ETV Bharat / state

Road Accident in Mathabhanga: মাথাভাঙায় চলন্ত বাস ও ট্রাকের সংঘর্ষ, আহত প্রায় 25

সাত-সকালে রাজ্য সড়কের মাথাভাঙার কালিবাড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষ (Bus and Truck Collision) ৷ তাতে চালক-সহ আহত হয়েছেন 20- 25 জন। আহতরা সকলেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ৷

Road Accident in Mathabhanga
বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
author img

By

Published : Jan 25, 2023, 3:10 PM IST

মাথাভাঙা, 25 জানুয়ারি: বুধবার সকালে দিনহাটা থেকে শিলিগুড়িগামী বাস ও একটি ট্রাকের সংঘর্ষ হয় রাজ্য সড়কের মাথাভাঙার কালিবাড়িতে। এই পথ দুর্ঘটনায় কোনও হতাহতের খবর না-পাওয়া গেলেও প্রাথমিক তথ্য অনুযায়ী 20 থেকে 25 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বাসের যাত্রী থেকে ড্রাইভার গুরুতর আহত হয়েছেন এই পথ দুর্ঘটনায় (Mathabhanga Road Accident) ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উলটো দিক থেকে একটি মালবোঝাই ট্রাক মাথাভাঙা থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল। সেই সময় ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতার অভাবে নিয়ন্ত্রণ হারিয়ে দু'টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ৷ তাতেই আহত হন কমপক্ষে 25 জন যাত্রী ৷ তাঁদের মাথাভাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে ৷ দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকার্যে সহযোগিতা করেন। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙা থানার পুলিশ। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীও।

আরও পড়ুন: পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে তাণ্ডব!

তড়িঘড়ি দমকল বাহিনীও দুর্ঘটনাস্থলে পৌঁছয় ৷ কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘন কুয়াশার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে বাসচালকের অবস্থা আশংকাজনক। এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। এদিন এই বেসরকারি বাসটি দিনহাটা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল ৷

এর আগে কয়েকদিন আগে নাকা চেকিংয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দুই বাইক আরোহীর। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল ওই বাইক আরোহীর। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁরও মৃত্যু ঘটেছিল। ভয়াবহ ওই পথ দুর্ঘটনাটি ঘটেছিল এই একই মাথাভাঙা-কোচবিহার রাজ্য সড়কে। অন্যান্য দিনের মতো সেদিনও ঘোকসাডাঙা থানার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং চলছিল ওই এলাকায়। তখনই আচমকা একটি ব্যারিয়ালের মধ্যে গিয়ে ধাক্কা মারে দুই বাইক আরোহী।

মাথাভাঙা, 25 জানুয়ারি: বুধবার সকালে দিনহাটা থেকে শিলিগুড়িগামী বাস ও একটি ট্রাকের সংঘর্ষ হয় রাজ্য সড়কের মাথাভাঙার কালিবাড়িতে। এই পথ দুর্ঘটনায় কোনও হতাহতের খবর না-পাওয়া গেলেও প্রাথমিক তথ্য অনুযায়ী 20 থেকে 25 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বাসের যাত্রী থেকে ড্রাইভার গুরুতর আহত হয়েছেন এই পথ দুর্ঘটনায় (Mathabhanga Road Accident) ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উলটো দিক থেকে একটি মালবোঝাই ট্রাক মাথাভাঙা থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল। সেই সময় ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতার অভাবে নিয়ন্ত্রণ হারিয়ে দু'টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ৷ তাতেই আহত হন কমপক্ষে 25 জন যাত্রী ৷ তাঁদের মাথাভাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে ৷ দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকার্যে সহযোগিতা করেন। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙা থানার পুলিশ। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীও।

আরও পড়ুন: পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে তাণ্ডব!

তড়িঘড়ি দমকল বাহিনীও দুর্ঘটনাস্থলে পৌঁছয় ৷ কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘন কুয়াশার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে বাসচালকের অবস্থা আশংকাজনক। এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। এদিন এই বেসরকারি বাসটি দিনহাটা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল ৷

এর আগে কয়েকদিন আগে নাকা চেকিংয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দুই বাইক আরোহীর। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল ওই বাইক আরোহীর। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁরও মৃত্যু ঘটেছিল। ভয়াবহ ওই পথ দুর্ঘটনাটি ঘটেছিল এই একই মাথাভাঙা-কোচবিহার রাজ্য সড়কে। অন্যান্য দিনের মতো সেদিনও ঘোকসাডাঙা থানার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং চলছিল ওই এলাকায়। তখনই আচমকা একটি ব্যারিয়ালের মধ্যে গিয়ে ধাক্কা মারে দুই বাইক আরোহী।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.