ETV Bharat / state

সেতু না হলে ফ্ল্যাট বাড়িতে যাবেন না মেখলিগঞ্জ সেটেলমেন্ট ক্যাম্পের বাসিন্দারা

সাবেক ভারতীয় ছিটমহলের বাসিন্দাদের ফ্ল্যাট বিলির জন্য লটারি করা হলেও সেতু না হলে তারা ওই ফ্ল্যাট বাড়িতে যাবেন না। বুধবার জেলা প্রশাসনের কর্তাদের কাছে এমনটাই জানিয়ে দিয়েছেন সাবেক ছিটমহলের বাসিন্দারা। তাদের বক্তব্য লটারিতে তারা অংশ নিলেও তাদের ফ্ল্যাটে যাওয়ার জন্য ধরলা নদীর ওপর সেতু দরকার।

Residents of Makhliganj Settlement Camp
ভারতীয় ছিটমহলের বাসিন্দা
author img

By

Published : Mar 4, 2020, 4:10 PM IST

Updated : Mar 4, 2020, 6:23 PM IST

কোচবিহার,4 মার্চ :ধরলা নদীর ওপর সেতু দরকার । তা না হলে সাবেক ভারতীয় ছিটমহলের বাসিন্দাদের ফ্ল্যাট বিলির জন্য লটারিতে অংশ নিলেও ওই ফ্ল্যাট বাড়িতে যাবেন না। বুধবার জেলা প্রশাসনের কর্তাদের কাছে এমনটাই জানিয়ে দিয়েছেন সাবেক ছিটমহলের বাসিন্দারা। তাদের বক্তব্য লটারিতে অংশ নিলেও তাঁদের ফ্লাটের যাওয়ার জন্য ধরলা নদীর ওপর সেতু দরকার। সেতু না হলে তাঁরা কোনওভাবেই সেখানে যাবেন না। প্রশাসনের কর্তারা জানান তাঁদের দাবি খতিয়ে দেখা হবে।

2015 সালের 31 জুলাই ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় হয়। পরবর্তীতে বাংলাদেশের অভ্যন্তরে থাকা সাবেক ভারতীয় ছিট মহল থেকে হাজারখানেক বাসিন্দা এপারে আসে। বর্তমানে তাঁরা মেখলিগঞ্জ, হলদিবাড়ি ও দিনহাটা কৃষিমেলা ক্যাম্পে রয়েছে। তাদের স্থায়ী বাসস্থানের জন্য পরিবার পিছু একটি করে ফ্ল্যাট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। মেখলিগঞ্জ অস্থায়ী শিবিরে 48 টি পরিবার রয়েছে। এদের জন্য ভোট বাড়িতে ধরলা নদীর ওপারে ফ্ল্যাট তৈরি করা হয়েছে। কিন্তু সেই ফ্ল্যাটে যেতে নারাজ বাসিন্দারা।

সেতু না হলে ফ্ল্যাটে যাবেন না সেটেলমেন্ট ক্যাম্পের বাসিন্দারা

কিন্তু সেই ফ্ল্যাটে যেতে নারাজ বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ভোটবাড়ির যে এলাকায় ফ্ল্যাট দেওয়া হয়েছে সেটা ধরলা নদীর ওপারে। কাজেই ধরলা নদীর উপর সেতু না হলে অনেকটা ঘুরে যেতে হবে। তাই ওই এলাকায় সেতু হওয়া দরকার। ফ্ল্যাট বিলি নিয়ে লটারির সময় প্রশাসনিক আধিকারিকদের কাছে ওই দাবি জানান বাসিন্দারা । তবে কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ ভট্টাচার্য বলেন, সুষ্ঠুভাবে ফ্ল্যাট বিলির জন্য লটারি হয়েছে। ওদের দাবিগুলো খতিয়ে দেখা হবে।

কোচবিহার,4 মার্চ :ধরলা নদীর ওপর সেতু দরকার । তা না হলে সাবেক ভারতীয় ছিটমহলের বাসিন্দাদের ফ্ল্যাট বিলির জন্য লটারিতে অংশ নিলেও ওই ফ্ল্যাট বাড়িতে যাবেন না। বুধবার জেলা প্রশাসনের কর্তাদের কাছে এমনটাই জানিয়ে দিয়েছেন সাবেক ছিটমহলের বাসিন্দারা। তাদের বক্তব্য লটারিতে অংশ নিলেও তাঁদের ফ্লাটের যাওয়ার জন্য ধরলা নদীর ওপর সেতু দরকার। সেতু না হলে তাঁরা কোনওভাবেই সেখানে যাবেন না। প্রশাসনের কর্তারা জানান তাঁদের দাবি খতিয়ে দেখা হবে।

2015 সালের 31 জুলাই ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় হয়। পরবর্তীতে বাংলাদেশের অভ্যন্তরে থাকা সাবেক ভারতীয় ছিট মহল থেকে হাজারখানেক বাসিন্দা এপারে আসে। বর্তমানে তাঁরা মেখলিগঞ্জ, হলদিবাড়ি ও দিনহাটা কৃষিমেলা ক্যাম্পে রয়েছে। তাদের স্থায়ী বাসস্থানের জন্য পরিবার পিছু একটি করে ফ্ল্যাট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। মেখলিগঞ্জ অস্থায়ী শিবিরে 48 টি পরিবার রয়েছে। এদের জন্য ভোট বাড়িতে ধরলা নদীর ওপারে ফ্ল্যাট তৈরি করা হয়েছে। কিন্তু সেই ফ্ল্যাটে যেতে নারাজ বাসিন্দারা।

সেতু না হলে ফ্ল্যাটে যাবেন না সেটেলমেন্ট ক্যাম্পের বাসিন্দারা

কিন্তু সেই ফ্ল্যাটে যেতে নারাজ বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ভোটবাড়ির যে এলাকায় ফ্ল্যাট দেওয়া হয়েছে সেটা ধরলা নদীর ওপারে। কাজেই ধরলা নদীর উপর সেতু না হলে অনেকটা ঘুরে যেতে হবে। তাই ওই এলাকায় সেতু হওয়া দরকার। ফ্ল্যাট বিলি নিয়ে লটারির সময় প্রশাসনিক আধিকারিকদের কাছে ওই দাবি জানান বাসিন্দারা । তবে কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ ভট্টাচার্য বলেন, সুষ্ঠুভাবে ফ্ল্যাট বিলির জন্য লটারি হয়েছে। ওদের দাবিগুলো খতিয়ে দেখা হবে।

Last Updated : Mar 4, 2020, 6:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.