ETV Bharat / state

ভ্যাকসিন-কাণ্ডে রাজ্য সরকারকে ভুয়ো বলে কটাক্ষ দিলীপের - মুখ্যমন্ত্রী

করোনার জাল ভ্যাকসিন এবং ভুয়ো আইএএস-কাণ্ডে রাজ্য সরকারকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ যেখানে বর্তমান সরকারকেই তিনি ভুয়ো বলে নিশানা করেছেন ৷

present government is also fake dilip ghosh criticised west bengal government over fake vaccine
ভ্যাকসিন-কাণ্ডে বর্তমান সরকারকেই ‘ভুয়ো’ বলে কটাক্ষ দিলীপের
author img

By

Published : Jun 27, 2021, 3:44 PM IST

কোচবিহার, 27 জুন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেই এবার ভুয়ো বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (DILIP GHOSH) ৷ ভুয়ো আইএএস ও জাল ভ্যাকসনি-কাণ্ডে (Fake Vaccine) এভাবেই রাজ্য সরকারকে একহাত নিলেন তিনি ৷ তাঁর কথায়, ‘‘যে সরকারটা চলছে সেই সরকারই ভুয়ো ৷’’ এদিন কোচবিহারে বিজেপির এক কর্মসূচিতে যোগ দিয়ে একথা বলেন দিলীপ ঘোষ ৷

দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে তাঁর সঙ্গে দুর্নীতিবাজ লোকজনদের নিয়ে যেতেন ৷ এমনকি তাঁর মন্ত্রিসভার সদস্যরাও দুর্নীতি এবং দুর্নীতিবাজদের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি ৷ আর তাই করোনার ভ্যাকসিনে জালিয়াতিতে অবাক নন তিনি ৷ রাজ্য সরকারকে নিশানা করে তাঁর কটাক্ষ, যে সরকার চলছে, সেই সরকারই ভুয়ো ৷

প্রসঙ্গত, কয়েকদিন আগেই কসবায় এক ভ্যাকসিনেশন সেন্টারের উদ্বোধন করেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী ৷ তিনি নিজেও সেখান থেকে ভ্যাকসিন নেন ৷ কিন্তু, ভ্যাকসিন নেওয়ার কয়েকদিন পর ফোনে স্বাস্থ্য মন্ত্রকের কোনও মেসেজ না আসায় সন্দেহ হয় সাংসদের ৷ এরপরেই তিনি পুলিশের দ্বারস্থ হন এবং জাল ভ্যাকসিন ও ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের প্রতারণার জাল ফাঁস হয়ে যায় ৷

এই ঘটনায় রাজ্য রাজনীতিতে হইচই পড়ে গিয়েছে ৷ কলকাতা পৌরনিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এমনকি মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের (Debanjan Deb) সঙ্গে শাসকদল তৃণমূলের একাধিক নেতার ছবি সামনে এসেছে ৷ যা নিয়ে বিরোধী দল বিজেপি রাজ্য সরকারকে আক্রমণ করেছে ৷ ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের কাছে এ নিয়ে অভিযোগ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

ভ্যাকসিন-কাণ্ডে বর্তমান সরকারকেই ‘ভুয়ো’ বলে কটাক্ষ দিলীপের

আরও পড়ুন : কোভিড সামগ্রী কেনার কমিটির রিপোর্ট সর্বসমক্ষে আনুক রাজ্য, দাবি শুভেন্দুর

অন্যদিকে, কোচবিহারে বিজেপির দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে উত্তরবঙ্গ ইস্যু নিয়েও মুখ খোলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি অভিযোগ করেছেন, উত্তরবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত ৷ কিন্তু, বিজেপি লোকসভা ভোটে উত্তরবঙ্গে জেতার পর সেখানে অনেক কাজ হয়েছে ৷ আসন্ন পৌরসভা ভোটে বিজেপি সর্বশক্তি দিয়ে লড়াই করবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ৷ সেই সঙ্গে তিনি আশাবাদী সেই নির্বাচনে বিজেপি ভাল ফল করবে ৷

কোচবিহার, 27 জুন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেই এবার ভুয়ো বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (DILIP GHOSH) ৷ ভুয়ো আইএএস ও জাল ভ্যাকসনি-কাণ্ডে (Fake Vaccine) এভাবেই রাজ্য সরকারকে একহাত নিলেন তিনি ৷ তাঁর কথায়, ‘‘যে সরকারটা চলছে সেই সরকারই ভুয়ো ৷’’ এদিন কোচবিহারে বিজেপির এক কর্মসূচিতে যোগ দিয়ে একথা বলেন দিলীপ ঘোষ ৷

দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে তাঁর সঙ্গে দুর্নীতিবাজ লোকজনদের নিয়ে যেতেন ৷ এমনকি তাঁর মন্ত্রিসভার সদস্যরাও দুর্নীতি এবং দুর্নীতিবাজদের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি ৷ আর তাই করোনার ভ্যাকসিনে জালিয়াতিতে অবাক নন তিনি ৷ রাজ্য সরকারকে নিশানা করে তাঁর কটাক্ষ, যে সরকার চলছে, সেই সরকারই ভুয়ো ৷

প্রসঙ্গত, কয়েকদিন আগেই কসবায় এক ভ্যাকসিনেশন সেন্টারের উদ্বোধন করেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী ৷ তিনি নিজেও সেখান থেকে ভ্যাকসিন নেন ৷ কিন্তু, ভ্যাকসিন নেওয়ার কয়েকদিন পর ফোনে স্বাস্থ্য মন্ত্রকের কোনও মেসেজ না আসায় সন্দেহ হয় সাংসদের ৷ এরপরেই তিনি পুলিশের দ্বারস্থ হন এবং জাল ভ্যাকসিন ও ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের প্রতারণার জাল ফাঁস হয়ে যায় ৷

এই ঘটনায় রাজ্য রাজনীতিতে হইচই পড়ে গিয়েছে ৷ কলকাতা পৌরনিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এমনকি মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের (Debanjan Deb) সঙ্গে শাসকদল তৃণমূলের একাধিক নেতার ছবি সামনে এসেছে ৷ যা নিয়ে বিরোধী দল বিজেপি রাজ্য সরকারকে আক্রমণ করেছে ৷ ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের কাছে এ নিয়ে অভিযোগ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

ভ্যাকসিন-কাণ্ডে বর্তমান সরকারকেই ‘ভুয়ো’ বলে কটাক্ষ দিলীপের

আরও পড়ুন : কোভিড সামগ্রী কেনার কমিটির রিপোর্ট সর্বসমক্ষে আনুক রাজ্য, দাবি শুভেন্দুর

অন্যদিকে, কোচবিহারে বিজেপির দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে উত্তরবঙ্গ ইস্যু নিয়েও মুখ খোলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি অভিযোগ করেছেন, উত্তরবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত ৷ কিন্তু, বিজেপি লোকসভা ভোটে উত্তরবঙ্গে জেতার পর সেখানে অনেক কাজ হয়েছে ৷ আসন্ন পৌরসভা ভোটে বিজেপি সর্বশক্তি দিয়ে লড়াই করবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ৷ সেই সঙ্গে তিনি আশাবাদী সেই নির্বাচনে বিজেপি ভাল ফল করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.