ETV Bharat / state

গ্রামে এগিয়ে থাকলেও শহরে হেরে যান উদয়ন

বিধানসভা এবং লোকসভা নির্বাচন গুলিতে দিনহাটা শহরে শাসকদলের ভোট বরাবরই কম হয় । এবারেও দিনহাটা শহরে তৃণমূলের ফল খারাপ হবে এমন একটা ধারণা ছিল তৃণমূল নেতৃত্বের মধ্যে । তবুও গত কয়েক বছরে শহরে যেভাবে উন্নয়ন হয়েছে তাতে তৃণমূল নেতৃত্বের ধারণা ছিল যে এবার হয়তো শহরে ভোটের ব্যবধানে অনেকটাই কম হবে ।

উদয়ন গুহ
উদয়ন গুহ
author img

By

Published : May 6, 2021, 12:36 PM IST

কোচবিহার, 6 মে : দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উদয়ন গুহ গ্রামে এগিয়ে থাকলেও শহরে বিশাল সংখ্যক ব্যবধান তৃণমূল প্রার্থীকে পিছিয়ে দিয়েছেল । শহরের 36 টি বুথের মধ্যে 35 টি বুথে হেরে যান উদয়ন । আর এর ফলে একুশের নির্বাচনে পরাজিত হন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ । বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কাছে 7766 ভোটে হেরে যান তিনি । পুরসভার 16 টি ওয়ার্ডের মধ্যে একমাত্র 16 নম্বর ওয়ার্ড বাদে বাকি সবকটা ওয়ার্ডে পিছিয়ে ছিলেন উদয়ন বাবু । বিষয়টি নিয়ে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ বলেন , "তৃণমূল আমলে শহরে প্রচুর উন্নয়ন হয়েছে । মানুষের আপদে-বিপদে দাঁড়িয়েছি । তবুও কেন শহরের একটা বড় অংশের মানুষ আমাকে ভোট দেয়নি জানিনা ।"

জানা গিয়েছে, বিধানসভা এবং লোকসভা নির্বাচন গুলিতে দিনহাটা শহরে শাসকদলের ভোট বরাবরই কম হয় । এবারেও দিনহাটা শহরে তৃণমূলের ফল খারাপ হবে এমন একটা ধারণা ছিল তৃণমূল নেতৃত্বের মধ্যে । তবুও গত কয়েক বছরে শহরে যেভাবে উন্নয়ন হয়েছে তাতে তৃণমূল নেতৃত্বের ধারণা ছিল যে এবার হয়তো শহরে ভোটের ব্যবধানে অনেকটাই কম হবে । যার ফলে তৃণমূল প্রার্থীর জয় সহজ হবে । কিন্তু বিধানসভার ফল গণনার সময় দেখা যায় গ্রামে এগিয়ে থাকলেও শহরে এসে একদম ভরাডুবি অবস্থা শাসকদলের এই প্রার্থীর ।

দেখা গিয়েছে, উদয়ন গুহ শহরের এক নম্বর ওয়ার্ডে 686 ভোটে, দুই নম্বর ওয়ার্ডে 328 ভোটে, তিন নম্বর ওয়ার্ডে 552 ভোটে, 4 নম্বর ওয়ার্ডে 699 ভোটে, 5 নম্বর ওয়ার্ডের 456 ভোটে, 6 নম্বর ওয়ার্ডে 394, 7 নম্বর ওয়ার্ডে 345, 8 নম্বর ওয়ার্ডে 431, 9 নম্বর ওয়ার্ডে 317, 10 নম্বর ওয়ার্ডে 431 ভোটে, 11 নম্বর ওয়ার্ড 880 ভোটে, 12 নম্বর ওয়ার্ডের 1010 ভোটে, 13 নম্বর ওয়ার্ডে 454 ভোটে, 14 নম্বর ওয়ার্ডে 576 ভোটে, এবং 15 নম্বর ওয়ার্ডে 616 ভোটে পিছিয়ে ছিলেন উদয়ন গুহ । শুধুমাত্র সংখ্যালঘু-অধ্যুষিত 16 নম্বর ওয়ার্ডে উদয়ন গুহ 409 ভোটে এগিয়ে ছিলেন । শহরে এই বিরাট সংখ্যক ব্যবধান এর ফলেই দিনহাটা বিধানসভা কেন্দ্রে হেরে যান উদয়ন গুহ ।

আরও পড়ুন: নাটাবাড়িতে তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধারে, জখম আরও 1

যদিও এপ্রসঙ্গে বিজেপির রাজ্য কমিটির সদস্য দীপ্তিমান সেনগুপ্ত বলেন, "উনি দীর্ঘদিন দিনহাটা পুরসভার চেয়ারম্যান ছিলেন । কোনও উন্নয়ন করেননি ।উল্টে ওনার অত্যাচারে মানুষ অতিষ্ঠ । তাই শহরের মানুষ ওনার বিপক্ষে ভোট দিয়েছে ।"

কোচবিহার, 6 মে : দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উদয়ন গুহ গ্রামে এগিয়ে থাকলেও শহরে বিশাল সংখ্যক ব্যবধান তৃণমূল প্রার্থীকে পিছিয়ে দিয়েছেল । শহরের 36 টি বুথের মধ্যে 35 টি বুথে হেরে যান উদয়ন । আর এর ফলে একুশের নির্বাচনে পরাজিত হন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ । বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কাছে 7766 ভোটে হেরে যান তিনি । পুরসভার 16 টি ওয়ার্ডের মধ্যে একমাত্র 16 নম্বর ওয়ার্ড বাদে বাকি সবকটা ওয়ার্ডে পিছিয়ে ছিলেন উদয়ন বাবু । বিষয়টি নিয়ে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ বলেন , "তৃণমূল আমলে শহরে প্রচুর উন্নয়ন হয়েছে । মানুষের আপদে-বিপদে দাঁড়িয়েছি । তবুও কেন শহরের একটা বড় অংশের মানুষ আমাকে ভোট দেয়নি জানিনা ।"

জানা গিয়েছে, বিধানসভা এবং লোকসভা নির্বাচন গুলিতে দিনহাটা শহরে শাসকদলের ভোট বরাবরই কম হয় । এবারেও দিনহাটা শহরে তৃণমূলের ফল খারাপ হবে এমন একটা ধারণা ছিল তৃণমূল নেতৃত্বের মধ্যে । তবুও গত কয়েক বছরে শহরে যেভাবে উন্নয়ন হয়েছে তাতে তৃণমূল নেতৃত্বের ধারণা ছিল যে এবার হয়তো শহরে ভোটের ব্যবধানে অনেকটাই কম হবে । যার ফলে তৃণমূল প্রার্থীর জয় সহজ হবে । কিন্তু বিধানসভার ফল গণনার সময় দেখা যায় গ্রামে এগিয়ে থাকলেও শহরে এসে একদম ভরাডুবি অবস্থা শাসকদলের এই প্রার্থীর ।

দেখা গিয়েছে, উদয়ন গুহ শহরের এক নম্বর ওয়ার্ডে 686 ভোটে, দুই নম্বর ওয়ার্ডে 328 ভোটে, তিন নম্বর ওয়ার্ডে 552 ভোটে, 4 নম্বর ওয়ার্ডে 699 ভোটে, 5 নম্বর ওয়ার্ডের 456 ভোটে, 6 নম্বর ওয়ার্ডে 394, 7 নম্বর ওয়ার্ডে 345, 8 নম্বর ওয়ার্ডে 431, 9 নম্বর ওয়ার্ডে 317, 10 নম্বর ওয়ার্ডে 431 ভোটে, 11 নম্বর ওয়ার্ড 880 ভোটে, 12 নম্বর ওয়ার্ডের 1010 ভোটে, 13 নম্বর ওয়ার্ডে 454 ভোটে, 14 নম্বর ওয়ার্ডে 576 ভোটে, এবং 15 নম্বর ওয়ার্ডে 616 ভোটে পিছিয়ে ছিলেন উদয়ন গুহ । শুধুমাত্র সংখ্যালঘু-অধ্যুষিত 16 নম্বর ওয়ার্ডে উদয়ন গুহ 409 ভোটে এগিয়ে ছিলেন । শহরে এই বিরাট সংখ্যক ব্যবধান এর ফলেই দিনহাটা বিধানসভা কেন্দ্রে হেরে যান উদয়ন গুহ ।

আরও পড়ুন: নাটাবাড়িতে তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধারে, জখম আরও 1

যদিও এপ্রসঙ্গে বিজেপির রাজ্য কমিটির সদস্য দীপ্তিমান সেনগুপ্ত বলেন, "উনি দীর্ঘদিন দিনহাটা পুরসভার চেয়ারম্যান ছিলেন । কোনও উন্নয়ন করেননি ।উল্টে ওনার অত্যাচারে মানুষ অতিষ্ঠ । তাই শহরের মানুষ ওনার বিপক্ষে ভোট দিয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.