ETV Bharat / state

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপাকে দুই গ্রামের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী - cooch behar

এক সপ্তাহ ধরে কোচবিহারের মাথাভাঙা দুই নম্বর ব্লকের ফেশ্যাবাড়ি এলাকার ক্ষেনপাড়া ও ফেশ্যাবাড়ি মৌজায় বিদ্যুৎ নেই। ফলে  চরম বিপাকে পড়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপাকে দুই গ্রামের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী
author img

By

Published : Feb 28, 2019, 12:23 PM IST

কোচবিহার, ২৮ ফেব্রুয়ারি : এক সপ্তাহ ধরে কোচবিহারের মাথাভাঙা দুই নম্বর ব্লকের ফেশ্যাবাড়ি এলাকার ক্ষেনপাড়া ও ফেশ্যাবাড়ি মৌজায় বিদ্যুৎ নেই। ফলে চরম বিপাকে পড়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। অভিভাবকদের অভিযোগ, বিদ্যুৎ বিভাগসহ জেলাশাসকের দপ্তরে যোগাযোগ করা হলেও ফল পাওয়া যায়নি। ফলে হ্যারিকেন বা মোমবাতির আলোয় পড়াশোনা চালাতে হচ্ছে তাঁদের সন্তানদের।

এবিষয়ে এক পরীক্ষার্থীর অভিভাবক বলেন, "বিদ্যুৎ বিভ্রাটের ফলে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা যেমন সমস্যায় পড়ছে, তেমনই এলাকার চাষের ক্ষতি হচ্ছে। জমিতে জল দিতে পারছে না চাষিরা। শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক না হলে আন্দোলনে নামব আমরা।"

কোচবিহারের বিদ্যুৎ বন্টন কম্পানির ইঞ্জিনিয়র স্টেশন ম্যানেজার শিবু দে বলেন, "বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব দ্রুত নতুন ট্রান্সফর্মার বসিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হবে।" কোচবিহার জেলা DYFI-এর নেতা আতাবুল ইসলাম বলেন, "দ্রুত বিদ্যুৎ সংযোগ না করলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। ওই দুই গ্রামে বিদ্যুৎ না থাকায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা মারাত্মক সমস্যায় পড়েছে।"

কোচবিহার, ২৮ ফেব্রুয়ারি : এক সপ্তাহ ধরে কোচবিহারের মাথাভাঙা দুই নম্বর ব্লকের ফেশ্যাবাড়ি এলাকার ক্ষেনপাড়া ও ফেশ্যাবাড়ি মৌজায় বিদ্যুৎ নেই। ফলে চরম বিপাকে পড়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। অভিভাবকদের অভিযোগ, বিদ্যুৎ বিভাগসহ জেলাশাসকের দপ্তরে যোগাযোগ করা হলেও ফল পাওয়া যায়নি। ফলে হ্যারিকেন বা মোমবাতির আলোয় পড়াশোনা চালাতে হচ্ছে তাঁদের সন্তানদের।

এবিষয়ে এক পরীক্ষার্থীর অভিভাবক বলেন, "বিদ্যুৎ বিভ্রাটের ফলে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা যেমন সমস্যায় পড়ছে, তেমনই এলাকার চাষের ক্ষতি হচ্ছে। জমিতে জল দিতে পারছে না চাষিরা। শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক না হলে আন্দোলনে নামব আমরা।"

কোচবিহারের বিদ্যুৎ বন্টন কম্পানির ইঞ্জিনিয়র স্টেশন ম্যানেজার শিবু দে বলেন, "বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব দ্রুত নতুন ট্রান্সফর্মার বসিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হবে।" কোচবিহার জেলা DYFI-এর নেতা আতাবুল ইসলাম বলেন, "দ্রুত বিদ্যুৎ সংযোগ না করলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। ওই দুই গ্রামে বিদ্যুৎ না থাকায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা মারাত্মক সমস্যায় পড়েছে।"

Rajouri (Jammu and Kashmir), Feb 28 (ANI): As situation between India and Pakistan escalated after Indian Air Force (IAF) strikes in Pakistan's Balakot, schools in Jammu and Kashmir's Rajouri district were closed and border areas were put on high alert. Pakistan also violated the ceasefire early morning, although India retaliated strongly. Tensions rose after Pakistan Air Force's (PAF) fighter planes entered India's airspace on Wednesday, which resulted in IAF shooting down one of PAF's F-16 planes. In the aerial engagement, India lost its MiG 21 and its pilot. India has requested Pakistan to ensure safe and immediate return of the pilot.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.