কোচবিহার, ২৮ ফেব্রুয়ারি : মাথাভাঙা কলেজের টিচার্স রুমে তালা দিয়ে বিক্ষোভ দেখাল কলেজের পড়ুয়ারা। তাদের অভিযোগ, সঠিক সময়ে অধ্যাপকরা কলেজে আসছেন না। তার ফলে পড়াশোনায় ক্ষতি হচ্ছে।
গতকাল সকালে কলেজের ছাত্রছাত্রীদের একাংশ অভিযোগ তোলে, কলেজের অধ্যাপকরা সঠিক সময়ে কলেজে আসছেন না। তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রাহুল হোসেন বলে, "দীর্ঘদিন ধরে অধ্যাপকরা সঠিক সময়ে কলেজে আসেন না। কলেজ শুরু হয় সাড়ে ন'টায় অথচ অধ্যাপকরা আসেন বেলা সাড়ে বারোটায়। তাই ছাত্রছাত্রীদের স্বার্থে টিচার্স রুমে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।"
কলেজের টিচার ইন চার্জ গুরুচরণ দাস বলেন, "আমি ছুটিতে রয়েছি তবে বিষয়টি শুনেছি। অধ্যাপকরা সঠিক সময়ে কলেজে না এলে সেটা দুঃখজনক। আমি চাই সকলে সঠিক সময়ে আসুক।"
কলেজের টিচার্স রুমে তালা ঝোলানোর খবর পেয়ে সেখানে যান কলেজ পরিচালন সমিতির সভাপতি বিমলচন্দ্র বর্মণ। বিমলবাবু বলেন, "ছাত্রছাত্রীদের অভিযোগ গুরুত্ব দিয়ে শুনেছি। অধ্যাপকরা সঠিক সময়ে যাতে কলেজে আসেন সেই ব্যাপারে আলোচনা করব।" পরে পরিচালন কমিটির আশ্বাসে ছাত্রছাত্রীরা টিচার্স রুমের তালা খুলে দেয়।