পষ্ট হচ্ছে ৷ এই পরিস্থিতিতে পালটা বাম আমলের দুর্নীতি নিয়ে সরব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল ৷ সিপিএম (CPIM) নেতা সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে ৷ কিন্তু বাম আমলের দুর্নীতির প্রসঙ্গ টানতে গিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তৃণমূল কংগ্রেসের উদয়ন গুহ (Udayan Guha) । বাম আমলের চাকরি দুর্নীতিতে তাঁর বাবাও যুক্ত ছিলেন বলে দাবি করলেন তিনি ৷
শনিবার তিনি বলেন, ‘‘বাবা দীর্ঘদিন মন্ত্রী ছিলেন। বাম আমলে চাকরি নিয়ে যে ভাগাভাগি হত তার সঙ্গে বাবাও যুক্ত ছিলেন । তিনি দিনহাটা, কোচবিহার-সহ রাজ্যের বিভিন্ন এলাকার যুবকদের চাকরি দিয়েছেন । সেটা যদি দুর্নীতি হয়, তাহলে বাবাও দুর্নীতির সঙ্গে জড়িত ।’’
প্রসঙ্গত, উদয়ন গুহ বর্তমানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ৷ তবে একসময় তিনি ফরওয়ার্ড ব্লকে (Forward Bloc) ছিলেন ৷ তাঁর বাবা কমল গুহও (Kamal Guha) ওই দলের নেতা ছিলেন ৷ তিনি বাম আমলে রাজ্যের মন্ত্রীও ছিলেন ৷ উদয়নও দিনহাটা থেকে প্রথম ফরওয়ার্ড ব্লকের বিধায়ক হয়েছিলেন ৷ পরে তিনি তৃণমূলে যোগ দেন ৷
পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, ‘‘যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে চাকরি দেওয়া এটা যুগ যুগ ধরে হয়েছে । কংগ্রেস আমলে হয়েছে । বাম আমলে হয়েছে ।’’ তার পর তিনি যা বলেছেন, তা আরও বিস্ফোরক ৷ তিনি বলেন, ‘‘আমিও কিছু সুপারিশ করেছি ৷ সেগুলো হয়েছে । আমি যাঁদের সুপারিশ করেছি, তাঁরাই কি যোগ্য ? এর চাইতে যোগ্যতম কেউ ছিল না ? বাবা যাঁদের সুপারিশ করে চাকরি দিয়েছিলেন, তাঁদের চাইতে কি যোগ্যতাসম্পন্ন কেউ ছিল না ?’’
তিনি আরও বলেন, ‘‘কিন্তু কোনও কিছুর বিনিময়ে না দিয়ে যদি যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দেওয়া হয় সেটাও দুর্নীতি ।’’ তাঁর এইসব মন্তব্যের জেরে রীতিমতো হইচই পড়ে গিয়েছে কোচবিহারের রাজনীতিতে ৷ পুরো বিষয়টি নিয়ে উদয়ন গুহকে কটাক্ষ করেছে ফরওয়ার্ড ব্লক । ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর বলেন, ‘‘আমরা কোনোদিনও শুনিনি যে কমল গুহ চাকরি নিয়ে এ ধরনের অন্যায় কাজ করেছেন ।’’
তিনি আরও বলেন, ‘‘আসলে উদয়ন গুহ তৃণমূলে যোগ দেওয়ার পর নানা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন । তাঁর দল তৃণমূলের নেতা মন্ত্রীরা দুর্নীতির সঙ্গে জড়িত । তাই সেই দুর্নীতি থেকে বাঁচতে এখন বাবার নাম করে বাঁচতে চাইছেন । দিনহাটার মানুষ ওঁকে ক্ষমা করবে না ।’’ অন্যদিকে বিজেপির (BJP) কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় বলেন, ‘‘বাম আমলে দুর্নীতি হয়েছে, আর সেটা এই আমলেও হচ্ছে । উদয়ন গুহ সেটাই বলে দিয়েছেন । উনি স্বীকার করে নিয়েছেন ।’’