ETV Bharat / state

তেলাঙ্গানা থেকে কোচবিহারে এল শ্রমিক স্পেশাল - কোরোনা

সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ নিউ কোচবিহার স্টেশনে তেলাঙ্গানা থেকে 220 জনের মতো শ্রমিক নিয়ে পৌঁছাল একটি ট্রেন ।

shramik special
শ্রমিক স্পেশাল
author img

By

Published : May 18, 2020, 10:59 PM IST

কোচবিহার, 18 মে : শ্রমিক স্পেশাল ট্রেন এল কোচবিহারে । সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ নিউ কোচবিহার স্টেশনে ট্রেনটি আসে । তেলাঙ্গানা থেকে 220 জনের মতো শ্রমিক নিয়ে ট্রেনটি এসেছে । তাঁদের মেডিকেল স্ক্রিনিংয়ের পর বাসে গন্তব্যস্থানে পাঠিয়ে দেওয়া হবে । কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, একটি ট্রেন এসেছে। আগামীকাল দুটি ট্রেন আসার কথা রয়েছে। প্রত্যেকের মেডিকেল স্ক্রিনিং করা হবে। যদি কোনও সমস্যা দেখা দেয় তাহলে কোয়ারানটিনে পাঠানো হবে ।


জানা গিয়েছে, কোচবিহার জেলার বিস্তীর্ণ এলাকা থেকে অনেকে ভিনরাজ্যে কাজের সন্ধানে গিয়েছিলেন । বাসে-ট্রাকে করে অনেকেই এসেছেন । বাকিদের ট্রেনে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। আগামী এক মাসে 42টি ট্রেনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁরা কোচবিহারে আসবেন।

সোমবার সন্ধ্যায় তেলাঙ্গানা থেকে নিউ কোচবিহার স্টেশন ট্রেনটি আসে । ট্রেন থেকে নামার পর যাত্রীদের মেডিকেল স্ক্রিনিং করা হয় । তারপর তাঁদের নির্দিষ্ট বাসে তুলে গন্তব্যে পাঠানো হয় । সেখানেও নামার পর মেডিকেল স্ক্রিনিং করা হবে এবং তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। যদি মনে হয় যে তাঁদের শরীরে কিছু সমস্যা হয়েছে তাহলে কোয়ারানটিন সেন্টারে পাঠানো হবে। নাহলে তাঁদের হোম কোয়ারানটিন থাকতে বলা হবে বলে জানা গেছে।

কোচবিহার, 18 মে : শ্রমিক স্পেশাল ট্রেন এল কোচবিহারে । সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ নিউ কোচবিহার স্টেশনে ট্রেনটি আসে । তেলাঙ্গানা থেকে 220 জনের মতো শ্রমিক নিয়ে ট্রেনটি এসেছে । তাঁদের মেডিকেল স্ক্রিনিংয়ের পর বাসে গন্তব্যস্থানে পাঠিয়ে দেওয়া হবে । কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, একটি ট্রেন এসেছে। আগামীকাল দুটি ট্রেন আসার কথা রয়েছে। প্রত্যেকের মেডিকেল স্ক্রিনিং করা হবে। যদি কোনও সমস্যা দেখা দেয় তাহলে কোয়ারানটিনে পাঠানো হবে ।


জানা গিয়েছে, কোচবিহার জেলার বিস্তীর্ণ এলাকা থেকে অনেকে ভিনরাজ্যে কাজের সন্ধানে গিয়েছিলেন । বাসে-ট্রাকে করে অনেকেই এসেছেন । বাকিদের ট্রেনে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। আগামী এক মাসে 42টি ট্রেনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁরা কোচবিহারে আসবেন।

সোমবার সন্ধ্যায় তেলাঙ্গানা থেকে নিউ কোচবিহার স্টেশন ট্রেনটি আসে । ট্রেন থেকে নামার পর যাত্রীদের মেডিকেল স্ক্রিনিং করা হয় । তারপর তাঁদের নির্দিষ্ট বাসে তুলে গন্তব্যে পাঠানো হয় । সেখানেও নামার পর মেডিকেল স্ক্রিনিং করা হবে এবং তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। যদি মনে হয় যে তাঁদের শরীরে কিছু সমস্যা হয়েছে তাহলে কোয়ারানটিন সেন্টারে পাঠানো হবে। নাহলে তাঁদের হোম কোয়ারানটিন থাকতে বলা হবে বলে জানা গেছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.