মাথাভাঙা, 6 অগাস্ট : কোরোনা আক্রান্তের বাড়িতে চুরি । কোচবিহারের মাথাভাঙা মহকুমা এলাকার ঘটনা । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
জানা গেছে, গতকাল রাত আড়াইটে নাগাদ বাড়ির সকলে ঘুমিয়ে পড়েছিল । সেই সময় চোর এসে জানলা দিয়ে একটি দামি মোবাইল নেয় । পরে আক্রান্ত মহিলার গলার সোনার মালা ধরে টান দেয় । তখনই তিনি চিৎকার করে ওঠেন । আর তাতেই চোর চম্পট দেয় । পরে প্রতিবেশীরা রাস্তায় বেরিয়ে আসে । কোরোনা আক্রান্ত হওয়ায় কেউ বাড়ির মধ্যে ঢোকেনি ।
প্রশাসনের তরফ থেকে কোরোনা আক্রান্ত দম্পতির বাড়িটি ব্যারিকেড করে দেওয়া হয়েছে । বাড়ির বাইরে বেরোচ্ছেন না দম্পতি । সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে চলছেন তারা ।
মাথাভাঙা থানার IC প্রদীপ সরকার বলেছেন, "ওই বাড়ি থেকে একটি দামি মোবাইল ও সোনার মালা খোয়া যাওয়ার অভিযোগ করেছেন দম্পতি । ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।"