কোচবিহার 21 নভেম্বর: কোচবিহারের (Cooch Behar) মাথাভাঙ্গা থানায় কর্মরত এক সিভিক ভলান্টিয়ারকে মারধর করার অভিযোগ উঠল সেই থানারই দুই কর্তব্যরত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে (Police officers accused) । ওই সিভিক ভলান্টিয়ারের অভিযোগ, তাঁকে থানার ভিতরে মারধর করা হয় ৷ লক আপে ঢোকানো হয় ৷ তাঁর আরও অভিযোগ, বিনা কারণেই এমনটা করা হয়েছে । আর এই ঘটনার প্রতিবাদে নিজেদের ইউনিফর্ম খুলে (Without Uniform) মাথাভাঙ্গা থানার সামনে অবস্থান কর্মসূচিতে সামিল হলেন সিভিককর্মীরা (Protest over alleged beating of civic volunteer) ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার একটি ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করতে যায় মাথাভাঙ্গা থানার পুলিশ । কিন্তু সেখানে ভুলবশত একই নামের অন্য একজনকে গ্রেফতার করে তারা । এই ঘটনাকে কেন্দ্র করেই সেখানে উত্তেজনার পরিবেশ তৈরি হয় ৷ আর তখন সেখানে কর্মরত সিভিক ভলান্টিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন । সেই সিভিককর্মীর অভিযোগ, শুক্রবার সকালে তিনি মাথাভাঙ্গা থানায় ডিউটিতে আসেন । এরপর থানার কর্তব্যরত দুজন পুলিশ অফিসার আচমকা তাঁকে মারধর করে । এই ঘটনার প্রতিবাদে সমস্ত সিভিককর্মীরা ইউনিফর্ম খুলে কর্মবিরতির ডাক দেয় ও প্রতিবাদ জানান । দুই জন পুলিশকর্মীর শাস্তির দাবিতে তাঁরা থানার সামনে বিক্ষোভে সামিল হন (Civic Volunteer Agitation) ।
আরও পড়ুন: পরকীয়া সম্পর্কের জেরে খুন যুবক ! গ্রেফতার অভিযুক্ত মহিলা
ওই সিভিক কর্মীর (Civic Volunteer) বাড়ি মাথাভাঙা এক নম্বর ব্লকের জরেশিমুলি এলাকায় । তাঁর নাম রবিচাঁদ বর্মন । ঠিক কী কারণে সিভিককর্মীকে মারধর করা হল, তা এখনও স্পষ্ট নয় । এই ঘটনার খবর পেয়ে মাথাভাঙ্গার অ্যাডিশনাল এসপি (ASP) অমিত ভার্মা, এসডিপিও (SDPO), আইসি (IC) ঘটনাস্থলে পৌঁছে সিভিককর্মীদের সঙ্গে কথা বলেন ৷ এরপর বিক্ষোভ তুলে নেন সিভিক ভলান্টিয়াররা । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।