ETV Bharat / state

ITI কলেজে আইসোলেশন সেন্টার তৈরির বিরোধিতা দিনহাটায়

স্বাস্থ্য দপ্তরের তরফে দিনহাটা ITI কলেজে আইসোলেশন ওয়ার্ড খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো শনিবার দুপুরে কিছু কর্মী এসে কাজকর্ম শুরু করেন। এরপরই স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন।তাঁদের অভিযোগ, ঘন জনবসতি পূর্ণ এলাকায় এভাবে আইসোলেশন ওয়ার্ড খুললে বিপদ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কোনও ভাবেই এখানে আইসোলেশন সেন্টার খুলতে দেওয়া যাবে না।

isolation center
দিনহাটা
author img

By

Published : May 9, 2020, 7:48 PM IST

কোচবিহার,9 মে : দিনহাটায় ITI কলেজে আইসোলেশন সেন্টার তৈরির বিরোধিতা করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। শনিবার দুপুরে দিনহাটা নেতাজি রোডে ITI কলেজের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। অভিযোগ, ঘন জনবসতি পূর্ণ এলাকায় এভাবে আইসোলেশন ওয়ার্ড খুললে বিপদ বেশি হওয়ার সম্ভাবনা। তাই কোনওভাবেই এখানে আইসোলেশন সেন্টার খুলতে দেওয়া যাবে না।

জানা গিয়েছে কোচবিহার জেলায় এখনও পর্যন্ত কোরোনা পজিটিভ রোগীর সন্ধান না মিললেও প্রতিদিন বাইরে থেকে বহু পরিযায়ী শ্রমিক দিনহাটায় বাড়ি ফিরছেন ৷ বাইরে থেকে আসা বাসিন্দাদের কোয়ারানটিন সেন্টারে রাখা হচ্ছে। কোরোনার উপসর্গ দেখা দিলে তাঁদের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা করা হচ্ছে।

এরই মধ্যে স্বাস্থ্য দপ্তরের তরফে দিনহাটা ITI কলেজে আইসোলেশন ওয়ার্ড খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো শনিবার দুপুরে কিছু কর্মী এসে কাজকর্ম শুরু করেন। এরপরই স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন। পড়ে স্বাস্থ্য কর্মীরা ফিরে যান। তবে গোটা বিষয়টি নিয়ে দিনহাটার মহকুমা শাসক শেখ আনসার আহমেদ বলেন, বাসিন্দাদের বুঝিয়ে ITI কলেজ নেওয়া হবে।‌‌

কোচবিহার,9 মে : দিনহাটায় ITI কলেজে আইসোলেশন সেন্টার তৈরির বিরোধিতা করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। শনিবার দুপুরে দিনহাটা নেতাজি রোডে ITI কলেজের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। অভিযোগ, ঘন জনবসতি পূর্ণ এলাকায় এভাবে আইসোলেশন ওয়ার্ড খুললে বিপদ বেশি হওয়ার সম্ভাবনা। তাই কোনওভাবেই এখানে আইসোলেশন সেন্টার খুলতে দেওয়া যাবে না।

জানা গিয়েছে কোচবিহার জেলায় এখনও পর্যন্ত কোরোনা পজিটিভ রোগীর সন্ধান না মিললেও প্রতিদিন বাইরে থেকে বহু পরিযায়ী শ্রমিক দিনহাটায় বাড়ি ফিরছেন ৷ বাইরে থেকে আসা বাসিন্দাদের কোয়ারানটিন সেন্টারে রাখা হচ্ছে। কোরোনার উপসর্গ দেখা দিলে তাঁদের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা করা হচ্ছে।

এরই মধ্যে স্বাস্থ্য দপ্তরের তরফে দিনহাটা ITI কলেজে আইসোলেশন ওয়ার্ড খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো শনিবার দুপুরে কিছু কর্মী এসে কাজকর্ম শুরু করেন। এরপরই স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন। পড়ে স্বাস্থ্য কর্মীরা ফিরে যান। তবে গোটা বিষয়টি নিয়ে দিনহাটার মহকুমা শাসক শেখ আনসার আহমেদ বলেন, বাসিন্দাদের বুঝিয়ে ITI কলেজ নেওয়া হবে।‌‌

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.