ETV Bharat / state

Allegation of Cheating On TMC leader : ঘর দেওয়ার নামে বাসিন্দাদের থেকে টাকা নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে - Allegation of Cheating On TMC leader

ঘর দেওয়ার নামে টাকা হাতানোর অভিযোগ উঠল দিনহাটার-1 ব্লকের পুলক চন্দ্র বর্মন নামে এক তৃণমূল নেতার বিরুদ্ধে (TMC leader taking money from residents) । বিষয়টি নিয়ে তৃণমূলের দিনহাটা-1 ব্লক সভাপতি সঞ্জয় বর্মন লিখিতভাবে জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের কাছে অভিযোগ জানান ।

Allegation of Cheating On TMC leader news
বাসিন্দাদের থেকে টাকা নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
author img

By

Published : May 12, 2022, 8:51 PM IST

কোচবিহার, 12 মে : ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাসিন্দাদের কাছ হাজার হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠল দিনহাটার-1 ব্লকের এক তৃণমূল নেতার বিরুদ্ধে । ওই তৃণমূল নেতার নাম পুলক চন্দ্র বর্মন (TMC leader taking money from residents) । তৃণমূলের এসসি, এসটি ও ওবিসি সেলের দিনহাটা -1 ব্লক সভাপতি তিনি । বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে । বিষয়টি তৃণমূলের দিনহাটা-1 ব্লক সভাপতি সঞ্জয় বর্মন লিখিতভাবে জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের কাছে অভিযোগ জানিয়েছেন ।

অভিযোগ, দিনহাটার বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতের বেশকিছু রাজবংশী বাসিন্দাকে সরকারি প্রকল্পে রাজবংশীদের জন্য বরাদ্দ ঘর পাইয়ে দেওয়ার নামে বেশকিছু বাসিন্দার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের ওই নেতার বিরুদ্ধে । টাকা নেওয়ার কয়েকবছর পেরিয়ে গেলেও তাঁদের ঘরও দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ । টাকাও ফেরত চাইতে গেলে টালবাহানা করছিল । বিষয়টি গত সোমবার রাতে জেলা সভাপতিকে লিখিতভাবে জানান তৃণমূলের দিনহাটা-1 ব্লক সভাপতি সঞ্জয় বর্মন ।

বাসিন্দাদের থেকে টাকা নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

আরও পড়ুন : দুয়ারের সরকারের নামে শংসাপত্রের জন্য কাটমানি, বিক্ষোভ বিজেপির

সঞ্জয়বাবুর অভিযোগ, রাজবংশী মানুষদের ঘর দেওয়ার নামে দলেরই নেতা বিভিন্ন বাসিন্দার কাছ থেকে টাকা তুলেছেন । এতে দলের সুনাম নষ্ট হচ্ছে । তাই বিষয়টি দলীয় নেতৃত্বকে জানানো হয়েছে । যদিও অভিযোগ অস্বীকার করেছেন পুলকবাবু । তিনি বলেন, "আমি এলাকার বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার ঘনিষ্ঠ । বিগত দিনে ব্লক সভাপতির বিভিন্ন অনৈতিক কাজের প্রতিবাদ করেছি । বর্তমান ব্লক সভাপতি আমার বিরুদ্ধে এই ভিত্তিহীন অভিযোগ করছেন ।"

শৌলমারী গ্রামের বাসিন্দা সুরেশ বর্মন, বিমল রায়রা বলেন, "ঘর দেওয়ার নামে বছর দেড়েক হল আমাদের কাছ থেকে কুড়ি হাজার টাকা করে নিয়েছে । ঘর মেলেনি । টাকাও ফেরত দিচ্ছে না ।" গোটা বিষয়টি নিয়ে জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, "আমি এখনও জানি না । অভিযোগ পেলে খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ।"

কোচবিহার, 12 মে : ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাসিন্দাদের কাছ হাজার হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠল দিনহাটার-1 ব্লকের এক তৃণমূল নেতার বিরুদ্ধে । ওই তৃণমূল নেতার নাম পুলক চন্দ্র বর্মন (TMC leader taking money from residents) । তৃণমূলের এসসি, এসটি ও ওবিসি সেলের দিনহাটা -1 ব্লক সভাপতি তিনি । বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে । বিষয়টি তৃণমূলের দিনহাটা-1 ব্লক সভাপতি সঞ্জয় বর্মন লিখিতভাবে জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের কাছে অভিযোগ জানিয়েছেন ।

অভিযোগ, দিনহাটার বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতের বেশকিছু রাজবংশী বাসিন্দাকে সরকারি প্রকল্পে রাজবংশীদের জন্য বরাদ্দ ঘর পাইয়ে দেওয়ার নামে বেশকিছু বাসিন্দার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের ওই নেতার বিরুদ্ধে । টাকা নেওয়ার কয়েকবছর পেরিয়ে গেলেও তাঁদের ঘরও দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ । টাকাও ফেরত চাইতে গেলে টালবাহানা করছিল । বিষয়টি গত সোমবার রাতে জেলা সভাপতিকে লিখিতভাবে জানান তৃণমূলের দিনহাটা-1 ব্লক সভাপতি সঞ্জয় বর্মন ।

বাসিন্দাদের থেকে টাকা নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

আরও পড়ুন : দুয়ারের সরকারের নামে শংসাপত্রের জন্য কাটমানি, বিক্ষোভ বিজেপির

সঞ্জয়বাবুর অভিযোগ, রাজবংশী মানুষদের ঘর দেওয়ার নামে দলেরই নেতা বিভিন্ন বাসিন্দার কাছ থেকে টাকা তুলেছেন । এতে দলের সুনাম নষ্ট হচ্ছে । তাই বিষয়টি দলীয় নেতৃত্বকে জানানো হয়েছে । যদিও অভিযোগ অস্বীকার করেছেন পুলকবাবু । তিনি বলেন, "আমি এলাকার বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার ঘনিষ্ঠ । বিগত দিনে ব্লক সভাপতির বিভিন্ন অনৈতিক কাজের প্রতিবাদ করেছি । বর্তমান ব্লক সভাপতি আমার বিরুদ্ধে এই ভিত্তিহীন অভিযোগ করছেন ।"

শৌলমারী গ্রামের বাসিন্দা সুরেশ বর্মন, বিমল রায়রা বলেন, "ঘর দেওয়ার নামে বছর দেড়েক হল আমাদের কাছ থেকে কুড়ি হাজার টাকা করে নিয়েছে । ঘর মেলেনি । টাকাও ফেরত দিচ্ছে না ।" গোটা বিষয়টি নিয়ে জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, "আমি এখনও জানি না । অভিযোগ পেলে খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ।"

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.